‘ওহ মাই গড ২’ দিয়ে সাফল্যের ধারাবাহিকতায় ফিরলেন অক্ষয় কুমার

‘ওহ মাই গড ২’ সিনেমা

বিষয়বস্তু বিবেচনায় কিছু সংলাপ কর্তনের পাশাপাশি ওহ মাই গড ২’ সিনেমাটি অপ্রাপ্তবয়স্কদের জন্য অনুপযুক্ত হিসেবে মত দেন চলচ্চিত্র সেন্সর রোর্ড। তাই ১১ই আগস্ট ওহ মাই গড ২’ সীমিত পড়িসরে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে মুক্তি পেয়েছিলো। ‘ওহ মাই গড ২’ বক্স অফিসে মুখোমুখি হয় সানি দেওল অভিনীত ‘গাদার ২’-এর সাথে। তবে সমালোচকদের কাছে প্রশংসিত এই সিনেমাটি বক্স অফিসে গড়পড়তা উদ্বোধনী পেতে সক্ষম হয়েছে। অবশেষে ‘ওহ মাই গড ২’ সিনেমা দিয়ে সাফল্যের ধারাবাহিকতায় ফিরলেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার।

প্রথম সপ্তাহান্তে বক্স অফিস আয়ে দারুণ ধারাবাহিকতা দেখাতে সক্ষম হয়েছিলো ‘ওহ মাই গড ২’ সিনেমাটি। গড়পড়তা শুরু পর প্রথম সপ্তাহে ভালো আয়ের অনুমান করেছিলেন ট্রেড বিশেষজ্ঞরা। স্বাধীনতা দিবসের ছুটির পর স্বাভাবিক কর্মদিবসেও ভালো আয় করেছিলো এটি। দর্শক এবং সমালোচকদের কাছে প্রশংসা কুড়ানোর মাধ্যমে প্রথম সপ্তাহেও বক্স অফিসে ভালো করেছে অক্ষয় কুমারের এই সিনেমাটি। এর মাধ্যমে মহামারী পরবর্তি বক্স অফিসে নিজের ব্যর্থতার ধারাবাহিকতাকে পিছনে ফেলতে সক্ষম হয়েছেন এই তারকা। অবশেষে ‘ওহ মাই গড ২’ সিনেমা দিয়ে সাফল্যের ধারাবাহিকতায় ফিরেছেন অক্ষয় কুমার।

প্রথম সপ্তাহ শেষে ভারতীয় বক্স অফিসে ‘গাদার ২ – দ্য প্রেম কথা কন্টিনিউস’ সিনেমাটির আয়ের হিসেব নীচে দেওয়া হলো –

দিন বক্স অফিস আয় (কোটি রুপি) পরিবর্তন (+/-)
প্রথম দিন (শুক্রবার) ১০.২৬
দ্বিতীয় দিন (শনিবার) ১৫.৩০ ৪৯.১২%
তৃতীয় দিন (রবিবার) ১৭.৫৫ ১৪.৭১%
চতুর্থ দিন (সোমবার) ১২.০৬ -৩১.২৮%
পঞ্চম দিন (মঙ্গলবার) ১৭.১০ ৪১.৭৯%
ষষ্ট দিন (বুধবার) ০৭.২০ -৫৭.৮৯%
সপ্তম দিন (বৃহস্পতিবার) ০৫.৫৮ -২২.৫০%
প্রথম সপ্তাহে মোট ৮৫.০৫

তবে ভারতীয় বক্স অফিসে ভালো আয় করলেও অক্ষয় কুমারের ‘ওহ মাই গড ২’ আন্তর্জাতিক বাজারে অনেকটাই মুখ থুবড়ে পরেছে। ভারতীয় বক্স অফিসে বাণিজ্যিক সাফল্য অর্জন করতে সক্ষম হলেও। আন্তর্জাতিক বাজারে দর্শক টানতে ব্যর্থ হয়েছে ‘সিনেমাটি। প্রথম সপ্তাহ শেষে বিশ্বব্যাপী বক্স অফিসে ‘ওহ মাই গড ২’ সিনেমার আয়ের হিসেব দেওয়া হলো –
ভারতীয় বক্স অফিসে নেট আয় – ৮৫.০৫ কোটি রুপি
ভারতীয় বক্স অফিসে গ্রোস আয় – ১০০.৪০ কোটি রুপি
আন্তর্জাতিক বক্স অফিসে বাজারে গ্রোস আয় – ১৯.৬০ কোটি রুপি
বিশ্বব্যাপী বক্স অফিসে গ্রোস আয় – ১২০.০০ কোটি রুপি

উল্লেখ্য যে, অমিত রায় পরিচালিত ‘ওহ মাই গড’ সিনেমাটিতে বিভিন্ন ধর্মের কুসংস্কার এবং পূজারী সংস্কৃতির বিষয়টি উঠে এসেছিলো। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন পারেশ রাওয়াল এবং মিঠুন চক্রবর্তি। আর ভগবান কৃষ্ণের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। ১১ বছর পর এবার সিনেমাটির দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হচ্ছেন এই নির্মাতা। গুঞ্জন অনুযায়ী, ‘ওহ মাই গড ২’ সিনেমায় ভারতীয় শিক্ষা ব্যবস্থায় যৌন শিক্ষার বাধ্যবাধকতার বিষয়টি প্রাধান্য পাচ্ছে। সিনেমাটিতে অক্ষয় কুমার ভগবান শিব চরিত্রে অভিনয় করছেন।

প্রসঙ্গত, মহামারী পরবর্তি সময়ে অক্ষয় কুমার অভিনীত ‘সুরিয়াবংশী’ ছাড়া সবগুলো সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পরেছে। বড় বাজেটে নির্মিত এই সিনেমাগুলো মুক্তির আগে আলোচনার জন্ম দিলেও, প্রেক্ষাগৃহে দর্শক টানতে পুরোপুরি ব্যর্থ ছিলো। মহামারীর পরে অক্ষয় কুমারের ডিজাস্টার সিনেমাগুলো হচ্ছে ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’, ‘রাম সেতু’ এবং ‘সেলফি’। পরপর পাঁচটি সিনেমা বক্স অফিসে ডিজাস্টার হওয়া প্রেক্ষিতে বেশ চাপে ছিলেন এই তারকা। তবে ‘ওহ মাই গড ২’ সিনেমা দিয়ে বক্স অফিসে কাঙ্ক্ষিত সাফল্যের ধারাবাহিকতায় ফিরলেন অক্ষয় কুমার।

আরো পড়ুনঃ
ভারতীয় বক্স অফিসে ঝড়: আন্তর্জাতিক বাজারে ব্যর্থ ‘গাদার ২’ ও ‘ওএমজি ২’
পাঁচ সিনেমায় ভারতীয় চলচ্চিত্রের শত বছরের ইতিহাসে সর্বোচ্চ আয়ের সপ্তাহান্ত
সমালোচকদের কাছে প্রশংসিত ‘ওহ মাই গড ২’: বক্স অফিসে গড়পড়তা উদ্বোধনী

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত