দেখে নিন ভারতীয় বক্স অফিসে সর্বোচ্চ আয়ের দশটি ভারতীয় সিনেমা

সর্ব ভারতীয় বক্স অফিসে

সাম্প্রতিক সময়ে ভারতীয় বক্স অফিসের পড়িসর বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। প্যান ইন্ডিয়া মুক্তির কারনে সিনেমাগুলোর আয়ের পরিমাণ এখন আগের যেকোন সময়ের চেয়ে বেশী। শুধুমাত্র ২০২৩ সালেই মোট চারটি বলিউড সিনেমা ভারতীয় বক্স অফিসে ৫০০ কোটি রুপির বেশী আয় করেছে। আর চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী ২’ সিনেমাটি ৫৫০ কোটির বেশী আয়ের মাধ্যমে নাম লিখিয়েছে এই তালিকায়।

১০। সালার: প্রথম পর্ব – সিজফায়ার
তেলুগু সিনেমার সুপারস্টার প্রভাস অভিনীত সিনেমা ‘সালার’-এর প্রথম পর্ব মুক্তি পেয়েছিলো ২০২৩ সালের ক্রিসমাসে। প্রশান্ত নীল পরিচালিত এই সিনেমাটি হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালাম ভাষায় মুক্তি পেয়েছিলো। সব ভাষায় সর্ব ভারতীয় বক্স অফিসে সিনেমাটি আয় করেছে ৪২৫ কোটি রুপি। ‘সালার: প্রথম পর্ব – সিজফায়ার’ নামের এই সিনেমাটির অবশ্য বক্স অফিস আয় নিয়ে বিতর্ক রয়েছে ট্রেড বিশেষজ্ঞদের মাঝে।

০৯। গাদার ২
অনিল শর্মা পরিচালিত সানি দেওয়লের অল টাইম ব্লকবাস্টার ‘গাদার’-এর দ্বিতীয় পর্ব মুক্তি পেয়েছিলো ২০২৩ সালের আগস্টে। মুক্তির আগে সিনেমাটি নিয়ে তেমন প্রত্যাশা না থাকলেও, মুক্তির পর সব হিসেব বদলে দেয় এই সিনেমা। শুধুমাত্র হিন্দি ভাষায় মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি ভারতীয় বক্স অফিসে আয় করেছে ৫২৫ কোটি রুপি। সিনেমাটির মাধ্যমে বক্স অফিসে নতুন ইতিহাস লিখেছিলেন নব্বইয়ের জনপ্রিয় তারকা সানি দেওল।

০৮। পাঠান
২০২৩ সালের জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বক্স অফিসে প্রত্যাবর্তন করেন বলিউড বাদশা শাহরুখ খান। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে নির্মিত সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ৫৪৩ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছিলো। সিদ্ধার্ত আনন্দ পরিচালিত এই সিনেমাটি হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পেয়েছিলো। সিনেমাটিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন দীপিকা পডুকোন।

০৭। অ্যানিম্যাল
সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ সিনেমার মাধ্যমে অ্যাকশন তারকা হিসেবে বড় পর্দায় আবির্ভুত হয়েছেন বলিউড তারকা রনবীর কাপুর। মুক্তির পর নতুন রুপে দর্শকরা রনবীর কাপুরকে লুফে নেন। হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ৫৫৮ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছিলো। সিনেমাটির সাফল্যের পর এর দ্বিতীয় পর্ব ‘অ্যানিম্যাল পার্ক’ নিয়ে শীগ্রই হাজির হচ্ছেন ভাঙ্গা এবং রনবীর।

০৬। স্ত্রী ২
২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী ২’ চলতি বছরের সবচেয়ে বড় বাণিজ্যিক চমক হিসেবে আবির্ভুত হয়েছে। শুধুমাত্র হিন্দি ভাষায় মুক্তি পেলেও, ভারতীয় বক্স অফসে ইতিমধ্যে ৬০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। সর্বশেষ হিসেব অনুযায়ী মুক্তির আট সপ্তাহ শেষে সিনেমাটির মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৬২৬ কোটি রুপি। অমর কৌশিক পরিচালিত এই সিনেমাটি হরর কমেডি ইউনিভার্সের সবচেয়ে বড় সিনেমা।

