বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটির বেশী উদ্বোধনী পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে দক্ষিণের সিনেমাগুলো। ২০২৩ সালের আগে পর্যন্ত মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির বেশী আয় করা সবগুলো সিনেমা ছিলো তেলুগু প্যান ইন্ডিয়া সিনেমা। তবে গত জানুয়ারিতে ‘পাঠানদ-এর মাধ্যমে এই তালিকায় বলিউড সিনেমাকে জায়গা করে দেন বলিউড বাদশা শাহরুখ খান। উদ্বোধনী দিনে ‘পাঠান’ বিশ্বব্যাপী ১০৮ কোটি রুপি আয় (গ্রোস) করতে সক্ষম হয়েছিলো। এবার ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে টানা দ্বিতীয়বারের মত বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির উদ্বোধনী দিলেন শাহরুখ খান।
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, উদ্বোধনী দিনে সব ভাষায় ভারতীয় বক্স অফিসে সিনেমাটি আয় করেছে ৭৪.৫ কোটি রুপি। এর মধ্যে সিনেমাটির হিন্দি সংস্করণ থেকে এসেছে ৬৫.৫ কোটি রুপি। এর মাধ্যমে ‘পাঠান’ সিনেমার গড়া উদ্বোধনী দিনের সর্বোচ্চ আয়ের রেকর্ড ভেঙ্গে দিয়েছে ‘জওয়ান’। ২৫শে জানুয়ারি মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’ সিনেমাটি উদ্বোধনী দিনে আয় করেছিলো ৫৬ কোটি রুপি। একই বছরে টানা দ্বিতীয়বারের মত রেকর্ড উদ্বোধনী এক রেকর্ড গড়েছেন এই তারকা। সর্বশেষ ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে সর্বোচ্চ উদ্বোধনী পাওয়া সিনেমার তালিকার প্রথম দুটি অবস্থানে রয়েছেন শাহরুখ খান।
হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ উদ্বোধনীর রেকর্ড গড়েছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘জওয়ান’।#ফিল্মীমাইক #বলিউড #Filmymike #Bollywood #JawanDay #Jawan #JawanBoxOfficecollection #ShahRukhKhan? #Nayanthara #VijaySethupathi #AtleeKumar #Atlee #AnirudhRavichander #Record pic.twitter.com/VYPtuWp6h3
— Filmymike – সিনেমার প্রচার মাইক (@FilmyMikeBD) September 8, 2023
এদিকে হিন্দির পাশাপাশি শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার তামিল এবং তেলুগু সংস্করণ নিয়েও ব্যাপক উম্মাদনা লক্ষ্য করা গেছে। দক্ষিণের একঝাক তারকার উপস্থিতির সাথে সেখানে শাহরুখ খানের জনপ্রিয়তা ‘জওয়ান’ বক্স অফিস আয়ে নতুন মাত্রা যোগ করেছে। সিনেমাটির তামিল এবং তেলুগু সংস্করণ থেকে প্রথম দিনে আয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯ কোটি রুপি। উদ্বোধনী দিনে ভারতীয় বক্স অফিসে ‘জওয়ান’ সিনেমার আয়ের (কোটি রুপি) হিসেব নীচে দেওয়া হলো –
সময় | হিন্দি | তামিল | তেলুগু | সর্বমোট |
প্রথম দিন (বৃহস্পতিবার) | ৬৫.৫ | ৫.৩ | ৩.৭ | ৭৪.৫ |
মোট | ৬৫.৫ | ৫.৩ | ৩.৭ | ৭৪.৫ |
