সুরিয়া অভিনীত ‘কাঙ্গুভা’ সিনেমার অগ্রিম এবং প্রথম দিনের সম্ভাব্য আয়

সুরিয়া অভিনীত ‘কাঙ্গুভা’

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে মুক্তি পাচ্ছে সুরিয়া অভিনীত ‘কাঙ্গুভা’ সিনেমাটি। শিবা পরিচালিত এই সিনেমাটির প্রচারনায় একমাস অতিক্রম করেছেন সুরিয়া এবং এর নির্মাতারা। টিজার এবং ট্রেলারের পর থেকেই সিনেমাটি বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা। সেন্সর বোর্ড থেকে অনুমতি পাওয়া সিনেমাটির দৈর্ঘ ২ ঘণ্টা ৩৪ মিনিট।

মুক্তির আগের দিন ভারতে পুরোপুরি ভাবে শুরু হয়েছিলো সিনেমাটির অগ্রিম টিকেট বিক্রি। অগ্রিম টিকেট বিক্রিতে ভালো সাড়া পেয়েছে সিনেমাটি। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে যে, সুরিয়ার ক্যারিয়ারের সর্বোচ্চ উদ্বোধনী পাওয়া সিনেমা হতে যাচ্ছে ‘কাঙ্গুভা’। মুক্তির আগেরদিন সন্ধ্যা পর্যন্ত তামিল নাডুতে ৪.৭৫ কোটি সহ ভারতে এই সিনেমার অগ্রিম টিকেট বিক্রির পরিমাণ ছিলো ৯.৭৫ কোটি রুপি।

তামিল নাডুতে ‘কাঙ্গুভা’ সিনেমাটির অগ্রিম টিকেট বিক্রি বছরের চতুর্থ সর্বোচ্চ। অগ্রিম টিকেট বিক্রির হিসেবে সর্বোচ্চ আয়ের প্রথম তিনটি সিনেমা হচ্ছে ‘গ্রেটেস্ট অব অল টাইম’ (১৮.১২ কোটি রুপি), ‘ভেট্টাইয়ান’ (১২.৩৯ কোটি রুপি) এবং ‘আমারন’ (৯.৬৬ কোটি রুপি)। শেষ পর্যন্ত তামিল নাডুতে সিনেমাটির অগ্রিম টিকেট বিক্রি থেকে আয় ৭ কোটি রুপি হবে বলে ধারণা করা হচ্ছে।

সুরিয়া অভিনীত ‘কাঙ্গুভা’ সিনেমার অগ্রিম টিকেট বিক্রিতে, তামিল নাডুর পর দ্বিতীয় অবস্থানে রয়েছে কেরালা। কেরালায় ইতিমধ্যে সিনেমাটির ২.০৫ কোটি রুপির টিকেট অগ্রিম বিক্রি হয়েছে। এরপরই আছে অন্দ্র প্রদেশ এবং তেলাঙ্গা। তবে কার্নাটাকা এবং উত্তর ভারতে সিনেমাটির অগ্রিম টিকেট বিক্রি আশাব্যাঞ্জক ছিলো না।

সব মিলিয়ে ভারতে  সুরিয়া অভিনীত ‘কাঙ্গুভা’ সিনেমার অগ্রিম টিকেট বিক্রি থেকে আয়ের পরিমাণ দাঁড়াবে ১৫ কোটি রুপি। সে হিসেবে চলতি বছরের তামিল সিনেমা হিসেবে তৃতীয় সর্বোচ্চ উদ্বোধনী পেতে যাচ্ছে সুরিয়ার ‘কাঙ্গুভা’। তবে সেটি অনেকটাই নির্ভর করছে মুক্তির পর প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে চলমান দর্শক কেমন হয় তার উপর।

প্রথমদিনে তামিল নাডু থেকে ‘কাঙ্গুভা’ সিনেমাটির বক্স অফিসের সম্ভাব্য আয় হচ্ছে ১৩ থেকে ১৫ কোটি রুপি। সে ক্ষেত্রে তামিল নাডু বক্স অফিসে তৃতীয় সর্বোচ্চ উদ্বোধনী পাওয়া সিনেমা হিসেবে লড়াই হবে ‘কাঙ্গুভা’ এবং ‘আমারন’-এর মধ্যে। তবে তামিল নাডুতে সুরিয়া অভিনীত ‘কাঙ্গুভা’, কামাল হাসানের ‘ইন্ডিয়ান ২’ সিনেমার থেকে বেশী আয় করতে যাচ্ছে।

ভারতীয় বক্স অফিসে সুরিয়া অভিনীত ‘কাঙ্গুভা’ সিনেমার প্রথম দিনের সম্ভাব্য আয়ের পরিমাণ ৩০ থেকে ৩৫ কোটি রুপি। এরমধ্যে তামিল নাড়ুতে ১৫ কোটি, অন্দ্র প্রদেশ ও তেলাঙ্গায় ৭ কোটি রুপি, কেরালায় ৫ কোটির রুপি এবং বাকিটা অন্যান্য জায়গা থেকে। সব মিলিয়ে বক্স অফিসে ভালো উদ্বোধনী পেতে যাচ্ছে ‘কাঙ্গুভা’, বাকিটা নির্ভর করছে এর দর্শক গ্রহণযোগ্যতার উপর।

উল্লেখ্য যে, সুরিয়া অভিনীত ‘কাঙ্গুভা’ সিনেমাটি প্রযোজনা করেছে স্টুডিও গ্রীন এবং ইউভি ক্রিয়েশনস। সিনেমাটিতে একঝাক প্যান ইন্ডিয়া তারকাকে দেখা যাবে। সুরিয়া ছাড়াও এই তালিকায় রয়েছেন ববি দেওল, দিশা পাটানি, নটরাজন সুব্রামানিয়ান, কিচ্ছা সুদীপ, জগপতি বাবু, যোগী বাবু, সুরেশ চন্দ্র মেনন, প্রেম কুমার, দীপা ভেঙ্কট প্রমুখ। এতে সুরিয়াকে দ্বৈত চরিত্রে দেখা যাবে বলে গুঞ্জন রয়েছে।

আরো পড়ুনঃ
তামিল সিনেমা হিসেবে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে সুরিয়ার ‘কাঙ্গুভা’
বক্স অফিসে ২,০০০ কোটি রুপির বেশী আয় করবে সুরিয়ার ‘কাঙ্গুভা’!

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত