ব্যাপক আলোচনার পর অবশেষে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘ওহ মাই গড ২’। বিষয়বস্তু বিবেচনায় কিছু সংলাপ কর্তনের পাশাপাশি সিনেমাটি অপ্রাপ্তবয়স্কদের জন্য অনুপযুক্ত হিসেবে মত দেন চলচ্চিত্র সেন্সর রোর্ড। ১১ই আগস্ট মুক্তিপ্রাপ্ত ‘ওহ মাই গড ২’ বক্স অফিসে মুখোমুখি হয় সানি দেওল অভিনীত ‘গাদার ২’-এর সাথে। উদ্বোধনী দিনে ভারতীয় বক্স অফিসে ‘গাদার ২’ রীতিমত সুনামি বইয়ে দিয়েছে। অপরদিকে, সমালোচকদের কাছে প্রশংসিত ‘ওহ মাই গড ২’, বক্স অফিসে গড়পড়তা উদ্বোধনী পেতে সক্ষম হয়েছে।
প্রত্যাশিত ভাবেই সানি দেওল অভিনীত ‘গাদার ২ – দ্য কাঁথা কন্টিনিউস’ সব শ্রেণীর প্রেক্ষাগৃহে দুর্দান্ত শুরু করেছে। তবে জাতীয় চেইন তিনটি মাল্টিপ্লেক্স এবং একক মাল্টিপ্লেক্সগুলোতে তুলনামূলক ভালো শুরু হয়েছে ‘ওহ মাই গড ২’ সিনেমাটি। সিনেমাটির প্রথম পর্বটিও বক্স অফিসে বাণিজ্যিক সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিলো। মুক্তির আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কারনে মাল্টিপ্লেক্সে ভালো শুরু করেছে অক্ষয় অভিনীত সিনেমাটি। যদিও ‘গাদার ২’ এর সাথে তুলনা অমুলক, সার্বিক বিবেচনায়, বক্স অফিসে গড়পড়তা উদ্বোধনী নিয়ে বক্স অফিস যাত্রা শুরু করেছে এই সিনেমা।
সকালের প্রদর্শনীগুলোতে সিনেমাটি দেখতে সীমিত দর্শক সমাগম দেখা গিয়েছিলো। বিশেষ করে একক স্ক্রিনের প্রেক্ষাগৃহে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তেমন দেখা যাচ্ছেনা। তবে বিকেল এবং রাতের প্রদর্শনীগুলোতে সিনেমাটির দর্শক সমাগম বাড়তে দেখা গেছে। এছাড়া বড় শহর কেন্দ্রিক প্রেক্ষাগৃহগুলোতে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহে ব্যাপক অগ্রগতি দেখা যাচ্ছে। এখন পর্যন্ত প্রাথমিক অনুমান অনুসারে, উদ্বোধনী সিনেমাটি ৯ থেকে ১০ কোটি রুপি আয় করতে সক্ষম হবে। সীমিত পড়িসরে মুক্তি প্রেক্ষিতে ‘ওহ মাই গড ২’ বক্স অফিসে গড়পড়তা উদ্বোধনী পেতে যাচ্ছে বলে জানিয়েছেন ট্রেড বিশেষজ্ঞরা।
সমালোচকদের প্রশংসায় ভাসছে অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘ওহ মাই গড ২’। শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য ছাড়পত্র নিয়ে মুক্তি পেয়েছে সিনেমাটি।#ফিল্মীমাইক #বলিউড #Filmymike #Bollywood #OMG2 #OhMyGod2 #OMG2Review #AkshayKumar #PankajTripathi #YamiGautam pic.twitter.com/wFuxf2AqlX
— Filmymike – সিনেমার প্রচার মাইক (@FilmyMikeBD) August 11, 2023
