মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে ঝড় অব্যাহত রেখেছে রজনীকান্ত অভিনীত সিনেমা ‘জেলার’। মুক্তির প্রথম দিন বৃহস্পতিবার ভারতীয় বক্স অফিস ৪৮ কোটি রুপি আয় করেছিলো এই সিনেমা। এরপর স্বাধীনতা দিবস সপ্তাহের প্রথম দিন ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সুনামি বইয়ে দিয়েছে রজনীকান্ত অভিনীত ‘জেলার’। ধারণা করা হয়েছিলো রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার’ কলিউডের ইন্ডাস্ট্রি হিট হতে যাচ্ছে। বিশ্বব্যাপী দুর্দান্ত আয় সেই প্রত্যাশারই প্রতিফলন হিসেবে হাজির হয়েছে। সম্প্রতি জানা গেছে, কলিউডের সিনেমা হিসেবে প্রথম সপ্তাহে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে ‘জেলার’।
তামিলের পাশাপাশি অন্দ্রপ্রদেশ, তেলাঙ্গা, কেরালা এবং কার্নাটকে সিনেমাটি অতীতের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে। ১১ই আগস্ট ‘গাদার ২’ এবং ‘ওহ মাই গড ২’ সিনেমাগুলো মুক্তির কারনে হিন্দিতে সিনেমাটির আয় তুলনামূলক কম হয়েছে। তবে তেলুগু সিনেমার বাজারে ‘জেলার’ পিছনে ফেলে দিয়েছে তেলুগু মেগাস্টার চিরঞ্জীবী অভিনীত ‘ভোলা শঙ্কর’ সিনেমাটিকে। মুক্তির তৃতীয় দিন অন্দ্রপ্রদেশ এবং তেলাঙ্গার বিভিন্ন প্রেক্ষাগৃহে চিরঞ্জীবীর সিনেমার পরিবর্তে রজনীকান্ত অভিনীত ‘জেলার’ প্রদর্শন করেছে প্রেক্ষাগৃহ মালিক এবং প্রদর্শকরা। প্রথম সপ্তাহ শেষে সিনেমাটি বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপির বেশী আয় করতে সক্ষম হয়েছে।
প্রথম সপ্তাহে বক্স অফিসে সর্বোচ্চ আয়ের (গ্রোস) কলিউড সিনেমা হিসেবে রেকর্ড গড়েছে রজনীকান্ত অভিনীত সিনেমা #জেলার।#ফিল্মীমাইক #কলিউড #তামিল #Filmymike #Kollywood #TamilCinema #Jailer #JailerBORampage #Jailerboxoffice #Rajinikanth #NelsonDilipkumar pic.twitter.com/VCaaiF4oUG
— Filmymike – সিনেমার প্রচার মাইক (@FilmyMikeBD) August 18, 2023
ভারতীয় বক্স অফিসে সব ভাষা মিলিয়ে ২০০ কোটির বেশী আয় করতে সক্ষম হয়েছে বহুল আলোচিত এই সিনেমাটি। ভারতীয় বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার’ সিনেমার আয়ের বিস্তারিত নীচে দেওয়া হলো –
দিন | তামিল | তেলুগু | কন্নড় | হিন্দি | মোট |
প্রথম দিন (বৃহস্পতিবার) | ৩৭.৬০ | ১০.২০ | ০.২০ | ০.৩৫ | ৪৮.৩৫ |
দ্বিতীয় দিন (শুক্রবার) | ২১.৭০ | ০৩.৭০ | ০.২০ | ০.১৫ | ২৫.৭৫ |
তৃতীয় দিন (শনিবার) | ২৭.৮০ | ০৫.৯৫ | ০.৩০ | ০.২৫ | ৩৪.৩০ |
চতুর্থ দিন (রবিবার) | ৩৩.৯৫ | ০৭.৬০ | ০.৩৫ | ০.৩০ | ৪২.২০ |
পঞ্চম দিন (সোমবার) | ১৮.০০ | ০৫.১০ | ০.২৫ | ০.২০ | ২৩.৫৫ |
ষষ্ট দিন (মঙ্গলবার) | ২৬.৭০ | ০৯.০০ | ০.৪০ | ০.৪০ | ৩৬.৫০ |
সপ্তম দিন (বুধবার) | ১১.৪৫ | ০৩.১০ | ০.২০ | ০.২৫ | ১৫.০০ |
অষ্টম দিন (বৃহস্পতিবার) | ০৭.৪৫ | ০২.৪০ | ০.১৫ | ০.২০ | ১০.২০ |
সর্বমোট | ১৮৪.৬৫ | ৪৭.০৫ | ০২.০৫ | ০২.১০ | ২৩৫.৮৫ |
এদিকে ভারতীয় বক্স অফিসের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ভালো আয় করতে সক্ষম হয়েছে রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার’। ইতিমধ্যে বিশ্বব্যাপী বক্স অফিসে কলিউডের সিনেমা হিসেবে প্রথম সপ্তাহে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে ‘জেলার’। প্রথম সপ্তাহ শেষে বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির আয়ের হিসেব নীচে দেওয়া হলো –
ভারতীয় বক্স অফিসে নেট আয় – ২৩৫.৮৫ কোটি রুপি
ভারতীয় বক্স অফিসে গ্রোস আয় – ২৭৬.৭০ কোটি রুপি
আন্তর্জাতিক বক্স অফিসে বাজারে গ্রোস আয় – ১৫০.০০ কোটি রুপি
বিশ্বব্যাপী বক্স অফিসে গ্রোস আয় – ৪২৬.৭০ কোটি রুপি
প্রসঙ্গত, নেলসন পরিচালিত ‘জেলার’ সিনেমায় রজনীকান্ত ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ান চরিত্রে অভিনয় করেছেন। জানা গেছে, কারাগারে জেলে বন্দী এক নেতাকে মুক্ত করার পরিকল্পনা করছে এমন একটি সন্ত্রাসী দলকে থামানোর দায়িত্ব নেয় মুথুভেল পান্ডিয়ান। সিনেমাটিতে রজনীকান্তের সাথে আরও অভিনয় করেছেন রাম্যা কৃষ্ণান, তামান্না ভাটিয়া, বিনায়কান, যোগী বাবু । এছাড়া এতে দুটি সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন মালয়ালাম মেগাস্টার মোহনলাল এবং বলিউড তারকা জ্যাকি শ্রফ।
আরো পড়ুনঃ
কলিউডের ইন্ডাস্ট্রি হিট হতে যাচ্ছে রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার’
নতুন রেকর্ড দিয়ে বক্স অফিস যাত্রা শুরু হলো রজনীকান্তের ‘জেলার’
পাঁচ সিনেমায় ভারতীয় চলচ্চিত্রের শত বছরের ইতিহাসে সর্বোচ্চ আয়ের সপ্তাহান্ত