তেলুগু অল টাইম ব্লকবাস্টার ভেংকেটেশ দাজ্ঞুবতির ‘সংক্রান্তি কি ভাস্তুনাম’

তেলুগু অল টাইম ব্লকবাস্টার

সংক্রান্তিতে মুক্তিপ্রাপ্ত ভেংকেটেশ দাজ্ঞুবতির ‘সংক্রান্তি কি ভাস্তুনাম’ সিনেমাটি তেলুগু অল টাইম ব্লকবাস্টার হিসেবে আবির্ভুত হয়েছে। পারিবারিক ড্রামা গল্পের সিনেমাটি দুই সপ্তাহের বেশী সময় ধরে দর্শকদের আগ্রহের শীর্ষে অবস্থান করছে। মুক্তির ১৭ দিন শেষে বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির বেশী আয় করেছে সিনেমাটি।

উদ্বোধনী দিনে ভারতীয় বক্স অফিসে ভেংকেটেশ দাজ্ঞুবতির ‘সংক্রান্তি কি ভাস্তুনাম’ আয় করেছিলো ২৩ কোটি রুপি। মুক্তির পর দর্শকদের মাঝে সিনেমাটি নিয়ে দেখা গিয়েছিলো ইতিবাচক প্রতিক্রিয়া। এছাড়া ছুটির সময়ে পারিবারিক গল্পের সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ আবারো প্রমাণ করেছে ‘সংক্রান্তি কি ভাস্তুনাম’।

ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ১৭ দিনে ভারতীয় বক্স অফিসে তেলুগু অল টাইম ব্লকবাস্টার সিনেমাটি আয় করেছে প্রায় ১৬৬ কোটি রুপি। শুধুমাত্র তেলুগু ভাষায় মুক্তিপ্রাপ্ত সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ১০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে ছয়দিনে। মুক্তির প্রথম ছয়দিন ধারাবাহিকভাবে ভারতীয় বক্স অফিসে ১৫ কোটির বেশী আয় করতে সক্ষম হয়েছে এটি।

অন্যদিকে সংক্রান্তিতে মুক্তিপ্রাপ্ত রাম চরণের বহুল প্রতীক্ষিত ‘গেম চেঞ্জার’ সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পরার কারনে, লাভবান হয়েছে ভেংকেটেশ দাজ্ঞুবতির ‘সংক্রান্তি কি ভাস্তুনাম’। এর মাধ্যমে সংক্রান্তিতে নিজের সিনেমার সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সক্ষম হয়েছেন এই তারকা।

মুক্তির ১৭ দিন শেষে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির নেট আয়ের হিসেব নীচে দেওয়া হলো –

মুক্তির সময় কোটি রুপিতে আয় (নেট)
বর্ধিত প্রথম সপ্তাহ (১০ দিন) ১৩৭.৩০
দ্বিতীয় সপ্তাহ ২৮.৩৫
সর্বমোট ১৬৫.৬৫

ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বক্স অফিসেও ভালো আয় করতে সক্ষম হয়েছে ‘সংক্রান্তি কি ভাস্তুনাম’। সব মিলিয়ে বিশ্বব্যাপী বক্স অফিসে ২২৭ কোটি ছাড়িয়ে গেছে সিনেমাটি।
ভারতীয় বক্স অফিসে নেট আয় – ১৬৫.৬৫ কোটি রুপি
ভারতীয় বক্স অফিসে গ্রোস আয় – ১৯৪.০০ কোটি রুপি
আন্তর্জাতিক বক্স অফিসে গ্রোস আয় – ৩৩.০০ কোটি রুপি
বিশ্বব্যাপী বক্স অফিসে গ্রোস আয় – ২২৭.০০ কোটি রুপি

সিনেমাটির গল্পে দেখা যায় যে, একজন বিখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ভারতে ফিরে আসার পর অপহৃত হন। তখন একজন পুলিশ অফিসার তার প্রাক্তন প্রেমিককে উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য নিয়োগ করেন। এই প্রাক্তন প্রেমিক আবার একজন প্রাক্তন পুলিশ কর্মকর্তা, যিনি এখন একটি শান্ত পারিবারিক জীবনযাপন করছেন।

শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনসের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন অনিল রবিপুডি। এতে প্রাক্তন এই পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন ভেংকেটেশ দাজ্ঞুবতি। সিনেমাটির অন্য দুই প্রধান চরিত্রে আছেন ঐশ্বরিয়া রাজেশ এবং মীনাক্ষী চৌধুরী। সংক্রান্তিতে ভেংকেটেশের আরো একটি সিনেমা ব্লকবাস্টারের খাতায় নাম লিখিয়েছে।

আরো পড়ুনঃ
বক্স অফিস ব্লকবাস্টার হিসেবে আবির্ভুত হয়েছে ‘সংক্রান্তি কি ভাস্তুনাম’
বক্স অফিসে ভালো শুরুর ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ ‘ডাকু মহারাজ’
তেলুগু সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় ডিজাস্টার ‘গেম চেঞ্জার’

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত