আয়ের ধারাবাহিক পতনে প্রথম সপ্তাহেই ফ্লপ আলিয়া ভাটের ‘জিগরা’

আলিয়া ভাটের ‘জিগরা’

বক্স অফিসে গড়পড়তা শুরুর পর মুক্তির তৃতীয় দিনেই বক্স অফিসে মুখ থুবড়ে পরেছিলো আলিয়া ভাটের ‘জিগরা’ সিনেমাটি। আয়ে পতনের ধারাবাহিকতা অব্যাহত ছিলো সপ্তাহের পরের দিনগুলোতেও। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে বক্স অফিসে ধারাবাহিক পতনে প্রথম সপ্তাহেই ফ্লপ আলিয়া ভাটের ‘জিগরা’। ব্যাপক প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত হতাশাই পেলেন নির্মাতারা।

তিন দিনের প্রথম সপ্তাহান্তে ভারতীয় বক্স অফিসে সিনেমাটি আয় করেছে মাত্র ১৬.৫০ কোটি রুপি। সিনেমাটির জন্য সবচেয়ে খারাপ খবর হচ্ছে মুক্তির তৃতীয় দিন রবিবার সিনেমাটির আয়ের পরিমান দ্বিতীয় দিন থেকে কম ছিলো। সেই ধারাবাহিকতায় প্রথম সপ্তাহে আলিয়া ভাটের ‘জিগরা’ সিনেমাটি আয় করেছে ২২ কোটি রুপি। আপাতত কোন আশার আলোও নেই সিনেমাটির জন্য।

মুক্তির প্রথম দিন ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় ছলো ৪.৫০ কোটি রুপি। এরপর দ্বিতীয় দিন শনিবার আয় বাড়লেও রবিবার আবারো পতনের মুখে পরে সিনেমাটির আয়। প্রথম সপ্তাহ শেষে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় ছিলো নিম্নরূপ –

বিবরণ আয় (কোটি রুপি)
প্রথম দিন (শুক্রবার) ৪.৫০
দ্বিতীয় দিন (শনিবার) ৬.৫০
তৃতীয় দিন (রবিবার) ৫.৫০
চতুর্থ দিন (সোমবার) ১.৬৫
পঞ্চম দিন (মঙ্গলবার) ১.৫
ষষ্ট দিন (বুধবার) ১.৩
সপ্তম দিন (বৃহস্পতিবার) ১।২
সর্বমোট ২২.১৫

ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও দর্শক টানতে ব্যার্থ হয়েছে ‘জিগরা’। এই সিনেমাটি নিয়ে প্রত্যাশার মূল কারণ ছিলেন আলিয়া ভাট। কারণ সিনেমাটিতে আলিয়া ছাড়া আর বড় কোন তারকার উপস্থিতি নেই। এছাড়া নির্মাতা ভাসান বালার বক্স অফিসে সাফল্যের কোন নজির এখন পর্যন্ত নেই। আলিয়া ভাটের ‘জিগরা’ সিনেমাটির আগে এই নির্মাতার ‘মনিকা ও মাই ডার্লিং’ নামে একটি সিনেমা ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছিলো।

এদিকে ট্রেলার থেকেই বোঝা গিয়েছিলো যে, ‘জিগরা’ সিনেমার দর্শকদের মূল অংশটা হচ্ছে শহরকেন্দ্রিক মাল্টিপ্লেক্স। ভারতের একক স্ক্রিনে এই সিনেমার আয় সীমিত থাকাটা প্রত্যাশিত ছিলো। কিন্তু, প্রথম সপ্তাহান্তের আয়ের ধারিবাহিকতায় এটা স্পষ্ট হয়ে গিয়েছিলো যে, মাল্টিপ্ল্যাক্স দর্শকও সিনেমাটি ভালোভাবে গ্রহণ করনি। তাই বক্স অফিসে ধারাবাহিক পতনে প্রথম সপ্তাহেই ফ্লপ আলিয়া ভাটের ‘জিগরা’ সিনেমাটি।

উল্লেখ্য যে, বক্স অফিসে ব্যর্থতার পাশাপাশি দর্শক এবং সমালোচকদের কাছ থেকেও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ‘জিগরা’। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমায় আলিয়া ভাটের প্রশংসা করলেও, সিনেমার গল্প এবং চিত্রনাট্য নিয়ে হতাশা ব্যাক্ত করেছেন অনেকে। এছাড়া, বলিউডের সিনেমার চিত্র সমালোচকদেরও খুশি করতে পারেনি সিনেমাটি। বেশীরভাগ সমালোচকই এই সিনেমা নিয়ে গড়পড়তা প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন।

আরো পড়ুনঃ
‘জিগরা’ বক্স অফিস: তৃতীয় দিনেই পতনের মুখে আলিয়া ভাটের সিনেমা
আলিয়া ভাটের ‘জিগরা’: গড়পড়তা শুরুর সাথে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া
‘স্ত্রী ২’ বক্স অফিস: ভারতীয় চলচ্চিত্রে বছরের সবচেয়ে বাণিজ্যিক বড়

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত