মুক্তির তৃতীয় দিনেই বক্স অফিস আয়ে পতনের মুখে আলিয়া ভাটের নতুন সিনেমা। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ‘জিগরা’ বক্স অফিস প্রতিবেদন থেকে এমনটাই জানা গেলো। প্রথম দিন গড়পড়তা আয় দিয়ে শুরুর পর দ্বিতীয় দিনে সিনেমাটির বক্স অফিস আয়ে কিছুটা প্রগতি দেখা গিয়েছিলো। কিন্তু এরপর তৃতীয় দিনেই সিনেমাটির আয়ের পতন দেখা গেছে। ভাসান বালা পরিচালিত এই সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট এবং ভেদাং রায়না।
মুক্তির প্রথম সপ্তাহান্তে ভারতীয় বক্স অফিসে সিনেমাটি আয় করেছে মাত্র ১৬.৫০ কোটি রুপি। সিনেমাটির জন্য সবচেয়ে খারাপ খবর হচ্ছে মুক্তির তৃতীয় দিন রবিবার সিনেমাটির আয়ের পরিমান দ্বিতীয় দিন থেকে কম ছিলো। ভারতীয় বক্স অফিসে টিকে থাকার জন্য তিনদিনের সপ্তাহান্তে ধারাবাহিক প্রগতি যেকোন সিনেমার জন্য গুরুত্বপূর্ন। কিন্তু ‘জিগরা’ বক্স অফিস ধারাবাহিকতায় বিষয়টি অনুপস্থিত।
বক্স অফিসে আলিয়া ভাটের ‘জিগরা’ সিনেমাটি ত্রিমুখী প্রতিযোগিতার মাঝে মুক্তি পেয়েছে। একদিকে একদিন আগে মুক্তি পেয়েছে রজনীকান্ত, অমিতাভ বচ্চন, ফাহাদ ফাসিল, রানা দাগ্গুবাতি এবং মঞ্জু ওয়ারিয়া অভিনীত তারকাবহুল সিনেমা ‘ভেট্টইয়ান’। অন্যদিকে ‘জিগরা’ সিনেমার সাথে একই দিনে মুক্তি পেয়েছে রাজকুমার রাও এবং তৃপ্তি দিমরি অভিনীত ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা’ সিনেমাটি।
অবশ্য ট্রেলার থেকেই বোঝা গিয়েছিলো যে, ‘জিগরা’ সিনেমার দর্শকদের মূল অংশটা হচ্ছে শহরকেন্দ্রিক মাল্টপ্লেক্স। ভারতের একক স্ক্রিনে এই সিনেমার আয় সীমিত থাকাটা প্রত্যাশিত ছিলো। কিন্তু, প্রথম সপ্তাহান্তের আয়ের ধারিবাহিকতায় এটা স্পষ্ট যে, মাল্টিপ্ল্যাক্স দর্শকও সিনেমাটি ভালোভাবে গ্রহণ করনি। তাই বক্স অফিসে শেষ পর্যন্ত সিনেমাটি ব্যর্থতা হওয়ার দিকেই এগিয়ে যাচ্ছে।
তিন দিনের প্রথম সপ্তাহান্ত শেষে ভারতীয় বক্স অফিসে প্রায় ১৭ কোটি রুপি নেট আয় করেছে আলিয়া ভাট অভিনীত সিনেমা #জিগরা। সিনেমাটি হিন্দি এবং তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে।#ফিল্মীমাইক #Filmymike #Jigra #AliaBhatt #KaranJohar #DharmaProductions pic.twitter.com/PNNhFhONkb
— Filmymike – সিনেমার প্রচার মাইক (@FilmyMikeBD) October 14, 2024
মুক্তির প্রথম দিন ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় ছলো ৪.৫০ কোটি রুপি। এরপর দ্বিতীয় দিন শনিবার আয় বাড়লেও রবিবার আবারো পতনের মুখে পরে সিনেমাটির আয়। তিন দিন শেষে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় ছিলো নিম্নরূপ –
প্রথম দিন – ৪.৫০ কোটি রুপি
দ্বিতীয় দিন – ৬.৫০ কোটি রুপি
তৃতীয় দিন – ৫.৫০ কোটি রুপি
ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও দর্শক টানতে ব্যার্থ হয়েছে আলিয়া ভাট অভিনীত এই সিনেমাটি। প্রথম সপ্তাহান্তে আন্তর্জাতিক বাজারে সিনেমাটি আয় করেছে ১.৩ থেকে ১.৪ মিলিয়ন মার্কিন ডলার। গলফ এবং যুক্তরাজ্যে মোটামুটি ভালো আয় করলেও অ্যাকশন সিনেমা হিসেবে যুক্তরাষ্ট্র এবং কানাডায় সিনেমাটির আয় হতাশাজনক। অ্যাকশন সিনেমা হিসেবে এই বাজারে আয় আরো ভালো হওয়া উচিত ছিলো।
উল্লেখ্য যে, বক্স অফিসে ব্যর্থতার পাশাপাশি দর্শক এবং সমালোচকদের কাছ থেকেও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ‘জিগরা’। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমায় আলিয়া ভাটের প্রশংসা করলেও, সিনেমার গল্প এবং চিত্রনাট্য নিয়ে হতাশা ব্যাক্ত করেছেন অনেকে। এছাড়া, বলিউডের সিনেমার চিত্র সমালোচকদেরও খুশি করতে পারেনি সিনেমাটি। বেশীরভাগ সমালোচকই এই সিনেমা নিয়ে গড়পড়তা প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন।
আরো পড়ুনঃ
আলিয়া ভাটের ‘জিগরা’: গড়পড়তা শুরুর সাথে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া
‘স্ত্রী ২’ বক্স অফিস: ভারতীয় চলচ্চিত্রে বছরের সবচেয়ে বাণিজ্যিক বড়
সিঙ্গাম এগেইন বনাম ভুল ভুলাইয়া ৩: দিওয়ালী বক্স অফিস লড়াই