৩১ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহীদ কাপুর এবং পূজা হেগরে অভিনীত সিনেমা ‘দেবা’। টিজার এবং ট্রেলার প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা গিয়েছিলো। কিন্তু সে উত্তেজনা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে সিনেমাটির নির্মাতারা। উদ্বোধনী দিনে ‘দেবা’ বক্স অফিস আয় সেই ইঙ্গিতই দিচ্ছে।
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ‘দেবা’ বক্স অফিস প্রতিবেদনে জানা গেছে মুক্তির প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে সিনেমাটি আয় করেছে মাত্র ৫.৭৮ কোটি রুপি। যদিও সিনেমাটি নিয়ে ট্রেড বিশেষজ্ঞদের প্রত্যাশা ছিলো আরো বেশী। অন্তত দুই অংকের উদ্বোধনী প্রত্যাশা করেছিলেন সংশ্লিষ্টরা।
দ্বিতীয় দিনে ‘দেবা’ বক্স অফিস আয় প্রথম দিনের তুলনায় কিছুটা ভালো হওয়ার প্রত্যাশা করছেন সবাই। দ্বিতীয় দিন শনিবার সকালে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে দর্শক সমাগমের হার ছিলো ৫.৮৪%। এছাড়া অনলাইন টিকেট বুকিং প্লাটফর্ম বুক মাই শো’তে সিনেমাটির টিকেট বিক্রিতে উর্ধোগতি লক্ষ্য করা গেছে।
ফেব্রুয়ারি ১ তারিখে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বুক মাই শো’তে সিনেমাটির মোট টিকেট বিক্রি হয়েছে ৩৩ হাজারের একটু বেশী। একই সময়ে আগের দিনের তুলনায় টিকেট বিক্রি বৃদ্ধি পেয়েছে ১৭%। প্রথম দিনে একই সময়ে সিনেমাটির মোট টিকেট বিক্রি হয়েছিলো ২৮ হাজারের একটু বেশী।
দ্বিতীয় দিন প্রতি ঘণ্টায় বুক মাই শো’তে সিনেমাটির ৫ থেকে ৬ হাজার টিকেট বিক্রি হচ্ছে। তবে শনিবার বিকেল এবং রাতের প্রদর্শনীতে দর্শক সমাগম অনেক বেশী হবে বলে মনে করছেন ট্রেড বিশেষজ্ঞরা। কারণ, রবিবার সাপ্তাহিক ছুটির কারনে সপ্তাহান্তের শেষ দুই দিন ‘দেবা’ বক্স অফিস আয় ভালো হবে।
এদিকে মুক্তির প্রথম দিন বুক মাই শো’তে ‘দেবা’ সিনেমার মোট টিকেট বিক্রি হয়েছে প্রায় ৮৮ হাজার। এটি চলতি বছরের উদ্বোধনী দিনে দ্বিতীয় সর্বোচ্চ টিকেট বিক্রি। প্রথম অবস্থানে রয়েছে অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’। অবশ্য অক্ষয়ের সিনেমাটি প্রথম দিনে ডিস্কাউন্ট এবং ফ্রী টিকেটের অফারের আওতাধীন ছিলো। প্রথম দিনে ‘স্কাই ফোর্স’ সিনেমার ১৯৩ হাজার টিকেট বিক্রি হয়েছিলো।
সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে শাহীদ কাপুর এবং পুজা হেগরে অভিনীত সিনেমা #দেবা।#ফিল্মীমাইক #FilmyMike #bollywood #bollywoodnews #bollywoodmovies #Deva #shahidkapoor #PoojaHegde pic.twitter.com/2BX6QNX15q
— Filmymike – সিনেমার প্রচার মাইক (@FilmyMikeBD) January 31, 2025
উল্লেখ্য যে, মুক্তির পর সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে শাহীদ কাপুরের ‘দেবা’। বেশিরভাগ সমালোচকই সিনেমাটির প্রশংসা করেছেন। বিশেষ করে এতে শাহীদ কাপুরের অভিনয় ব্যাপক প্রশংসা কুরাচ্ছে। এছাড়া দর্শকরাও সিনেমাটির প্রশংসা করছেন। এই ইতিবাচক প্রতিক্রিয়া আগামী দিনগুলোতে এর বক্স অফিসে প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেকে।
প্রসঙ্গত, ‘দেবা’ সিনেমাটি পরিচালনা করেছেন মালয়ালাম নির্মাতা রোশান এন্ডুস। অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমাটি প্রযোজনা করেছেন সিদ্ধার্থ রয় কাপুর। গুঞ্জন অনুযায়ী, সিনেমাটি পৃথ্বীরাজ সুকুমারানের মালয়ালাম সিনেমা ‘মুম্বাই পুলিশ’-এর উপর ভিত্তি করে নির্মিত। এতে শাহীদ কাপুর এবং পূজা হেগরে ছাড়া একটি গুরুত্বপূর্ন চরিত্রে আছেন পাভেল গুলাটি।
আরো পড়ুনঃ
‘স্কাই ফোর্স’ বক্স অফিস: প্রথম সপ্তাহ শেষে আয় নিয়ে বিতর্কের ঝড়!
বিশ্বব্যাপী বক্স অফিসে রেকর্ডের অন্য নাম আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’
২০২৫ সালের স্বাধীনতা দিবসে বলিউড বক্স অফিসে ত্রিমুখী লড়াই!