০৫। জওয়ান
শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম। অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমাটি মুক্তির পর একাধিক বক্স অফিস রেকর্ড ভেঙ্গে দিয়েছিলো। হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাওয়া এই সিনেমাটি ভারতীয় বক্স অফিসে আয় করেছে ৬৪৫ কোটি রুপি। সব ভাষায় ভারতীয় বক্স অফিসে এখন পর্যন্ত সবচেয়ে বেশী আয়ের সিনেমা হচ্ছে ‘জওয়ান’। এতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন লেডি সুপারস্টার নয়নতারা।

০৪। কালকি (প্রথম পর্ব)
২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত প্রভাস অভিনীত ‘কালকি’ সিনেমাটির প্রথম পর্ব বিশ্বব্যাপী বক্স অফিসে দারুন সফলতা অর্জন করতে সক্ষম হয়েছিলো। এই সিনেমায় প্রভাসের সাথে আরো অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, দীপিকা পাডুকোন, দিশা পাটানি সহ আরো অনেকে। নাগ আশ্বিন পরিচালিত এই সিনেমাটি ভারতীয় বক্স অফিসে আয় করেছে ৬৫১ কোটি রুপি। সিনেমাটি হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালাম ভাষায় মুক্তি পেয়েছিলো।

০৩। আরআরআর
এসএস রাজামৌলী পরিচালিত ‘আরআরআর’ সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন রমা চরন এবং এনটিআর জুনিয়র। মুক্তির পর ভারতীয় বক্স অফিসে ৭৭২ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছিলো। বহুল আলোচিত এই সিনেমাটিতে আরো অভিনয় করেছেন অজয় দেবগণ, আলিয়া ভাট এবং শ্রিয়া শরণ সহ আরো অনেকে। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালাম – মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছিলো সিনেমাটি।

০২। কেজিএফ চ্যাপ্টার ২
প্রশান্ত নীল পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘কেজিএফ’-এর দ্বিতীয় পর্ব মুক্তি পেয়েছিলো মহামারীর পর। যশ অভিনীত এই সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে রীতিমত সুনামি বইয়ে দিয়েছিলো। শুধুমাত্র ভারতীয় বক্স অফিসে সিনেমাটি আয় করেছে ৮৬০ কোটি রুপি। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালাম ভাষায় মুক্তিপ্রাপ্ত সিনেমাটি আন্তর্জাতিক বক্স অফিসেও ভালো আয় করতে সক্ষম হয়েছিলো।

০১। বাহুবলীঃ দ্য কনক্লুশন
সর্ব ভারতীয় বক্স অফিসে ১,০০০ কোটি রুপির বেশী আয় করা একমাত্র সিনেমা ‘বাহুবলীঃ দ্য কনক্লুশন’। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে নতুন সম্ভাবনার দ্বার উম্মোচন করেছিলো। ‘বাহুবলীঃ দ্য বিগিনিং’ সিনেমার সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইতিহাস ছিলো এসএস রাজামৌলী পরিচালিত এই সিনেমা। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালাম ভাষায় মুক্তিপ্রাপ্ত সিনেমাটি আয় করেছে ১,১১৫ কোটি রুপি।

সর্ব ভারতীয় বক্স অফিসে সর্বোচ্চ আয়ের এই দশটি সিনেমার মধ্যে পাঁচটি দক্ষিন ভারতীয় আর পাঁচটি বলিউড সিনেমা। মজার বিষয় হচ্ছে ৫০০ কোটির বেশী আয় করা এই পাঁচটি বলিউড সিনেমাগুলো ২০২৩ এবং ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত। আর এর মধ্যে দুটি সিনেমা শুধুমাত্র হিন্দি ভাষায় মুক্তি পেয়েছিলো। অন্যদিকে দক্ষিণের সিনেমাগুলোর আয়ের বড় অংশটি এসেছে হিন্দি সিনেমার বাজার থেকে।

আরো পড়ুনঃ
‘স্ত্রী ২’ বক্স অফিস: ভারতীয় চলচ্চিত্রে বছরের সবচেয়ে বাণিজ্যিক বড়
‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বক্স অফিসে শাহরুখ খানের অনন্য রেকর্ড

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত