অল টাইম ব্লকবাস্টার ‘পাঠান’: হিন্দি ইন্ডাস্ট্রির ২৫তম এবং শাহরুখের তৃতীয়

অল টাইম ব্লকবাস্টার ‘পাঠান’

মুক্তির পর থেকেই রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমাটি। ইতিমধ্যে বলিউড সিনেমা হিসেবে বিশ্বব্যাপী বক্স অফিসে সব রেকর্ড দখলে নিয়েছে এই সিনেমা। আগেই বিশ্বব্যাপী বক্স অফিসে ‘পাঠান’ সিনেমার আয় ১০০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। সর্বশেষ হিন্দি সিনেমা হিসেবে ভারতীয় বক্স অফিসে ৫০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করতে সক্ষম হয়েছে শাহরুখের ‘পাঠান’। সম্প্রতি বলিউডের অল টাইম ব্লকবাস্টার সিনেমার স্বীকৃতি পেয়েছে ‘পাঠান’। শাহরুখ খানের তৃতীয় সিনেমা হিসেবে এই গৌরব অর্জন করেছে ‘পাঠান’।

২৫শে জানুয়ারি মুক্তির পর নয়দিনের বর্ধিত প্রথম সপ্তাহেই ভারতীয় বক্স অফিসে প্রায় ৩৫০ কোটি রুপি আয় করেছে এই সিনেমা। এরপর দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির আয়ের পরিমাণ ছিলো ৯০ কোটি রুপি। চতুর্থ সপ্তাহে বক্স অফিসে কার্তিক আরিয়ানের ‘শাহজাদা’ এবং হলিউডের ‘এন্টম্যান’ মুক্তির পর সিনেমাটির শক্তিশালী আয়ের ধারা অব্যাহত ছিলো। এর পরের সপ্তাহে মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের ‘সেলফি’ সিনেমাটি। কিন্তু বড় তিনটি সিনেমার সাথে প্রতিযোগিতা করেও চতুর্থ এবং পঞ্চম সপ্তাহে ‘পাঠ’ন’ সিনেমার জয়যাত্রা অব্যাহত ছিলো।

ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সিনেমাটির বক্স অফিস প্রতিবেদন থেকে জানা গেছে পঞ্চম সপ্তাহান্তে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাটি আয় করেছে ৫.৫ কোটি রুপি। অক্ষয় কুমার অভিনীত ‘সেলফি’ সিনেমাটি দর্শকদের কাছে প্রত্যাখ্যাত হওয়ার পর ভারতে ‘পাঠান’ সিনেমার প্রদর্শনীর সংখ্যা বৃদ্ধি করেছেন প্রেক্ষাগৃহ মালিকরা। ফলশ্রুতিতে পঞ্চম সপ্তাহান্তে শক্তিশালী আয়ের ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে এই সিনেমা। পঞ্চম রবিবার ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয়ের পরিমাণ ছিলো ২.২৫ থেকে ২.৫ কোটি রুপি।

আর এর মাধ্যমে শুধুমাত্র হিন্দি সংস্করণ থেকে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাটির আয় ৫০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। তামিল এবং তেলুগু সংস্করণের আয় যোগ করলে সব ভাষায় সিনেমাটির আয় ৫০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে আগেই। ভারতীয় বক্স অফিসে ‘পাঠান’ সিনেমার হিন্দি সংস্করণের আয়ের হিসেব নিম্নরূপ –

প্রথম সপ্তাহ (নয়দিন) ৩৪৭.৭৩ কোটি রুপি
দ্বিতীয় সপ্তাহ ৯০.২৫ কোটি রুপি
তৃতীয় সপ্তাহ ৪৪.৭৫ কোটি রুপি
চতুর্থ সপ্তাহ ১৩.৭৫ কোটি রুপি
পঞ্চম সপ্তাহান্ত (তিনদিন) ৫.৫৫ কোটি রুপি
সর্বমোট ৫০১.৫৫ কোটি রুপি

এদিকে সামনে হোলিকে ঘীরে মুক্তি পেতে যাচ্ছে আরো কয়েকটি নতুন সিনেমা। সে সময় বক্স অফিসে আবারো প্রতিযোগিতার মুখে পরতে যাচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ভারতীয় বক্স অফিসে সিনেমাটির হিন্দি সংস্করণ থেকে আয় দাঁড়াবে ৫১০ থেকে ৫১৫ কোটি রুপি। এর মাধ্যমে ‘বাহুবলীঃ দ্য কনক্লুশন’ সিনেমাকে পিছনে ফেলে সর্বোচ্চ আয়ের হিন্দি সিনেমা হতে যাচ্ছে ‘পাঠান’। এই পরিমাণ আয়ের মাধ্যমে বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার ‘পাঠান’ নিশ্চিত হয়েছে। শাহরুখ খানের ক্যারিয়ারের তৃতীয় এবং হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির ২৫তম সিনেমা হিসেবে এই গৌরব অর্জন করেছে এটি।

