দীপাবলি উপলক্ষ্যে ১লা নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে অজয় দেবগণ অভিনীত সিনেমা ‘সিঙ্গাম এগেইন’। রোহিত শেঠির পুলিশ ইউনিভার্সের সিনেমাটিতে একসাথে হাজির হয়েছেন বলিউডের একঝাক তারকা। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, উদ্বোধনী দিনে রেকর্ড আয়ে বক্স অফিস যাত্রা শুরু করলেন অজয় দেবগণ।
তারকাবহুল এই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিলো আকাশচুম্বী। পুলিশ ইউনিভার্সের সাথে বলিউডের একঝাক তারকার উপস্থিতি সিনেমাটিকে করেছে আরো আকর্ষনীয়। আগের দিন পর্যন্ত এই সিনেমার অগ্রিম টিকেট বিক্রিতে ছিলো ভালো আয়ের ইঙ্গিত। সেই ধারাবাহিকতায় নিজের ক্যারিয়ারের রেকর্ড উদ্বোধনী পেয়েছেন অজয় দেবগণ।
আগের দিন পর্যন্ত ভারতের তিনটি জাতীয় চেইন মাল্টিপ্লেক্সে সিনেমাটির ২ লাখের বেশী টিকেট বিক্রি হয়েছিলো। পর্দা ভাগাভাগি সংক্রান্ত জটিলতার কারণে, বেশ দেরীতে শুরু হয়েছিলো অগ্রিম টিকেট বিক্রি। তবে শেষ দিনে জাতীয় এবং একক মাল্টিপ্লেক্সগুলোতে অগ্রিম টিকেট বিক্রি ছিলো আশা জাগানিয়া। সেই সাথে ছিলো একক স্ক্রিনের দর্শকদের ব্যাপক আগ্রহ।
প্রাথমিক ধারনা অনুযায়ী, উদ্বোধনী দিনে রেকর্ড আয়ে বক্স অফিস যাত্রা শুরু করেছে অজয় দেবগণের ‘সিঙ্গাম এগেইন’ সিনেমাটি। প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির নেট আয় ৪০ কোটির বেশী হতে যাচ্ছে বলে জানা গেছে। বিশেষকরে বিকেলের প্রদর্শনী থেকে একক স্ক্রিনের প্রেক্ষাগৃহে দর্শক সমাগম ছিলো দিনের অন্য সময়ের চেয়ে অনেক বেশী।
এর মাধ্যমে ক্যারিয়ারের সর্বোচ্চ উদ্বোধনীর রেকর্ড গড়ে বক্স অফিস যাত্রা শুরু করলেন অজয় দেবগণ। অজয় দেবগণ এবং রোহিত শেঠি দুজনের জন্যই এর আগের সর্বোচ্চ উদ্বোধনী পাওয়া সিনেমা ছিলো ‘সিঙ্গাম রিটার্ন্স’। সিনেমাটির প্রথম দিনের আয়ের পরিমাণ ছিলো ৩২ কোটি রুপি। এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা দিয়ে নতুন রেকর্ড গড়লেন এই জুটি।
উল্লেখ্য যে, রোহিত শেঠির উচ্চাভিলাষী ‘সিঙ্গাম এগেইন’ পুলিশ ইউনিভার্সের সবচেয়ে বড় সিনেমা হিসেবে উপস্থাপিত হয়েছে। সিনেমাটিতে অজয় ছাড়া আরো অভিনয় করেছেন কারিনা কাপুর খান, অক্ষয় কুমার, রনভীর সিং, দীপিকা পাডুকোন, টাইগার শ্রফ, অর্জুন কাপুর। জ্যাকি শ্রফ সহ আরো অনেকে। ঘোষণার পর থেকেই আলোচনায় ছিলো সিনেমাটি।
আরো পড়ুনঃ
‘সিঙ্গাম এগেইন’ বনাম ‘ভুল ভুলাইয়া থ্রি’: অগ্রিম টিকেটে দারুণ শুরু
দীপাবলির দুই সিনেমার অগ্রিম টিকেট এবং সম্ভাব্য বক্স অফিস উদ্বোধনী
অজয় দেবগণ এবং রোহিত শেঠি: বক্স অফিসে হাজার কোটির জুটি