মুক্তি পেয়েছে চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘জিগরা’। নির্মাতা ভাসান বালা পরিচালিত অ্যাকশন থ্রিলার এই সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট এবং ভেদাং রায়না। করণ জোহর পরিচালিত ‘রকি অর রানি কি প্রেম কাহানি’-এর পর এবার অ্যাকশন সিনেমা নিয়ে এসেছেন আলিয়া ভাট। জানা গেছে প্রথম দিনে বক্স অফিসে গড়পড়তা আয় করেছেন আলিয়া ভাটের ‘জিগরা’ সিনেমাটি।
বক্স অফিসে আলিয়া ভাটের ‘জিগরা’ সিনেমাটি ত্রিমুখী প্রতিযোগিতার মাঝে মুক্তি পেয়েছে। একদিকে একদিন আগে মুক্তি পেয়েছে রজনীকান্ত, অমিতাভ বচ্চন, ফাহাদ ফাসিল, রানা দাগ্গুবাতি এবং মঞ্জু ওয়ারিয়া অভিনীত তারকাবহুল সিনেমা ‘ভেট্টইয়ান’। অন্যদিকে ‘জিগরা’ সিনেমার সাথে একই দিনে মুক্তি পেয়েছে রাজকুমার রাও এবং তৃপ্তি দিমরি অভিনীত ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা’ সিনেমাটি।
স্বাভাবিকভাবেই বলিউডে আলিয়া ভাটের জনপ্রিয়তার কারনে ‘জিগরা’ সিনেমাটি নিয়ে সবার আগ্রহ ছিলো বেশী। তবে মুক্তি প্রথম দিনে বক্স অফিসে গড়পড়তা শুরু করেছে এই সিনেমাটি। এছাড়া দর্শকদের এবং সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে আলোচিত এই সিনেমা। হিন্দির পাশাপাশি তেলুগু ভাষায়ও মুক্তি পেয়েছিলো আলিয়া ভাটের ‘জিগরা’ সিনেমাটি। তবে তাতে বক্স অফিস ভাগ্য তেমন পরিবর্তন হবে বলে মনে হয়না!
‘জিগরা’ সিনেমাটি মূলত আলিয়া কেন্দ্রিক। আর এই সিনেমার দর্শকদের মূল অংশটা হচ্ছে শহরকেন্দ্রিক মাল্টপ্লেক্স। ভারতের একক স্ক্রিনে এই সিনেমার আয় সীমিত থাকবে বলেই মনে করছেন বলিউডের ট্রেড বিশেষজ্ঞরা। ভাই বোনের গল্পের সিনেমায় সার্বজনিন আবেদন থাকলেও, ‘জিগরা’ ট্রেলারে সেরকম কোন ইঙ্গিত ছিলো না। এছাড়া এই সিনেমায় কোন গান থাকায়, মুক্তির আগের প্রচারনায় তেমন উত্তেজনা দেখা যায়নি।
প্রাথমিক ধারনা অনুযায়ী, মুক্তির প্রথম দিনে আলিয়া ভাটের ‘জিগরা’ সিনেমাটির বক্স অফিস আয় দাঁড়াবে ৫-৬ কোটি রুপি। নায়িকা নির্ভর গল্পের সিনেমা হিসেবে এই আয়কে মোটামুটি বলা যায়। তবে আলিয়া ভাটের উপস্থিতি এবং অ্যাকশন ঘরনার সিনেমা হিসেবে প্রত্যাশা আরো বেশী ছিলো। প্রথম সপ্তাহান্তে আগামী দুই দিন প্রেক্ষাগৃহে দর্শক সমাগমের উপর অনেকটাই নির্ভর করছে ‘জিগরা’ সিনেমার বক্স অফিস ভাগ্য।
আলিয়া ভাট অভিনীত অ্যাকশন সিনেমা ‘জিগরা’ নিয়ে সমালোচকদের প্রতিক্রিয়া। বক্স অফিসে গড়পড়তা শুরু করেছেন সিনেমাটি।#ফিল্মীমাইক #Filmymike #Bollywood #Jigra #AliaBhatt #VasanBala #VedangRaina #DharmaProductions #KaranJohar #JigraReview pic.twitter.com/Xz7hndTww7
— Filmymike – সিনেমার প্রচার মাইক (@FilmyMikeBD) October 11, 2024
এদিকে বক্স অফিসে গড়পড়তা শুরু পাশাপাশি দর্শক এবং সমালোচকদের কাছ থেকেও মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে ‘জিগরা’। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমায় আলিয়া ভাটের প্রশংসা করলেও, সিনেমার গল্প এবং চিত্রনাট্য নিয়ে হতাশা ব্যাক্ত করেছেন অনেকে। এছাড়া, বলিউডের সিনেমার চিত্র সমালোচকদেরও খুশি করতে পারেনি সিনেমাটি। বেশীরভাগ সমালোচকই এই সিনেমা নিয়ে গড়পড়তা প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন।
আরো পড়ুনঃ
‘স্ত্রী ২’ বক্স অফিস: ভারতীয় চলচ্চিত্রে বছরের সবচেয়ে বাণিজ্যিক বড়
সিঙ্গাম এগেইন বনাম ভুল ভুলাইয়া ৩: দিওয়ালী বক্স অফিস লড়াই
দেভারা – পার্ট ১: বিশ্বব্যাপী বক্স অফিসে ভালো শুরু করলেন এনটিআর