এদিকে মুক্তির পর দর্শক এবং সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে ‘ওহ মাই গড ২’ সিনেমাটি। প্রথম পর্বের মত সিনেমাটির দ্বিতীয় পর্ব নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করছেন দর্শকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটিকে অক্ষয় কুমারের প্রত্যাবর্তনের সিনেমা হিসেবেও আখ্যায়িত করছেন অনেকে। দর্শকদের পাশাপাশি সমালোচকরাও সিনেমাটির ব্যাপক প্রশংসা করছেন। বেশীর ভাগ সমালোচকই সিনেমাটিকে ৪ স্টার রেটিং দিয়েছেন। বিষয়বস্তুর সাথে এতে অক্ষয় কুমার এবং পঙ্কজ ত্রিপাটির অভিনয়েরও প্রশংসা করছেন সবাই। এছাড়া সিনেমাটি সবার জন্য উম্মুক্ত হওয়া উচিৎ বলেও মত দিয়েছেন অনেকে।
বক্স অফিসে গড়পড়তা উদ্বোধনী এরপর অক্ষয় কুমার অভিনীত ‘ওহ মাই গড ২’ সিনেমাটির বাণিজ্যিক সাফল্য নির্ভর করছে দর্শকদের প্রশংসার উপর। এখন পর্যন্ত সিনেমাটি নিয়ে দর্শকদের প্রশংসা দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে মাল্টিপ্লেক্স দর্শকদের কাছে এই সিনেমাটি দারুণ গ্রহণযোগ্যতা পেতে সক্ষম হচ্ছে। শুরুটা গড়পড়তা হলেও, সামনের দিনগুলোতে সিনেমাটি নির্মাতাদের মুখে হাসি ফুটাতে সক্ষম হবে বলে মনে করছেন অনেকে। মহামারী পরবর্তি সময়ে অক্ষয় কুমার অভিনীত সিনেমাগুলো বক্স অফিসে মুখ থুবড়ে পরেছিলো। তবে ‘ওহ মাই গড ২’ সিনেমাটির মাধ্যমে বক্স অফিসে এই তারকা প্রত্যাবর্তন করতে যাচ্ছেন বলে মনে করছেন ভক্তরা।
সব মিলিয়ে স্বাধীনতা দিবসের সপ্তাহান্ত বলিউডের জন্য ভালো কিছু নিয়ে হাজির হতে যাচ্ছে। ‘গাদার ২’ সিনেমার ঐতিহাসিক উদ্বোধনীর সাথে ‘ওহ মাই গড ২’-এর গড়পড়তা শুরু মিলিয়ে দারুণ আশাবাদী বলিউডের ট্রেড বিশেষজ্ঞরা। গত বছর একই সময়ে মুক্তিপ্রাপ্ত আমির খানের ‘লাল সিং চাড্ডা’ এবং অক্ষয় কুমার অভিনীত ‘রক্ষা বন্ধন’ সিনেমাগুলো প্রেক্ষাগৃহে মুখ থুবড়ে পরেছিলো। বছরের শুরুতে ‘পাঠান’ সিনেমার ঐতিহাসিক সাফল্যের পর ‘গাদার ২’ এবং ‘ওহ মাই গড ২’ বলিউড বক্স অফিসে নতুন আশার সঞ্চার করেছে। এরপর চলতি বছরে মুক্তি অপেক্ষায় থাকা ‘জওয়ান’, ‘অ্যানিম্যাল’, ‘টাইগার থ্রী’, ‘ডানকি’ সিনেমাগুলো সেই ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হবে বলে মনে করছেন ট্রেড বিশেষজ্ঞরা।
আরো পড়ুনঃ
অপ্রাপ্তবয়স্কদের জন্য নিষিদ্ধ অক্ষয়ের বিতর্কিত সিনেমা ‘ওহ মাই গড ২’!
২০টি কর্তন সাপেক্ষে প্রাপ্তবয়স্কদের জন্য অক্ষয় কুমারের ‘ওহ মাই গড ২’!
ওহ মাই গড ২: এবার ভারতের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে লড়বেন অক্ষয় কুমার