তবে ফুটফলসের হিসেবে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাটি ‘বজরঙ্গি ভাইজান’ এবং ‘দাঙ্গাল’ সিনেমার পিছনে থাকছে। কিন্তু এখানে বিষয়টি অপ্রাসঙ্গিক, কারণ মহামারী পরবর্তি সময়ে হিন্দি সিনেমার ফুটফলস কমেছে অর্ধেকের মত। ইতিমধ্যে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির ফুটফলস ৩ কোটি ছাড়িয়ে গেছে। মহামারীর আগের সময়ের প্রেক্ষিতে এই সিনেমা প্রকৃত ফুটফলস এর চেয়ে অনেক বেশী। এছাড়া চতুর্থ এবং পঞ্চম সপ্তাহে সিনেমাটির টিকেটের মূল্য কমার কারনে ফুটফলস বেড়েছে বলেও মনে করছেন ট্রেড বিশেষজ্ঞরা।

সাম্প্রতিক বছরগুলোতে বলিউডে সবচেয়ে বেশী অল টাইম ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন আমির খান। ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত মোট চারটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন আমির খান। সব মিলিয়ে এই তারকার অল টাইম ব্লকবাস্টার সিনেমার সংখ্যা পাঁচটি। অন্যদিকে ‘পাঠান’ শাহরুখ খানের তৃতীয় অল টাইম ব্লকবাস্টার সিনেমা। এর আগে এই তারকার ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ এবং ‘কুচ কুচ হোতা হ্যাঁ’ সিনেমাগুলো অল টাইম ব্লকবাস্টার হিসেবে আবির্ভুত হয়েছিলো। আর তিন খানের মধ্যে অন্য তারকা সালমান খান অভিনীত দুটি সিনেমা অল টাইম ব্লকবাস্টার হওয়ার গৌরব অর্জন করতে সক্ষম হয়েছিলো।

চতুর্থ সপ্তাহেই বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ১০০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। চতুর্থ সপ্তাহ শেষে বিশ্বব্যাপী সিনেমাটির আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১০০৯ কোটি রুপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে এর প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির মোট গ্রোস আয়ের হিসেব নিম্নরূপ –
ভারতীয় বক্স অফিসে নেট – ৫২৫.৭৬ কোটি রুপি
ভারতীয় বক্স অফিসে গ্রোস – ৬৩৬ কোটি রুপি
আন্তর্জাতিক বক্স অফিসে গ্রোস – ৩৮৪ (৪৬.৮০ মিলিয়ন মার্কিন ডলার)
বিশ্বব্যাপী বক্স অফিসে গ্রোস – ১০২০ কোটি রুপি

প্রসঙ্গত, শাহরুখ খানের বড় পর্দায় প্রত্যাবর্তনের সিনেমাকে স্মরণীয় করে রাখতে প্রস্তুত ছিলেন ভক্তরা। তাই এর নির্মাতা যশ রাজ ফিল্মস সিনেমাটির মুক্তি দিয়েছে বিশাল আয়োজনে। প্রথমে ভারতে ৫,২০০ স্ক্রিনে মুক্তির পর দর্শকদের চাহিদার কারনে প্রথম দিনে আরো ৩০০ স্ক্রিন বাড়াতে বাধ্য হয়েছিলেন প্রদর্শকরা। এছাড়া ভারত ছাড়া বিশ্বের ১০০ দেশে সিনেমাটি মুক্তি পেয়েছে ২,৫০০ স্ক্রিনে। সব মিলিয়ে বিশ্বব্যাপী মোট ৮,০০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।

উল্লেখ্য যে, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে নির্মিত হয়েছে শাহরুখের ‘পাঠান’ সিনেমাটি। শাহরুখ খানের সাথে এই সিনেমায় আরো অভিনয় করেছেন দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম। দীপিকাকে সিনেমাটিতে পাকিস্থানের গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা চরিত্রে দেখা গেছে। আর এতে জন আব্রাহাম থাকছেন নেতিবাচক চরিত্রে। এছাড়া এতে অতিথি চরিত্রে হাজির হচ্ছেন বলিউডের ভাইজান সালমান খান। আর সিনেমাটি পরিচালনা করেছেন ‘ওয়ার’ খ্যাত নির্মাতা সিদ্ধার্ত আনন্দ।

আরো পড়ুনঃ
‘পাঠান’ থেকে নির্মাতাদের আয় ৬৫০ কোটির বেশী! কত পাচ্ছেন শাহরুখ খান?
চতুর্থ সপ্তাহেও শক্তিশালী আয়ের ধারা অব্যাহত রেখেছে শাহরুখের ‘পাঠান’
প্রথম দিনেই ডিজাস্টার ‘সেলফি’: ভারতে বাড়ছে ‘পাঠান’ সিনেমার প্রদর্শনী

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত