দীপাবলির সিনেমা হিসেবে ১লা নভেম্বর মুক্তি পেয়েছে ‘সিঙ্গাম এগেইন’ এবং ‘ভুল ভুলাইয়া ৩’। ঘোষণার পর থেকেই আলোচনায় থাকা সিনেমাগুলো প্রথম দিনে বক্স অফিসে বাম্পার উদ্বোধনী পেয়েছিলো। দীপাবলির ছুটিতে পরের দুইদিনও এই আয়ের ধারা অব্যাহত ছিলো। সেই ধারাবাহিকতায় দীপাবলির প্রথম সপ্তাহান্তের আয়ে বলিউড বক্স অফিসের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে দুই সিনেমার বাম্পার উদ্বোধনী নিশ্চিত করেছে বলিউড বক্স অফিসের নতুন রেকর্ড। রোহিত শেঠির পুলিশ ইউনিভার্সের ‘সিঙ্গাম এগেইন’ সিনেমাটি মুক্তির প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে আয় করেছে প্রায় ৪৩.৭০ কোটি রুপি। অন্যদিকে কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার প্রথম দিনের আয় ছিলো ৩৬.৬ কোটি রুপি।
দ্বিতীয় দিনেও সিনেমাগুলো বক্স অফিস আয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হয়েছিলো। দ্বিতীয় দিনে ভারতীয় বক্স অফিসে ‘সিঙ্গাম এগেইন’ আয় করেছে ৪৪.৫০ কোটি রুপি। আর ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমাটির দ্বিতীয় দিনের আয়ের পরিমাণ ছিলো ৩৮.৪ কোটি রুপি। তুলনামূলকভাবে দ্বিতীয় দিনে বক্স অফিস আয়ে ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমাটির অবস্থান ভালো ছিলো।
দুই দিনের ছুটির পর তৃতীয় দিন রবিবারও সিনেমাগুলো দারুণ আয়ের ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। প্রাথমিক অনুমান অনুযায়ী, তৃতীয় দিন রবিবার ভারতীয় বক্স অফিসে ‘সিঙ্গাম এগেইন’ এবং ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার আয়ের পরিমাণ ছিলো যথাক্রমে ৩৭ কোটি এবং ৩৩.৫০ কোটি রুপি। আর এর মাধ্যমেই যৌথভাবে প্রথম সপ্তাহান্তের আয়ে বলিউড বক্স অফিসের নতুন রেকর্ড গড়েছে সিনেমাগুলো।
প্রথম সপ্তাহান্ত শেষে অজয় দেবগণ অভিনীত রোহিত শেঠির পুলিশ ইউনিভার্সের সিনেমা ‘সিঙ্গাম এগেইন’ ভারতীয় বক্স অফিসে আয় করেছে ১২৫.২ কোটি রুপি। পুলিশ ইউনিভার্সের সর্বোচ্চ আয়ের উদ্বোধনী সপ্তাহান্ত ছাড়াও অজয় এবং রোহিতের সর্বোচ্চ উদ্বোধনী সিনেমা হিসেবে আবির্ভুত হয়েছে ‘সিঙ্গাম এগেইন’।
এদিকে তিনদিনের প্রথম সপ্তাহান্ত শেষে কার্তিক আরিয়ান অভিনীত আনিস বাজমীর ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার আয়ও ১০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। প্রথমিক হিসেব অনুযায়ী, প্রথম সপ্তাহান্ত শেষে সিনেমাটির মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১০৮.৫ কোটি রুপি। কার্তিক আরিয়ান এবং আনিস বাজমীর ক্যারিয়ারের সর্বোচ্চ উদ্বোধনী পাওয়া সিনেমা এখন ‘ভুল ভুলাইয়া ৩’।
এছাড়া যৌথভাবে ‘সিঙ্গাম এগেইন’ এবং ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমাগুলো প্রথম সপ্তাহান্তের আয়ে বলিউড বক্স অফিসের নতুন রেকর্ড গড়তে সক্ষম হয়েছে। প্রথমবারের মত বলিউড বক্স অফিস প্রথম সপ্তাহান্তে ২০০ কোটির বেশী আয়ের দেখা পেয়েছে। দুই সিনেমা মিলে তিনদিনের দীপাবলির প্রথম সপ্তাহান্তের বলিউড বক্স অফিস আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২৩৪ কোটি রুপি।
তিনদিনের দীপাবলির ছুটি শেষে চতুর্থ দিন সোমবার বক্স অফিস আয়ের পতন হবে। কিন্তু শেষ পর্যন্ত সিনেমাগুলো বক্স অফিসে কত আয় করতে পারবে সেটা সোমবারের আয় থেকে ধারণা করা যাবে। তবে প্রথম তিনদিনের আয়ের ধারাবাহিকতা বিবেচনা করলে দুটি সিনেমার ভারতীয় বক্স অফিসে ২০০ কোটির বেশী আয় অনেকটাই নিশ্চিত।
উল্লেখ্য যে, ‘সিঙ্গাম এগেইন’ সিনেমায় অজয়ের সাথে আরো অভিনয় করেছেন কারিনা কাপুর, অক্ষয় কুমার, দীপিকা পাডুকোন, টাইগার শ্রফ, রনভীর সিং সহ আরো অনেকে। আর এতে দুটি খল চরিত্রে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ এবং অর্জুন কাপুর।
অন্যদিকে ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমায় কার্তিকের সাথে এবার পর্দায় হাজির হয়েছেন বিদ্যা বালন এবং মাধুরী দীক্ষিত। সিনেমাটিতে এই দুই অভিনেত্রীকে মঞ্জুলিকা চরিত্রে দেখা গেছে। আর এতে কার্তিকের বিপরীতে আছেন তৃপ্তি দিম্রি। এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন একঝাক সহ-অভিনেতা।
আরো পড়ুনঃ
দুই সিনেমার বাম্পার উদ্বোধনী: বলিউডে একদিনের সর্বোচ্চ আয়ের রেকর্ড
বক্স অফিসে দুর্দান্ত উদ্বোধনী পেলো কার্তিক আরিয়ানের‘ভুল ভুলাইয়া ৩’
উদ্বোধনী দিনে রেকর্ড আয়ে বক্স অফিস যাত্রা শুরু করলেন অজয়