উদ্বোধনী সপ্তাহেই বক্স অফিসে হিট কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ৩’

উদ্বোধনী সপ্তাহেই বক্স অফিসে

মুক্তির প্রথম সপ্তাহ শেষে বক্স অফিসে খুবই ভালো আয় করতে সক্ষম হয়েছে কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমাটি। সপ্তাহের শেষ দিনগুলোতে বক্স অফিস আয়ে ‘সিঙ্গাম এগেইন’-কে ছাড়িয়ে গেছে এই সিনেমা। সেই ধারাবাহিকতায় উদ্বোধনী সপ্তাহেই বক্স অফিসে হিট কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ৩’। দ্বিতীয় সপ্তাহের আয়ে এই ধারা অব্যাহত থাকলে সুপারহিট হিসেবে আবির্ভুত হবে এটি।

পুরো ভারতেই কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমাটি ভালো আয় করতে সক্ষম হয়েছে। তবে পশ্চিম বাংলায় এই সিনেমার আয় আলাদাভাবে উল্লেখের দাবি রাখে। মুক্তির সপ্তম দিনে পশ্চিম বাংলা থেকে সিনেমাটির আয় পুর্ব পাঞ্জাবের কাছাকাছি ছিলো। এছাড়া অ্যাকশন সিনেমার জন্য উপযোগী এলাকায়ও সিনেমাটি ভালো আয় করতে সক্ষম হয়েছে।

‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির আগের সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ১৮১ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছিলো। আর উদ্বোধনী সপ্তাহেই বক্স অফিসে ‘ভুল ভুলাইয়া ৩’ আয় করেছে প্রায় ১৫০ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহেই ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটির এই আয়কে ছাড়িয়ে যাবে ‘ভুল ভুলাইয়া ৩’। এছাড়া ভারতীয় বক্স অফিসে এই সিনেমার ২০০ কোটি রুপি আয়ও অনেকটা নিশ্চিত।

‘সিঙ্গাম এগেইন’-এর মত সিনেমার সাথে বক্স অফিস সংঘর্ষের পরও কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ৩’ ইতিমধ্যে সুপারহিট তকমা পেয়েছে। শুধু তাই নয়, তিনদিনের প্রথম সপ্তাহান্তে ‘সিঙ্গাম এগেইন’ থেকে বক্স অফিস্ব পিছিয়ে থাকলেও, পরের দিনগুলোতে দৈনিক আয়ে এগিয়ে আছে ‘ভুল ভুলাইয়া ৩’। আর দ্বিতীয় সপ্তাহান্তে সিনেমাটি ‘সিঙ্গাম এগেইন’ থেকে বেশী আয় করাটাও নিশ্চিত মনে করছেন সবাই।

প্রথম সপ্তাহ শেষে সিনেমাটির সাতদিনের দৈনিক আয়ের হিসেব নীচে দেওয়া হলো –

ক্রম দিন আয় (কোটি রুপি)
০১ শুক্রবার ৩৩.২৫
০২ শনিবার ৩৪.৭৫
০৩ রবিবার ৩২.০০
০৪ সোমবার ১৭.৫০
০৫ মঙ্গলবার ১৩.৫০
০৬ বুধবার ১০.২৫
০৭ বৃহস্পতিবার ০৯.২৫
সর্বমোট ১৫০.৫০

অন্যদিকে, আন্তর্জাতিক বাজারেও ভালো আয় করেছে ‘ভুল ভুলাইয়া ৩’। আন্তর্জাতিক বাজারে ইতিমধ্যে আগের পর্বের আয়কে ছাড়িয়ে গেছে কার্তিক আরিয়ানের এই সিনেমা। আর বিশ্বব্যাপী মোট গ্রোস আয়ের হিসেবে দ্বিতীয় পর্বের চেয়ে মাত্র ৩০ কোটি রুপি পিছিয়ে আছে ‘ভুল ভুলাইয়া ৩’। দ্বিতীয় সপ্তাহান্তেই দ্বিতীয় পর্বের আয়কে পিছনে ফেলে দিনে ‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি।

উদ্বোধনী সপ্তাহেই বক্স অফিসে হিট হিসেবে আবির্ভুত হওয়া কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার বিশ্বব্যাপী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৩২ কোটি রুপি। বিশ্বব্যাপী গ্রোস আয়ের হিসেব নিম্নরূপ –
ভারতীয় বক্স অফিসে গ্রোস আয় – ১৮১.২৫ কোটি রুপি
আন্তর্জাতিক বক্স অফিসে গ্রোস আয় – ৫০.৫০ কোটি রুপি
বিশ্বব্যাপী বক্স অফিসে মোট গ্রোস আয় – ২৩১.৭৫ কোটি রুপি

উল্লেখ্য যে, ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমায় কার্তিকের বিপরীতে অভিনয় করেছেন ‘অ্যানিম্যাল’ দিয়ে আলোচনায় আসা তৃপ্তি দিম্রি। এছাড়া এই সিনেমায় প্রথমবারের মত একসাথে হাজির হচ্ছেন বিদ্যা বালন এবং মাধুরী দীক্ষিত। সিনেমাটিতে কার্তিককে রুহবাবা এবং এই দুই অভিনেত্রীকে মঞ্জুলিকা চরিত্রে দেখা গেছে।

আরো পড়ুনঃ
বক্স অফিসে দুর্দান্ত উদ্বোধনী পেলো কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ৩’
‘ভুল ভুলাইয়া ৩’ হিট: ভালো অবস্থানে দীপাবলির অন্য মুক্তি ‘সিঙ্গাম এগেইন’
প্রথম সপ্তাহে বক্স অফিসে মোটামুটি ভালো আয় করেছে ‘সিঙ্গাম এগেইন’

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত