১০ই আগস্ট মুক্তির পর থেকে প্রেক্ষাগৃহে ঝড় অব্যাহত রেখেছে রজনীকান্ত অভিনীত সিনেমা ‘জেলার’। মুক্তির প্রথম দিন বৃহস্পতিবার ভারতীয় বক্স অফিস ৪৮ কোটি রুপি আয় করেছিলো এই সিনেমা। এরপর স্বাধীনতা দিবস সপ্তাহের প্রথম দিন ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সুনামি বইয়ে দিয়েছে রজনীকান্ত অভিনীত ‘জেলার’। অগ্রিম টিকেট বিক্রি থেকে দারুণ আয়ের পর উদ্বোধনী দিনে সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে দর্শকদের ঢল নেমেছিলো। এখন পর্যন্ত বক্স অফিসে ধারাবাহিকতা বিবেচনায় রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার’ কলিউডের ইন্ডাস্ট্রি হিট হতে যাচ্ছে বলে মনে করছেন অনেকে।
তামিলের পাশাপাশি অন্দ্রপ্রদেশ, তেলাঙ্গা, কেরালা এবং কার্নাটকে সিনেমাটি অতীতের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে। ১১ই আগস্ট ‘গাদার ২’ এবং ‘ওহ মাই গড ২’ সিনেমাগুলো মুক্তির কারনে হিন্দিতে সিনেমাটির আয় তুলনামূলক কম হয়েছে। তবে তেলুগু সিনেমার বাজারে ‘জেলার’ পিছনে ফেলে দিয়েছে তেলুগু মেগাস্টার চিরঞ্জীবী অভিনীত ‘ভোলা শঙ্কর’ সিনেমাটিকে। মুক্তির তৃতীয় দিন অন্দ্রপ্রদেশ এবং তেলাঙ্গার বিভিন্ন প্রেক্ষাগৃহে চিরঞ্জীবীর সিনেমার পরিবর্তে রজনীকান্ত অভিনীত ‘জেলার’ প্রদর্শন করেছে প্রেক্ষাগৃহ মালিক এবং প্রদর্শকরা। ছয়দিন শেষে সিনেমাটি বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপির কাছাকাছি আয় করেছে।
মুক্তির মাত্র ছয়দিন পর ইতিমধ্যে চলতি বছরে কলিউডের সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে আবির্ভুত হয়েছে। নেলসন দীলিপকুমার পরিচালিত সিনেমাটি ‘পন্নিয়িন সেলভান’ দ্বিতীয় পর্বের বিশ্বব্যাপী আয়কে ছাড়িয়ে গেছে। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার’-এর বক্স অফিসে প্রতিবেদন থেকে জানা গেছে, ষষ্ট দিন শেষে এই সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৩৯২ কোটি রুপি। এর আগে চলতি বছরে মণি রত্নম পরিচালিত ‘পন্নিয়িন সেলভান – ২’ বিশ্বব্যাপী বক্স অফিসে ৩৪৪.৫০ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে। এছাড়া পঞ্চম দিনে সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ২০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে।
ছয়দিন শেষে ভারতীয় বক্স অফিসে কোটি রুপিতে রজনীকান্ত অভিনীত ‘জেলার’ সিনেমার আয়ের হিসেব নীচে দেওয়া হলো –
দিন | তামিল | তেলুগু | কন্নড় | হিন্দি | মোট |
প্রথম দিন (বৃহস্পতিবার) | ৩৭.৬০ | ১০.২০ | ০.২০ | ০.৩৫ | ৪৮.৩৫ |
দ্বিতীয় দিন (শুক্রবার) | ২১.৭০ | ০৩.৭০ | ০.২০ | ০.১৫ | ২৫.৭৫ |
তৃতীয় দিন (শনিবার) | ২৭.৮০ | ০৫.৯৫ | ০.৩০ | ০.২৫ | ৩৪.৩০ |
চতুর্থ দিন (রবিবার) | ৩৩.৯৫ | ০৭.৬০ | ০.৩৫ | ০.৩০ | ৪২.২০ |
পঞ্চম দিন (সোমবার) | ১৮.০০ | ০৫.১০ | ০.২৫ | ০.২০ | ২৩.৫৫ |
ষষ্ট দিন (মঙ্গলবার) | ২৬.৭০ | ০৯.০০ | ০.৪০ | ০.৪০ | ৩৬.৫০ |
সর্বমোট | ১৬৫.৭৫ | ৪১.৫৫ | ১.৭০ | ১.৬৫ | ২১০.৬৫ |
এদিকে ষষ্ট দিনেও বক্স অফিসে ভালো আয়ের ধারা অব্যাহত রেখেছে রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার’। প্রাথমিক ধারণা অনুযায়ী, বুধবার (ষষ্ট দিন) সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ১৫ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে। ষষ্ট দিনে শেষে বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির আয়ের হিসেব নীচে দেওয়া হলো –
ভারতীয় বক্স অফিসে নেট আয় – ২১০.৬৫ কোটি রুপি
ভারতীয় বক্স অফিসে গ্রোস আয় – ২৪৭.২০ কোটি রুপি
আন্তর্জাতিক বক্স অফিসে বাজারে গ্রোস আয় – ১৪৫.০০ কোটি রুপি
বিশ্বব্যাপী বক্স অফিসে গ্রোস আয় – ৩৯২.২০ কোটি রুপি
প্রথম সপ্তাহে অবিশ্বাস্য আয়ের ধারাবাহিকতা থেকে অনুমান করা যাচ্ছে যে, খুব শীগ্রই রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার’ কলিউডের ইন্ডাস্ট্রি হিট হতে যাচ্ছে। এই মুহুর্তে তামিল সিনেমা হিসেবে সর্বোচ্চ আয়ের সিনেমা হচ্ছে মণি রত্নম পরিচালিত ‘পন্নিয়িন সেলভান – ১’। এর আগে ২০২২ মুক্তিপ্রাপ্ত কামাল হাসান অভিনীত ‘বিক্রম’ সিনেমাটি কলিউডের সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে আবির্ভুত হয়েছিলো। গত বছর দুটি ইন্ডাস্ট্রি হিটের পর এক বছরের কম সময়ের ব্যবধানে আরো একটি ইন্ডাস্ট্রি হিট পেতে যাচ্ছে কলিউড। কামাল হাসানের পর ‘জেলার’ দিয়ে বক্স অফিসে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন দক্ষিনি সিনেমার সুপারস্টার রজনীকান্ত।
প্রসঙ্গত, নেলসন পরিচালিত ‘জেলার’ সিনেমায় রজনীকান্ত ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ান চরিত্রে অভিনয় করেছেন। জানা গেছে, কারাগারে জেলে বন্দী এক নেতাকে মুক্ত করার পরিকল্পনা করছে এমন একটি সন্ত্রাসী দলকে থামানোর দায়িত্ব নেয় মুথুভেল পান্ডিয়ান। সিনেমাটিতে রজনীকান্তের সাথে আরও অভিনয় করেছেন রাম্যা কৃষ্ণান, তামান্না ভাটিয়া, বিনায়কান, যোগী বাবু । এছাড়া এতে দুটি সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন মালয়ালাম মেগাস্টার মোহনলাল এবং বলিউড তারকা জ্যাকি শ্রফ।
আরো পড়ুনঃ
বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তুলেছে রজনীকান্ত অভিনীত ‘জেলার’
নতুন রেকর্ড দিয়ে বক্স অফিস যাত্রা শুরু হলো রজনীকান্তের ‘জেলার’
পাঁচ সিনেমায় শত বছরের ইতিহাসে সর্বোচ্চ আয়ের সপ্তাহান্ত