বেশ লম্বা বিরতির পর বড় পর্দায় ফিরেছেন দেশীয় সিনেমার সবচেয়ে জনপ্রিয় তারকা শাকিব খান। গত ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’। উদ্বোধনী দিন থেকেই দেশব্যাপী ব্যাপক আলোড়ন ফেলেছে শাকিব খানের এই সিনেমাটি। মাল্টিপ্লেক্সের পাশাপাশি দেশের প্রতিটি একক স্ক্রিনের প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে ব্যাপক দর্শক সমাগম দেখা গেছে। দর্শক চাহিদার কারনে মুক্তির তৃতীয় দিন থেকে তিনটি প্রদর্শনী থেকে বাড়িয়ে দৈনিক পাঁচটি প্রদর্শনী চালাচ্ছে যমুনা ব্লকবাস্টার সিনেমাস কর্তৃপক্ষ।
‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমাটি প্রসঙ্গে যমুনা ব্লকবাস্টার সিনেমাসের সহকারী মার্কেটিং ম্যানেজার মাহাবুবুর রহমান একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রথমদিনে লিডার দেখতে দর্শকদের চাপ বেশি দেখা গেছে। এ কারণে দ্বিতীয়দিন থেকে পাঁচটি শো রাখা হয়েছে।‘ মুক্তির প্রথমদিনেই সিনেমাটি দেখতে যমুনাতে ৮০ শতাংশ দর্শক পাওয়া গেছে বলে জানিয়েছেন মাহাবুবুর রহমান। তিনি আরও বলেন, ‘যমুনাতে সাতটি ঈদের সিনেমা চলছে। লিডার ছাড়াও দর্শক জ্বীন এবং কিল হিম বেশ ভালো দেখছেন।‘
মাল্টিপ্লেক্সের পাশাপাশি দেশের একক স্ক্রিনের প্রেক্ষাগৃহেও দেখা গেছে একই চিত্র। দেশের প্রেক্ষাগৃ মালিকদের সংগঠন চলচ্চিত্র প্রদর্শক সমিতি জানিয়েছে, মুক্তি পাওয়া সব সিনেমার মধ্যে দর্শক চাহিদার শীর্ষে আছে শাকিব খানের ‘লিডার আমিই বাংলাদেশ’। সাভার সেনা অডিটোরিয়াম, মানিকগঞ্জে নবীব, চট্টগ্রামের সুগন্ধা কর্তৃপক্ষরা বলছেন, দিন যতই যাচ্ছে শাকিব খানের এই সিনেমার দর্শক তত বাড়ছে। প্রদর্শক সমিতির সেক্রেটারি আওলাদ হোসেন উজ্জ্বল এ প্রসঙ্গে বলেন, ‘ঈদের সবগুলো সিনেমা দর্শক দেখছে। তবে বেশি হলে মুক্তি পাওয়ায় এক নাম্বারে আছে লিডার আমিই বাংলাদেশ।‘
রাজধানীর ঐতিয্যবাহী প্রেক্ষাগৃহ মধুমিতার কর্ণধার ইফতেখার নওশাদ বলেন, ‘হাওয়া-এর পরে আর কোনো ছবি চলেনি। দীর্ঘদিন পর লিডার খুব ভালো চলছে। এ ছবির মাধ্যমে ইয়াং জেনারেশন হলমুখী হয়েছে।‘ সিনেমার বাণিজ্যিক সাফল্যের জন্য দর্শক রিপিটের উপর গুরুত্ব দিয়ে তিনি আরো নওশাদ বলেন, ‘মধুমিতায় লিডার দেখতে দর্শক রিপিট হচ্ছে। ছবি দেখে কেউ নেতিবাচক রিভিউ দিচ্ছে না। এটা খুবই ইতিবাচক দিক। ছবির সেল পড়ে যাচ্ছে না। আশা রাখছি ধারাবাহিকতা থাকবে।‘
ঈদে শাকিব খানের সিনেমা প্রদর্শক, প্রেক্ষাগৃহ মালিক এবং দর্শকদের আগ্রহ সব সময়ই বেশী থাকে। ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমাটির ক্ষেত্রেও এর ব্যাতিক্রম হয়নি। তাই, এবারের ঈদুল ফিতর উপলক্ষে চালু হওয়া মৌসুমি প্রেক্ষাগৃহগুলোর মধ্যে ৮০ শতাংশ প্রেক্ষাগৃহে চলছে সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’। শুধুমাত্র শাকিব খানের সিনেমার কারনেই এতো বেশি প্রেক্ষাগৃহ খুলেছে বলে জানান সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সেক্রেটারি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ‘বন্ধ থাকা সিনেমা হলগুলো আবার জেগে উঠেছে শাকিব খানের লিডার আমিই বাংলাদেশ-এর মাধ্যমে।‘
সব মিলিয়ে ঈদের দিন থেকে দেশের ১০০টি প্রেক্ষাগৃহ প্রদর্শীত হচ্ছে এই সিনেমা। যে প্রত্যাশা নিয়ে বন্ধ থাকা প্রেক্ষাগৃহ চালু হয়েছে শাকিব খানের ‘লিডার আমিই বাংলাদেশ’ সেটি পূরণ করতে পেরেছে বলে মনে করছেন অনেকেই। এ প্রসঙ্গে ‘লিডার’ সিনেমাটির পরিবেশক এম এ মঞ্জুরুল বলেন, ‘বন্ধ সিনেমা হলগুলো যাতে খোলে এই বিষয়টি বিবেচনায় এনে আমরা অনেক হলে লিডার দিয়েছি। চাইলে ১০০ এর বেশি হলে রিলিজ করতে পারতাম। কিন্তু রেন্টালের বিষয়টি মাথায় রেখে সিনেমা দিয়েছি। ছবির রিপোর্ট এবং সেল দুটোই ভাল।‘
উল্লেখ্য যে, রাজানৈতিক প্রেক্ষাপটের গল্প নিয়ে নির্মিত হয়েছে তপু খান পরিচালিত ‘লিডার আমিই বাংলাদেশ’। সেই সাথে সিনেমাটিতে মানুষের জন্য দারুণ কিছু বক্তব্যও থাকছে বলে জানিয়েছেন এর নির্মাতা তপু খান। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। সিনেমাটিতে শাকিব খান এবং বুবলী ছাড়া বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ। আর সিনেমাটির পরিবেশনার দায়িত্বে থাকছে টিওটি ফিল্মস।
আরো পড়ুনঃ
ঈদে আগ্রহের শীর্ষে শাকিবের ‘লিডার’: খুলছে বেশকিছু বন্ধ প্রেক্ষাগৃহ
ঈদে আসছে ‘কিল হিম’: প্রথমবারের মত নিজস্ব প্রযোজনার বাইরে অনন্ত-বর্ষা
টিজার প্রকাশ করেই নিস্চুপ নির্মাতারাঃ সিনেমার প্রচারণায় নেই শাকিব খান