গত ২৫ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের সিনেমা ‘স্কাইফোর্স’। নির্মাতাদের হিসেবে প্রথম সপ্তাহ শেষে ভারতীয় বক্স অফিসে সিনেমাটি আয় করেছে প্রায় ১০০ কোটি রুপি। তবে প্রথম দিন থেকেই এর আয় নিয়ে চলছে বিতর্ক। বলা হচ্ছে বলিউডের ইতিহাসের সবচেয়ে বড় বক্স অফিস কেলেঙ্কারী হিসেবে রেকর্ড গড়েছে ‘স্কাইফোর্স’!
নির্মাতারা প্রথম সপ্তাহে এই সিনেমার আয় ১০০ কোটি রুপি ঘোষণা করলেও, ট্রেড বিশেষজ্ঞদের হিসেবে প্রথম সপ্তাহে ভারতীয় বক্স অফিসে এর আয় ছিলো ৮০ কোটি রুপি। প্রথম সপ্তাহেই নির্মাতারা সিনেমাটির আয় ২০ কোটি রুপি বেশী দেখিয়েছেন। এটিকে সবাই নির্মাতাদের ‘সাজানো সাফল্য’ হিসেবে অভিহিত করছেন।
এছাড়া নির্মাতাদের প্রদত্ত আয়ের হিসেবেও রয়েছে বিশাল শুভঙ্করের ফাঁকি। মুক্তির প্রথম দিনে নির্মাতারা সিনেমাটির টিকেটে ডিসকাউন্ট এবং ফ্রী টিকেটের অফার দিয়েছেন। মূলত, নির্মাতারা ৩৫০/৪০০ রুপিতে টিকেট কিনে সেগুলো সেই অফারের আওতায় বিতরণ করেছেন। দর্শক ২০/৪০ টাকায় টিকেট কিনলেও, প্রথম দিনের আয়ের হিসেবে টিকেটের মূল্য ছিলো ৩৫০/৪০০ রুপি।
এছাড়া প্রথম সপ্তাহের প্রতিদিনই ভারতীয় প্রেক্ষাগৃহে ব্লক সিটের মূল্য বক্স অফিস আয়ের অন্তর্ভূক্ত করা হয়েছে। এই ধরণের কর্পোরেট বুকিং নির্মাতারা করে থাকেন সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে একটি ভ্রান্ত ধারণা তৈরি করার জন্য। মূলত প্রথম সপ্তাহান্তে ক্ষেত্র বিশেষে নির্মাতারা এমন করে থাকলেও, ‘স্কাই ফোর্স’ নির্মাতাদের এই বক্স অফিস কেলেঙ্কারী অব্যাহত ছিলো পুরো সপ্তাহ জুড়ে।
‘স্কাইফোর্স’ নির্মাতাদের এই বক্স অফিস কেলেঙ্কারী নিয়ে সমালোচনা চলছে শুরু থেকেই। এমনকি বলিউড সংশ্লিষ্ট অনেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজদের মত প্রকাশ করেছেন। ট্রেড বিশেষজ্ঞ থেকে সাধারণ দর্শক, সবাই এটিকে বলিউডের ইতিহাসের সবচেয়ে বড় বক্স অফিস কেলেঙ্কারী হিসেবে অভিহিত করছেন।
‘স্কাইফোর্স’ সিনেমার বক্স অফিস কেলেঙ্কারী প্রসঙ্গে কোমল নাহতা বলেন, ‘প্রথম সপ্তাহে মোট আয় ছিলো ৪০.৫০ কোটি রুপি। অবশ্যই রেকর্ড দেখাবে আয়ের পরিমাণ ৮০ কোটি রুপি কিন্তু এটি হয়েছে কারন প্রতিদিনই অবিক্রীত অনেক টিকেট ব্লক বুকিং করা হয়েছে। এটি করা হয়েছে সবাইকে এই ধারণা দেয়ার জন্য যে, সিনেমাটি দুর্দান্ত ভালো করছে।‘
বলিউডের ইতিহাসের সবচেয়ে বড় বক্স অফিস কেলেঙ্কারী হিসেবে ইঙ্গিত দিয়ে তিনি আরো বলেন, ‘নিঃসন্দেহে এটি ভারতীয় সিনেমার ইতিহাসের সবচেয়ে বেশী ব্লক সিট বুকিং। প্রমাণ হচ্ছে যে, বুকমাই শো-তে হাউজফুল বা প্রায়-হাউজফুল প্রদর্শনীতে প্রেক্ষাগৃহ মূলত খালি ছিলো। অনলাইন টিকেট প্লাটফর্মে ব্লক বুকিং হলেও, সিনেমাটি দেখতে কোন দর্শক ছিলো না।‘
‘স্কাইফোর্স’ নির্মাতা এই ব্লক বুকিং মাল্টিপ্লেক্স এবং জাতীয় চেইন প্রেক্ষাগৃহে হয়েছে বলেও জানিয়েছেন এই ট্রেড বিশেষজ্ঞ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি পরবর্তিতে মূলত পিভিআর আইনক্স চেইনে সীমাবদ্ধ রাখা হয়েছিলো। এর কারণ হচ্ছে, পিভিআর আইনক্স পিকচার্স সিনেমাটির ভারতীয় পরিবেশকের দায়িত্বে রয়েছে।‘
উল্লেখ্য যে, অক্ষয় কুমার অভিনীত ‘স্কাইফোর্স’ সিনেমাটি প্রযোজনা করেছে ম্যাডডক পিকাচার্স। এতে আরো অভিনয় করেছেন নবাগত বীর পাহাড়িয়া, সারা আলি খান এবং নিমরত কৌর। আর সিনেমাটি যৌথভাবে পরিচালন করেছেন অভিষেক অনিল কাপুর এবং সন্দীপ কেউলানি। নির্মাতাদের হিসেবে নয়দিনে এটি আয় করেছে প্রায় ১১১ কোটি রুপি।
আরো পড়ুনঃ
‘দেবা’ বক্স অফিস: ট্রেলারের উত্তেজনা ধরে রাখতে ব্যর্থ সিনেমাটি
‘স্কাই ফোর্স’ বক্স অফিস: প্রথম সপ্তাহ শেষে আয় নিয়ে বিতর্কের ঝড়!
প্রথম দিনেই ডিস্কাউন্ট এবং বিনামূল্যে টিকেট দিচ্ছেন ‘স্কাই ফোর্স’ নির্মাতারা!