সম্প্রতি প্রকাশিত ‘জওয়ান’ সিনেমাটির ট্রেলারের মাধ্যমে বক্স অফিস ইতিহাস নতুন করে লিখার ইঙ্গিত দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। বলিউডের ইতিহাসের সবচেয়ে বড় এই তারকার ক্যারিয়ারের প্রথম মাসালা অ্যাকশন এই সিনেমাটি নিয়ে ইতিমধ্যে উম্মাদনায় মেতেছেন সবাই। ট্রেলার প্রকাশের পরদিন ভারতীয় প্রেক্ষাগৃহে সিনেমাটির অগ্রিম টিকেট বিক্রি শুরু করেছিলেন নির্মাতারা। শুরু মাত্র কয়েক ঘণ্টার মধ্যে অগ্রিম টিকেট নিয়ে দর্শকদের উম্মাদনা দেখা গিয়েছিলো। ‘জওয়ান’ অগ্রিম টিকেট নিয়ে তারই ধারাবাহিকতা অব্যাহত ছিলো দ্বিতীয় দিনেও।
ট্রেলার প্রকাশের পরপরই ‘জওয়ান’ সিনেমাটিকে বক্স অফিস সুনামি হিসেবে অখ্যায়িত করেছেন ভারতীয় ট্রেড বিশেষজ্ঞরা। ট্রেলার প্রকাশের পর ‘জওয়ান’ সিনেমা নিয়ে শাহরুখ ভক্তদের পাশাপাশি সাধারণ দর্শকদের আগ্রহ বেড়েছে কয়েক গুণ। অগ্রিম টিকেট বিক্রি শুরু প্রথম দিনেই রেকর্ড গড়েছিল শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’। ২৪ ঘন্টার কম সময়ে ভারতে সিনেমাটি ২ লাখের বেশী টিকেট অগ্রিম বিক্রি হয়েছিলো। ‘পাঠান’ এবং ‘বাহুবলীঃ দ্য কনক্লুশন’ সিনেমাকে ছাড়িয়ে অগ্রিম টিকেট বিক্রিতে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে নতুন ইতিহাস লিখতে যাচ্ছে চলতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’।
ভারতের জাতীয় তিনটি চেইন মালিপ্লেক্স পিভিআর, ইনোক্স এবং সিনেপলিসে দ্বিতীয় দিন বিকেল তিনটা পর্যন্ত ‘জওয়ান’ সিনেমাটির ১৭২,০০০ টিকেট অগ্রিম বিক্রি হয়েছে। হিন্দি সিনেমার বাজারের পাশাপাশি ‘জওয়ান’ নিয়ে উম্মাদনা দেখা গেছে দক্ষিণেও। চেন্নাইয়ে সিনেমাটি নিয়ে ইভেন্টের পর সেখানের প্রেক্ষাগৃহে অগ্রিম টিকেট নিয়ে শুরু হয়েছে দারুণ উম্মাদনা। পিভিআর, ইনোক্স এবং সিনেপলিসে প্রথম দিনের অগ্রিম টিকেট বিক্রির পরিমাণ নীচে দেওয়া হলো –
পিভিআর এবং ইনোক্স – ১৪১,৫০০
সিনেপলিস – ৩০,৫০০
এদিকে ভারতের আগেই আন্তর্জাতিক বাজারে শুরু হয়েছিলো ‘জওয়ান’ অগ্রিম টিকেট বিক্রি। মুক্তির প্রায় একমাস আগে শুরু হলেও, সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিলো দেখার মত। ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে ‘জওয়ান’ সিনেমার অগ্রিম টিকেট বিক্রি থেকে আয় নতুন মাইলফলকের কাছাকাছি রয়েছে। এখন পর্যন্ত আন্তর্জাতিক বাজারে সর্বোচ্চ উদ্বোধনী পাওয়া সিনেমা হচ্ছে শাহরুখ খানের ‘পাঠান’। কিন্তু ‘জওয়ান’ অগ্রিম টিকেট বিক্রির ধারাবাহিকতা থেকে অনুমান করা যাচ্ছে আন্তর্জাতিক বাজারেও নতুন রেকর্ড গড়তে যাচ্ছে ‘জওয়ান’। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি সহ বিভিন্ন দেশে সিনেমাটি অগ্রিম টিকেট বিক্রিতে নতুন রেকর্ডের ইঙ্গিত দিচ্ছে ‘জওয়ান’।
সব দেশ মিলিয়ে আন্তর্জাতিক বাজারে ৫ মিলিয়ন মার্কিন ডলারের উদ্বোধনী পেতে যাচ্ছে শাহরুখ খানের নতুন সিনেমা জওয়ান। এখন পর্যন্ত আন্তর্জাতিক বাজারে সিনেমাটির অগ্রিম টিকেট বিক্রির হিসেব নীচে দেওয়া হলো –
যুক্তরাষ্ট্র – ৪৫০,০০০ মার্কিন ডলার
মধ্যপ্রাচ্য – ২২৫,০০০ মার্কিন ডলার
যুক্তরাজ্য – ১৫৭,০০০ মার্কিন ডলার
জার্মানি – ৭৬,০০০ মার্কিন ডলার
অস্ট্রেলিয়া – ৫৮,০০০ মার্কিন ডলার
চলতি বছরে ‘পাঠান’ সিনেমাটি মুক্তি আগেই অগ্রিম টিকেট বিক্রি থেকে আয় করেছিলো ৭৫ কোটি রুপি। ধারণা করা হচ্ছে খুব শীগ্রই সেটিকে পিছনে ফেলে দিতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’। এছাড়া অগ্রিম টিকেট বিক্রিতে দর্শকদের উম্মাদনা বিবেচনায় প্রথম দিন ভারতীয় বক্স অফিসে এটি ১০০ কোটির মাইলফলক অতিক্রম করবে বলে মনে করছেন ট্রেড বিশেষজ্ঞরা। বলিউডের প্রথম সিনেমা হিসেবে নতুন এই মাইলফলক অতিক্রম করতে যাচ্ছে ‘জওয়ান’। সার্বিক বিবেচনায় ‘পাঠান’ সিনেমার সব রেকর্ড ভেঙ্গে বক্স অফিসের ইতিহাস নতুন করে লিখার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন বলিউড বাদশা।
উল্লেখ্য যে, প্যান ইন্ডিয়া দর্শকদের কথা বিবেচনা করে নির্মিত সিনেমাটিতে দেখা যাবে একঝাক প্যান ইন্ডিয়া তারকাকে। শাহরুখ খান এবং নয়নতারার সাথে সিনেমাটিতে খলচরিত্রে অভিনয় করছেন তামিলের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। সাথে আরো অভিনয় করছেন সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি, ইয়োগি বাবু, রিধি দূর্গা এবং সুনীল গ্রোভার। গুঞ্জন অনুযায়ী ‘জওয়ান’ সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। এছাড়া সিনেমাটিতে অতিথি চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাডুকোন, থালাপাতি বিজয় এবং সঞ্জয় দত্ত।
আরো পড়ুনঃ
অগ্রিম টিকেট বিক্রিতে নতুন রেকর্ডঃ আসছে বক্স অফিস সুনামি ‘জওয়ান’
রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা প্রদর্শন স্বত্ব
আন্তর্জাতিক বাজারে অগ্রিম টিকেট বিক্রিতে ‘জওয়ান’ সিনেমার বাম্পার শুরু