দীপাবলি উপলক্ষ্যে মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘ভুল ভুলাইয়া ৩’। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পর্বের দারুণ সাফল্যের পর তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছেন নির্মাতা আনিস বাজমী। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে বক্স অফিসে দুর্দান্ত উদ্বোধনী পেয়েছে কার্তিকের ‘ভুল ভুলাইয়া ৩’।
বক্স অফিসে কার্তিক আরিয়ান অভিনীত এই সিনেমাটি মুখোমুখি হয়েছিলো বিগ বাজেটের অ্যাকশন সিনেমা ‘সিঙ্গাম এগেইন’-এর। তবে তারকাবহুল এই সিনেমাটির সাথে পাল্লা দিয়ে বক্স অফিসে দুর্দান্ত উদ্বোধনী নিশ্চিত করেছে কার্তিক আরয়ান অভিনীত ‘ভুল ভুলাইয়া ৩’।
দ্বিতীয় পর্বের ব্যাপক সাফল্যের পর তৃতীয় পর্ব নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিলো আকাশচুম্বী। মুক্তির প্রথম দিনে সিনেমাটির বক্স অফিস উদ্বোধনী বিষয়টি আবারো নিশ্চিত করেছে, দীপাবলির উৎসবে ‘সিঙ্গাম এগেইন’-এর পাশাপাশি কার্তিকের ‘ভুল ভুলাইয়া ৩’ নিয়েও উম্মাদনায় মেতেছেন বলিউড দর্শকরা।
এর আগে ‘সিঙ্গাম এগেইন’ এবং ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমাগুলোর পর্দা ভাগাভাগি নিয়ে ছিলো ব্যাপক জটিলতা। শেষ পর্যন্ত অজয়ের সিনেমার চেয়ে পর্দার সংখ্যায় কিছুটা পিছিয়ে ছিলো কার্তিকের ‘ভুল ভুলাইয়া ৩’। তবে সিনেমাটির অগ্রিম টিকেট বিক্রি থেকেই ধারণা পাওয়া গিয়েছিলো যে, বক্স অফিসে দারুণ কিছু করতে যাচ্ছে ‘ভুল ভুলাইয়া ৩’।
মুক্তির আগের দিন পর্যন্ত ভারতের তিনটি জাতীয় চেইন মাল্টিপ্লেক্সে সিনেমাটির ২.৫ লাখের বেশী টিকেট অগ্রিম বিক্রি হয়েছিলো। এছাড়া একক স্ক্রিনের প্রেক্ষাগৃহেও সিনেমাটির টিকেটের জন্য ব্যাপক চাহিদা। মুভিম্যাক্স প্রেক্ষাগৃহে এই সিনেমার অগ্রিম টিকেট বিক্রি ছিলো চোখে পরার মত। ‘সিঙ্গাম এগেইন’ থেকে কম পর্দায় মুক্তি পেলেও অগ্রিম টিকেট বিক্রিতে ছিলো সমান বেগ।
বিকেল এবং সন্ধ্যার প্রদর্শনীগুলোতে দারুণ দর্শক সমাগম লক্ষ্য করা গেছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, উদ্বোধনী দিনে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় ৩৫ কোটির বেশী হতে যাচ্ছে। আর এটি হতে যাচ্ছে কার্তিক আরিয়ানের ক্যারিয়ারের সেরা উদ্বোধনী। ‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির দুটি সিনেমাই কার্তিকের ক্যারিয়ারের জন্য দারুণ মাইলফলক হিসেবে আবির্ভুত হয়েছে।
এর আগে আনিস বাজমী পরিচালিত ‘ভুল ভুলাইয়া ২’ ছিলো কার্তিকের সর্বোচ্চ উদ্বোধনী পাওয়া সিনেমা। মুক্তির প্রথম দিনে এই সিনেমাটির আয়ের পরিমাণ ছিলো ১৪.১১ কোটি রুপি। মাত্র দুই বছরের মাথায়, এবার প্রায় দ্বিগুণ উদ্বোধনী পেতে যাচ্ছে এই নির্মাতা-অভিনেতার দ্বিতীয় সিনেমা ‘ভুল ভুলাইয়া ৩’। নিঃসন্দেহে কার্তিক আরিয়ান বলিউডে নিজেকে নতুন তারকা হিসেবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন।
উল্লেখ্য যে, ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমায় কার্তিকের বিপরীতে অভিনয় করেছেন ‘অ্যানিম্যাল’ দিয়ে আলোচনায় আসা তৃপ্তি দিম্রি। এছাড়া এই সিনেমায় প্রথমবারের মত একসাথে হাজির হচ্ছেন বিদ্যা বালন এবং মাধুরী দীক্ষিত। সিনেমাটিতে কার্তিককে রুহবাবা এবং এই দুই অভিনেত্রীকে মঞ্জুলিকা চরিত্রে দেখা গেছে।
আরো পড়ুনঃ
অজয় বনাম কার্তিক: মুক্তির আগের লড়াইয়ে উত্তপ্ত বলিউড!
উদ্বোধনী দিনে রেকর্ড আয়ে বক্স অফিস যাত্রা শুরু করলেন অজয়
দীপাবলির দুই সিনেমার অগ্রিম টিকেট এবং সম্ভাব্য বক্স অফিস উদ্বোধনী