দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরেছেন বলিউড বাদশা শাহরুখ খান। মহামারী পরবর্তি বলিউড বক্স অফিসে খারাপ অবস্থার মাঝে এই তারকার প্রত্যাবর্তনের সিনেমা নিয়ে সবার আগ্রহ ছিলো আকাশচুম্বী। গত ২৫শে জানুয়ারি মুক্তির পর বিশ্বব্যাপী বক্স অফিসে আয়ের ধারাবাহিকতায় দেখা গেলো সেই আগ্রহের প্রতিফলন। প্রথম সপ্তাহে রেকর্ড আয়ের পর দ্বিতীয় সপ্তাহেও সিনেমাটি ভালো আয় করতে সক্ষম হয়েছে। তৃতীয় সপ্তাহে ‘পাঠান’ বক্স অফিস যাত্রা শুরু করছে সর্ব ভারতীয় বক্স অফিসে চতুর্থ এবং বিশ্বব্যাপী পঞ্চম সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে।
শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাটির বক্স অফিস প্রতিবেদন থেকে জানা গেছে দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি ভারতীয় বক্স অফিসে আয় করেছে ৯৪.৭৫ কোটি রুপি। এর মধ্যে শুধুমাত্র হিন্দি সংস্করণ থেকে সিনেমাটির আয়ের পরিমাণ ছিলো ৯১.৫ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহান্তের ভালো আয়ের ধারা অব্যাহত ছিলো স্বাভাবিক কর্মদিবসেও। তবে দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির টিকেটের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছিলেন নির্মাতারা। তাই দর্শক সমাগম ভালো হলেও, এই দিনগুলোতে আয়ের পরিমাণ কিছুটা কম ছিলো।
মুক্তির দ্বিতীয় সপ্তাহান্তেই আমির খানের ‘দাঙ্গাল’কে পিছনে ফেলে বলিউডের সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে আবর্ভুত হয়েছিলো ‘পাঠান’। এছাড়া প্রথম বলিউড সিনেমা হিসেবে ভারতীয় বক্স অফিসে ৪০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করতে সক্ষম হয়েছিলো শাহরুখ খানের ‘পাঠান’। এরপর তৃতীয় সপ্তাহের আগেই সিনেমাটি ছাড়িয়ে গেছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর হিন্দি সংস্করণের আয়কে। হিন্দি সিনেমা বিবেচনা করলে ‘বাহুবলীঃ দ্য কনক্লুশন’-এর পর এই মুহুর্তে ভারতীয় বক্স অফিসে দ্বিতীয় সর্বোচ্চ আয়ের সিনেমা হচ্ছে ‘পাঠান’।
তবে হিন্দি সহ অন্যান্য ভাষায় সর্ব ভারতীয় বক্স অফিসে আয়ের হিসেব করলে তৃতীয় সপ্তাহে ‘পাঠান’ চতুর্থ অবস্থানে রয়েছে। কারণ দক্ষিণ ভারতের তিনটি সিনেমা প্যান ইন্ডিয়া মুক্তির কারনে হিন্দির পাশাপাশি অন্যান্য ভাষায়ও দুর্দান্ত আয় করতে সক্ষম হয়েছে। হিন্দি ভাষার সিনেমা হিসেবে দ্বিতীয় অবস্থানে হলেও সব ভাষা মিলিয়ে সর্ব ভারতীয় বক্স অফিসে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার অবস্থান চতুর্থ। সিনেমাটির সামনে প্রথম তিন অবস্থানে আছে যথাক্রমে ‘বাহুবলীঃ দ্য কনক্লুশন’, ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এবং ‘আরআরআর’।
এই তিনটি সিনেমার মধ্যে দুটি সিনেমা মুক্তি পেয়েছিলো গত বছর। আর ‘বাহুবলীঃ দ্য কনক্লুশন’ এবং ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমার ঐতিহাসিক আয়ের অন্যতম কারণ হচ্ছে সিনেমাগুলোর প্রথম পর্বের দুর্দান্ত বাণিজ্যিক সাফল্য। সর্ব ভারতীয় বক্স অফিসে সিনেমাগুলোর আয়ের তুলনামূলক চিত্র নীচে দেওয়া হলো –
সিনেমার নাম | হিন্দি (কোটি রুপি) | তামিল (কোটি রুপি) | তেলুগু (কোটি রুপি) | মালয়ালাম (কোটি রুপি) | কন্নড় (কোটি রুপি) | সর্বমোট (কোটি রুপি) |
