রাজামৌলী পরবর্তী ডিজাস্টার সিনেমার ধারাবাহিকতা অব্যাহত রাখলেন রাম চরণ! এসএস রাজামৌলী পরিচালিত ‘আরআরআর’ বিশ্বব্যাপী ব্লকবাস্টার হওয়ার পর রাম চরণের দ্বিতীয় সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পরেছে। শুধু তাই নয়, তেলুগু সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় ডিজাস্টার হিসেবে আবির্ভুত হয়েছে রাম চরণের নতুন সিনেমা ‘গেম চেঞ্জার’।
সংক্রান্তি উৎসবকে সামনে রেখে মুক্তি পেয়েছিলো রাম চরণ এবং কিয়ারা আদভানি অভিনীত সিনেমা ‘গেম চেঞ্জার’। শংকর পরিচালিত সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিলো ব্যাপক। তবে মুক্তি পর সাধারণ দর্শকদের মাঝে এটি নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। এছাড়া প্রথম দিনে নির্মাতাদের ঘোষিত ‘গেম চেঞ্জার’ বক্স অফিস আয় নিয়েও দেখা গেছে বিতর্ক।
জানা গেছে, প্যান ইন্ডিয়া মুক্তিপ্রাপ্ত সিনেমাটি তেলুগুতে গড়পড়তা উদ্বোধনী পেয়েছে। আর তেলুগু ছাড়া অন্য ভাষায় এই সিনেমার আয় প্রত্যাশার চেয়ে কম বলে মনে করছেন ট্রেড বিশেষজ্ঞরা। ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বক্স অফিসেও সিনেমাটির আয় প্রত্যাশার চেয়ে অনেক কম। আর প্রথম দিনে হিন্দিতে সিনেমাটির আয় ১০ কোটির চেয়ে কম ছিলো।
সিনেমা সংক্রান্ত বিভিন্ন ট্রেড বিশেষজ্ঞদের মতে প্রথম দিনে বিশ্বব্যাপী এই সিনেমার আয় ছিলো মাত্র ৮০ কোটি রুপি। সে হিসেবে নির্মাতাদের প্রদত্ত আয়ের সাথে ট্রেড বিশেষজ্ঞদের আয়ের হিসেবের পার্থক্য ১০৬ কোটি রুপি। এরপর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে ব্যাপক সমালোচনা। সে প্রেক্ষিতে সিনেমাটির আয়ের হিসেব দেয়া বন্ধ রাখেন নির্মাতারা।
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দুই সপ্তাহে ভারতীয় বক্স অফিসে সিনেমাটি আয় করেছে মাত্র ১২৮ কোটি রুপি। দুই সপ্তাহে এর আয়ের হিসেব নীচে দেওয়া হলো –
তেলুগু | তামিল | হিন্দি | কন্নড় | মালয়ালাম | মোট | |
প্রথম সপ্তাহ | ৭৯.৪৫ | ৭.৫৭ | ৩০.১ | ০.৫০ | ০.০৩ | ১১৭.৬৫ |
দ্বিতীয় সপ্তাহ | ৭.৬১ | ০.৬৩ | ২.১৫ | ০.০৬ | ০ | ১০.৪৫ |
সর্বমোট | ৮৭.০৬ | ৮.২০ | ৩২.২৫ | ০.৫৬ | ০.০৩ | ১২৮.১ |
ভারতের মত আন্তর্জাতিক বাজারেও খারাপ অবস্থায় রয়েছে ‘গেম চেঞ্জার’। দুই সপ্তাহে ‘গেম চেঞ্জার’ সিনেমার বিশ্বব্যাপী বক্স অফিস আয়ের হিসেব নীচে দেওয়া হলো –
ভারতীয় বক্স অফিসে নেট আয় – ১২৮.১০ কোটি রুপি
ভারতীয় বক্স অফিসে গ্রোস আয় – ১৫২.৪৫ কোটি রুপি
আন্তর্জাতিক বক্স অফিসে গ্রোস আয় – ৩০.২৫ কোটি রুপি
বিশ্বব্যাপী বক্স অফিসে গ্রোস আয় – ১৮২.৭০ কোটি রুপি
রাজামৌলী পরিচালিত সিনেমার পর এর তারকদের বক্স অফিস ডিজাস্টারের ঘটনা এর আগেও দেখা গেছে। ‘বাহুবলীঃ দ্যা কনক্লুশন’ সিনেমার ঐতিহাসিক সাফল্যের পর প্রভাস অভিনীত ‘সাহো’, ‘রাধে শ্যাম’ এবং ‘আদিপুরুষ’ বক্স অফিসে মুখ থুবড়ে পরেছিলো। এরমধ্যে ‘সাহো’ ডিজাস্টার না হলেও, ফ্লপের খাতায় নাম লিখিয়েছিলো। অন্যদিকে বাকী দুটি সিনেমা ছিলো ডিজাস্টার।
একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেলো রাম চরণের ক্ষেত্রেও। ‘আরআরআর’-এর পর রাম চরণ অভিনীত ‘আচার্য’ সিনেমাটিও বক্স অফিসে ডিজাস্টার হিসেবে আবির্ভুত হয়েছিলো। যদিও সিনেমাটিতে প্রধান চরিত্রে ছিলেন মেগাস্টার চিরঞ্জীবী। তবে ‘গেম চেঞ্জার’ এর বক্স অফিস ফলাফল, ডিজাস্টারের চেয়েও বেশী কিছু। বিশাল বাজেটের এই সিনেমাটি বিশ্বব্যাপী মুখ থুবড়ে পরেছে মুক্তির প্রথম দিনই।
দিল রাজু প্রযোজিত এই সিনেমাটির বাজেট আনুমানিক ৪০০ কোটি রুপি। সিনেমাটির চারটি গানেই ৭৫ কোটি রুপি খরচ করেছেন পরিচালক শংকর। প্রথম দিনই অনুমান করা গিয়েছিলো বক্স অফিসে ডিজাস্টারের পথেই এগুচ্ছে এটি। তবে শেষ তাই নয়, তেলুগু সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় ডিজাস্টারের খাতায় নাম লিখিয়েছে রাম চরণের ‘গেম চেঞ্জার’।
আরো পড়ুনঃ
‘গেম চেঞ্জার’ বক্স অফিস: আয় ঘোষণায় নির্মাতাদের কারসাজি!
ডিজাস্টারের খাতায় নাম লিখিয়েছে বরুণ ধাওয়ানের ‘বেবি জন’
অ্যাকশন আর ভায়োলেন্সে মালয়ালাম বক্স অফিস চমক ‘মারকো’