অন্যদিকে আন্তর্জাতিক বাজারেও দুর্দান্ত উদ্বোধনী পেয়েছে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’। সব মিলিয়ে বিশ্বব্যাপী ‘জওয়ান’ সিনেমার নতুন রেকর্ড ইতিমধ্যে নিশ্চিত হওয়া গেছে। উদ্বোধনী দিনে সিনেমাটি বিশ্বব্যাপী ১৩০ কোটি রুপি আয় (গ্রোস) করতে করেছে বলে জানিয়েছেন ভারতীয় সিনেমার ট্রেড বিশেষজ্ঞরা। এর আগে বিশ্বব্যাপী উদ্বোধনী পাওয়ার ক্ষেত্রে ১০৮ কোটি রুপির রেকর্ড ছিলো ‘পাঠান’ সিনেমার দখলে। বিশ্বব্যাপী বক্স অফিসে ‘জওয়ান’ সিনেমার আয়ের হিসেব নিম্নরূপ –
ভারতীয় বক্স অফিসে নেট আয় | ৭৪.৫ কোটি রুপি |
ভারতীয় বক্স অফিসে গ্রোস আয় | ৯০ কোটি রুপি |
আন্তর্জাতিক বক্স অফিসে গ্রোস আয় | ৩৯.৬ কোটি রুপি |
বিশ্বব্যাপী বক্স অফিসে গ্রোস আয় | ১২৯.৬ কোটি রুপি |
বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি সমালোচকদের প্রশংসায় ভাসছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘জওয়ান’।#ফিল্মীমাইক #বলিউড #Filmymike #Bollywood #JawanReview #JawanReviews #Jawan7thSeptember2023 #JawanDay #Jawan #ShahRukhKhan? #Nayanthara #VijaySethupathi #AtleeKumar #BlockbusterJawan pic.twitter.com/gehE4m1wZg
— Filmymike – সিনেমার প্রচার মাইক (@FilmyMikeBD) September 8, 2023
প্রসঙ্গত, বক্স অফিসে নতুন রেকর্ড গড়ার পাশাপাশি বিশ্বব্যাপী দর্শকদের প্রশংসাও কুরাচ্ছে বছরের সবচেয়ে প্রতীক্ষিত এই সিনেমা। ভোর রাত থেকেই ভারতের পেক্ষাগৃহগুলোতে দর্শকদের ঢল নামতে দেখা গেছে। সবগুলো প্রেক্ষাগৃহের দর্শকরা সিনেমাটির ভূয়সী প্রশংসা করছেন। অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমাটিকে বলিউডের সবচেয়ে বড় মাসালা সিনেমা হিসেবে অভিহিত করছেন অনেকে। আর ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খানের অ্যাকশন এবং লুক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের উম্মাদনা লক্ষ্য করা গেছে। বাণিজ্যিক সিনেমা হিসেবে ‘জওয়ান’ ভারতীয় চলচ্চিত্রে নতুন মাইলফলক অতিক্রম করতে যাচ্ছে বলে করছেন সবাই।
উল্লেখ্য যে, প্যান ইন্ডিয়া দর্শকদের কথা বিবেচনা করে নির্মিত সিনেমাটিতে দেখা যাবে একঝাক প্যান ইন্ডিয়া তারকাকে। শাহরুখ খান এবং নয়নতারার সাথে সিনেমাটিতে খলচরিত্রে অভিনয় করছেন তামিলের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। সাথে আরো অভিনয় করছেন সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি, ইয়োগি বাবু, রিধি দূর্গা এবং সুনীল গ্রোভার। গুঞ্জন অনুযায়ী ‘জওয়ান’ সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। এছাড়া সিনেমাটিতে অতিথি চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাডুকোন, থালাপাতি বিজয় এবং সঞ্জয় দত্ত।
আরো পড়ুনঃ
‘জওয়ান’ বক্স অফিস: বিশ্বব্যাপী আবারো শাহরুখ খানের রেকর্ড উদ্বোধনী
‘জওয়ান’ অগ্রিম টিকেট বিক্রিঃ আবারো রেকর্ড গড়তে যাচ্ছেন শাহরুখ খান
সব শ্রেনীর দর্শকদের কাছে প্রশংসিত শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’