বাহুবলীঃ দ্য কনক্লুশন | ৫১০.৯৯ | ১২৫.৮৫ | ৩৩৮.৮০ | ৫৪.৭৮ | – | ১০৩০.৪২ |
কেজিএফ চ্যাপ্টার ২ | ৪৩৫.৩৩ | ১০৫.০৪ | ১১৪.৯ | ৪৯.৭৪ | ১৫৪.৬৯ | ৮৫৯.৭ |
আরআরআর | ২৬৫.৪২ | ৫৮.৪৮ | ৪২৮.২৭ | ১৮.৪১ | ১.৫২ | ৭৭২.১ |
পাঠান* | ৪৪২.৫ | ৫.৩ | ১১.১ | – | – | ৪৫৮.৯ |
*মুক্তির ১৬ দিনের আয়। |
এদিকে ভারতের পাশাপাশি বিশ্বব্যাপী বক্স অফিসেও ঝড় তুলেছে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাটি। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে মাত্র ১৬ দিনেই সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে আবর্ভুত হয়েছে সিনেমাটি। তবে চীনের অস্বাভাবিক আয়ের মাধ্যমে এই তালিকায় সবচেয়ে এগিয়ে আছে আমির খানের ‘দাঙ্গাল’। বিশ্বব্যাপী বক্স অফিসে গ্রোস আয়ের হিসেবে শীর্ষ পাঁচটি সিনেমার তালিকা নিম্নরূপ –
ক্রম | সিনেমার নাম | কোটি রুপিতে গ্রোস আয় |
০১ | দাঙ্গাল | ১৯২৪.৭ |
০২ | বাহুবলীঃ দ্য কনক্লুশন | ১৭৪৯.০ |
০৩ | কেজিএফ চ্যাপ্টার ২ | ১২০৭.০ |
০৪ | আরআরআর | ১১৯০.০ |
০৫ | পাঠান* | ৮৮৮.৭ |
*মুক্তির ১৬ দিনের আয়। |
‘পাঠান’ সিনেমাটির ঐতিহাসিক সাফল্যের মাধ্যমে বলিউডে নতুন করে প্রাণের সঞ্চার করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। মহামারী পরবর্তি বক্স অফিসের খারাপ অবস্থাকে পিছনে ফেলে চলতি বছরে নতুন করে স্বপ্ন দেখছেন বলিউড সংশ্লিষ্টরা। ‘পাঠান’ সিনেমাটি ছাড়াও চলতি বছরে শাহরুখ খান অভিনীত আরো দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এরমধ্যে অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ মোট পাঁচটি ভাষায় প্যান ইন্ডিয়া মুক্তি পেতে যাচ্ছে। আর ক্রিসমাসে মুক্তি পাবে শাহরুখ খানকে নিয়ে রাজকুমার হিরানির সামাজিক কমেডি সিনেমা ‘ডানকি’। এই সিনেমাগুলোও বক্স অফিসে আলোড়ন তুলবে বলে মনে করছেন সবাই।
প্রসঙ্গত, শাহরুখ খানের বড় পর্দায় প্রত্যাবর্তনের সিনেমাকে স্মরণীয় করে রাখতে প্রস্তুত ছিলেন ভক্তরা। তাই এর নির্মাতা যশ রাজ ফিল্মস সিনেমাটির মুক্তি দিয়েছে বিশাল আয়োজনে। প্রথমে ভারতে ৫,২০০ স্ক্রিনে মুক্তির পর দর্শকদের চাহিদার কারনে প্রথম দিনে আরো ৩০০ স্ক্রিন বাড়াতে বাধ্য হয়েছিলেন প্রদর্শকরা। এছাড়া ভারত ছাড়া বিশ্বের ১০০ দেশে সিনেমাটি মুক্তি পেয়েছে ২,৫০০ স্ক্রিনে। সব মিলিয়ে বিশ্বব্যাপী মোট ৮,০০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।
উল্লেখ্য যে, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে নির্মিত হয়েছে শাহরুখের ‘পাঠান’ সিনেমাটি। শাহরুখ খানের সাথে এই সিনেমায় আরো অভিনয় করেছেন দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম। দীপিকাকে সিনেমাটিতে পাকিস্থানের গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা চরিত্রে দেখা গেছে। আর এতে জন আব্রাহাম থাকছেন নেতিবাচক চরিত্রে। এছাড়া এতে অতিথি চরিত্রে হাজির হচ্ছেন বলিউডের ভাইজান সালমান খান। আর সিনেমাটি পরিচালনা করেছেন ‘ওয়ার’ খ্যাত নির্মাতা সিদ্ধার্ত আনন্দ।
আরো পড়ুনঃ
‘কেজিএফ ২’কে পিছনে ফেলে ইতিহাসের সর্বোচ্চ আয়ের হিন্দি সিনেমা ‘পাঠান’
শাহরুখ খান থেকে হৃতিক রোশনঃ স্পাই ইউনিভার্সের প্রধান সাতটি চরিত্র
আবারো বক্স অফিস ধামাকাঃ ‘বাহুবলী ২’ সিনেমাকে পিছনে ফেলে দিলো ‘পাঠান’