দুই সিনেমার বাম্পার উদ্বোধনী: বলিউডে একদিনের সর্বোচ্চ আয়ের রেকর্ড

দুই সিনেমার বাম্পার উদ্বোধনী

দীপাবলিতে মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমাই প্রথম দিনে বক্স অফিসে দারুণ শুরু করেছে। শুক্রবার দীপাবলির ছুটির দিনে ভারতীয় বক্স অফিসে রীতিমত তাণ্ডব চালিয়েছে ‘সিঙ্গাম এগেইন’ এবং ‘ভুল ভুলাইয়া ৩’।  দুই সিনেমার বাম্পার উদ্বোধনী বক্স অফিসে তৈরি করেছে নতুন রেকর্ড।

মুক্তির আগে দুটি সিনেমাই নিয়েই ছিলো ব্যাপক আলোচনা। ফ্র্যাঞ্চাইজির সুনাম সাথে দীপাবলির উৎসব। সব মিলিয়ে ভারতীয় বক্স অফিসে দারুণ কিছুর প্রত্যাশায় ছিলেন নির্মাতারা। আগের দিন পর্যন্ত সিনেমাগুলোর অগ্রিম টিকেট বিক্রিতেও ছিলো সেই ধারাবাহিকতা।

ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে দুই সিনেমার বাম্পার উদ্বোধনী নিশ্চিত করেছে বলিউড বক্স অফিসের নতুন রেকর্ড। রোহিত শেঠির পুলিশ ইউনিভার্সের ‘সিঙ্গাম এগেইন’ সিনেমাটি মুক্তির প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে আয় করেছে প্রায় ৪২ কোটি রুপি। এর মাধ্যমে ক্যারিয়ারের সর্বোচ্চ উদ্বোধনী পেলেন অজয় দেবগণ এবং রোহিত শেঠি।

এদিকে ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমাটিও বক্স অফিসে বাম্পার উদ্বোধনী পেয়েছে। মুক্তির প্রথম দিনে এই সিনেমাটি ভারতীয় বক্স অফিসে আয় করেছে প্রায় ৩৪ কোটি রুপি। এর মাধ্যমে নিজের ক্যারিয়ারের সর্বচ্চ উদ্বোধনীর রেকর্ড গড়েছেন কার্তিক আরিয়ান। এর আগে কার্তিকের সর্বোচ্চ উদ্বোধনী পাওয়া সিনেমা ছিলো ‘ভুল ভুলাইয়া ২’।

নিজেদের রেকর্ডের পাশাপাশি বলিউডের আয়েরও রেকর্ড গড়েছেন অজয় দেবগন এবং কার্তিক আরিয়ান। দুই সিনেমার বাম্পার উদ্বোধনী দিয়ে নিশ্চিত হয়েছে বলিউডের একদিনের সর্বোচ্চ আয়ের রেকর্ড। দুই সিনেমা মিলিয়ে ১লা নভেম্বর ভারতীয় বক্স অফিসের মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫ কোটি রূপির বেশী।

এদিকে ‘সিঙ্গাম এগেইন’ এবং ‘ভুল ভুলাইয়া ৩’ – দুটি সিনেমাই দর্শক এবং সমালোচকদের প্রশংসায় ভাসছে। ১লা নভেম্বর সিনেমাগুলোর মুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শদকের পাশাপাশি সমালোচকরাও দারুণ প্রশংসা করছেন। দীপাবলির সামনের ছুটির দিনগুলোতে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া বক্স অফিসে আরো প্রভাব রাখবে এটা অনেকটাই নিশ্চিত।

মুক্তির আগে এই দুই সিনেমার পর্দা ভাগাভাগি নিয়ে দেখা গিয়েছিলো জটিলতা। অবশেষে মুক্তির তিনদিন আগে সমঝোতায় পৌঁছাতে সক্ষম হন সংশ্লিষ্টরা। ভারতের মোট পর্দার ৬০% পর্দায় মুক্তি পেয়েছিলো অজয় দেবগণ অভিনীত ‘সিঙ্গাম এগেইন’। আর বাকি ৪০% পর্দায় মুক্তি পেয়েছিলো কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুল ভুলাইয়া ৩’।

উল্লেখ্য যে, ‘সিঙ্গাম এগেইন’ সিনেমায় অজয়ের সাথে আরো অভিনয় করেছেন কারিনা কাপুর, অক্ষয় কুমার, দীপিকা পাডুকোন, টাইগার শ্রফ, রনভীর সিং সহ আরো অনেকে। আর এতে দুটি খল চরিত্রে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ এবং অর্জুন কাপুর।

অন্যদিকে ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমায় কার্তিকের সাথে এবার পর্দায় হাজির হয়েছেন বিদ্যা বালন এবং মাধুরী দীক্ষিত। সিনেমাটিতে এই দুই অভিনেত্রীকে মঞ্জুলিকা চরিত্রে দেখা গেছে। আর এতে কার্তিকের বিপরীতে আছেন তৃপ্তি দিম্রি। এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন একঝাক সহ-অভিনেতা।

আরো পড়ুনঃ
বক্স অফিসে দুর্দান্ত উদ্বোধনী পেলো কার্তিক আরিয়ানের‘ভুল ভুলাইয়া ৩’
উদ্বোধনী দিনে রেকর্ড আয়ে বক্স অফিস যাত্রা শুরু করলেন অজয়
দীপাবলির দুই সিনেমার অগ্রিম টিকেট এবং সম্ভাব্য বক্স অফিস উদ্বোধনী

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত