চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘আদিপুরুষ’। প্রভাস অভিনীত প্যান ইন্ডিয়া সিনেমাটি বিশাল বাজেটের কারনে ঘোষণার পর থেকেই আলোচনায় ছিলো। পৌরনিক গল্পে নির্মিত ওম রাউত পরিচালিত সিনেমাটির অগ্রিম টিকেট বিক্রিও ছিলো সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে বক্স অফিসে ‘আদিপুরুষ’ দুর্দান্ত উদ্বোধনী পেতে সক্ষম হয়েছে। তবে প্রথম দিনে বক্স অফিসে ভালো শুরু পাশাপাশি দর্শক এবং সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে এই সিনেমা। বিশেষ করে সিনেমাটির ভিএফএক্স নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
মুক্তির আগের দিন পর্যন্ত ‘আদিপুরুষ’ সিনেমার অগ্রিম টিকেট বিক্রি ছিলো চলতি বছরের তৃতীয় সর্বোচ্চ। মুক্তির আগের দিন পর্যন্ত ভারতের তিনটি জাতীয় চেইন মাল্টিপ্লেক্সে ‘আদিপুরুষ’ সিনেমার মোট ৩০০,০০০ টিকেট বিক্রি হয়েছিলো। অগ্রিম টিকেট বিক্রি ধারাবাহিকতায় উদ্বোধনী দিনে বক্স অফিসে দুর্দান্ত শুরু করে ‘আদিপুরুষ’। প্রাথমিক ধারণা অনুযায়ী, সব ভাষা মিলে সর্ব ভারতীয় বক্স অফিসে প্রথম দিনে সিনেমাটির আয় ১০০ কোটি রুপির বেশী হতে যাচ্ছে। এর মধ্যে সিনেমাটির হিন্দি সংস্করণ ৪০ কোটির বেশী আয়ের মাধ্যমে সব প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।
উদ্বোধনী দিনে বক্স অফিসে দারুণ শুরু করলেও দর্শক এবং সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে প্রভাসের প্যান ইন্ডিয়া সিনেমা ‘আদিপুরুষ’। সিনেমাটিতে ভিএফএক্সের মান নিয়ে প্রশ্ন তুলেছেন বেশীর ভাগ দর্শক এবং সমালোচক। এছাড়া সিনেমাটিতে প্রভাস এবং সাইফ আলী খানের লুক নিয়েও সমালোচনা দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জনপ্রিয় মহাকাব্য রামায়ণের উপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাটির গল্প সবারই জানা। সেদিক থেকে, সিনেমাটির প্রধান আকর্ষন ছিলো এর ভিএফএক্স এবং তারকাদের অভিনয়। ‘তানহাজি’ দিয়ে আলোচনায় আসা নির্মাতা ওম রাউত এবার ‘আদিপুরুষ’ দিয়ে দর্শকদের মন জয় করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন।
#আদিপুরুষ নিয়ে দর্শক এবং সমালোচকদের হতাশা। হাতে গোনা কিছু ইতিবাচক প্রতিক্রিয়া ছাড়া, বেশীরভাগ ক্ষেত্রেই নেতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত এই সিনেমা।#ফিল্মীমাইক #বলিউড #Adipurush #AdipurushReview #Prabhas #KritiSanon #OmRaut #SaifAliKhan pic.twitter.com/ACMvYcR9Un
— Filmymike – সিনেমার প্রচার মাইক (@FilmyMikeBD) June 16, 2023
উল্লেখ্য যে, প্যান ইন্ডিয়া সুপারস্টার প্রভাস অভিনীত থ্রিডি অ্যাকশন ড্রামা ‘আদিপুরুষ’ প্রযোজনা করেছেন টি-সিরিজ, ভূষণ কুমার, কৃষাণ কুমার, ওম রাউত, প্রসাদ সুতার এবং রেট্রোফাইলস-এর রাজেশ নায়ার। প্রভাস, সাইফ, কৃতি এবং সানি ছাড়াও সিনেমাটিতে হনুমানের চরিত্রে দেবদত্ত নাগে, বৎসল শেঠ, সোনাল চৌহান এবং তৃপ্তি তোরাদমল অভিনয় করেছেন। এই সিনেমার প্রযুক্তিগত ক্রুদের মধ্যে চিত্রগ্রহনে রয়েছেন কার্তিক পালানি। অপূর্ব মতিওয়ালে এবং আশিস মাত্রের সম্পাদনায় এর সঙ্গীত রচনা করছেন সঞ্চিত বলহারা, অঙ্কিত বলহারা এবং অজয়-অতুল।
এর আগে গত বছর সিনেমাটির টিজার প্রকাশ করেছিলেন নির্মাতারা। কিন্তু টিজার প্রকাশের পর, দর্শকদের সমালোচনার মুখে পরেন তারা। বিশেষ করে সিনেমাটির ভিএফএক্স নিয়ে ট্রলের মুখে পরেছিলেন নির্মাতা ওম রাউত। পরবর্তিতে এর ভিএফএক্স-এর কাজে আরো সময়ের জন্য মুক্তি পিছিয়ে দেন নির্মাতারা। গত বছরের ঘোষণা অনুযায়ী, চলতি বছরের ১২ই জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিলো প্রভাস অভিনীত প্যান ইন্ডিয়া সিনেমা ‘আদিপুরুষ’। পরবর্তিতে ভিএফএক্সের পিছনে আরো সময় দেয়ার জন্য এই সিনেমার মুক্তি জানুয়ারি থেকে পিছিয়ে জুন ঠিক করেন নির্মাতারা।
আরো পড়ুনঃ
দুর্দান্ত অগ্রিম টিকেট বিক্রির মাধ্যমে রেকর্ড উদ্বোধনীর পথে ‘আদিপুরুষ’
আগামী জুনে মুক্তি পাচ্ছে প্রভাসের ‘আদিপুরুষ’: বাজেট বাড়ল ১০০ কোটি
৭০টি দেশে একসাথে বিশাল আয়োজনে প্রকাশ করা হবে ‘আদিপুরুষ’ ট্রেলার