বক্স অফিসে বাম্পার উদ্বোধনী পেয়েছে দেব অভিনীত সিনেমা ‘খাদান’

বক্স অফিসে বাম্পার উদ্বোধনী

বড়দিনের আবহে মুক্তি পেয়েছে কলাকাতা বাংলার সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বাণিজ্যিক সিনেমা ‘খাদান’। ২০ ডিসেম্বর মুক্তি আগে প্রেক্ষাগৃহ দখলে বেশ বেগ পেতে হয়েছিলো সিনেমাটির। তবে মুক্তির পর পাল্টে গেছে সব দৃশ্যপট। জানা গেছে বক্স অফিসে বাম্পার উদ্বোধনী পেয়েছে দেব অভিনীত ‘খাদান’ সিনেমাটি।

মুক্তির আগে সিনেমাটি নিয়ে ব্যাপক প্রচারণা চালিয়েছেন সুপারস্টার দেব সহ সিনেমার পুরো টিম। দেব আগেই জানিয়েছিলেন আদ্যোপান্ত একটি বাণিজ্যিক সিনেমা হতে যাচ্ছে এটি। টিজার এবং ট্রেলারেও ছিলো সে ইঙ্গিত। রাত ২টার প্রদর্শনী হাউজফুল হওয়ার মাধ্যমে ‘খাদান’ নিয়ে দেব ভক্তদের উচ্ছ্বাসও প্রকাশ পেয়েছিলো। বক্স অফিসে বাম্পার উদ্বোধনী তার ধারাবাহিকতা।

মুক্তির প্রথম দিন শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ‘খাদান’ সিনেমাটি নিয়ে একটি পোস্টার প্রকাশ করেছেন দেব। উক্ত পোষ্ট অনুযায়ী, প্রথম দিনেই বক্স অফিসে নজর কাড়া সাড়া পাওয়া গেছে। মুক্তি পাওয়ার দিনই এই সিনেমার ১০০ টির বেশি প্রদর্শনী হাউজফুল হয়েছে বলেও জানিয়েছেন এই তারকা। বড় পর্দায় আসতে না আসতেই রেকর্ড দিয়ে বক্স অফিস যাত্রা শুরু করলো এটি।

উক্ত পোষ্টের ক্যাপশনে দেব লেখেন, ‘এটা রেকর্ড ব্রেকিং যে মুক্তির দিনই খাদানের ১০০ টির বেশি শো হাউজফুল। ধন্যবাদ এই দুর্দান্ত সাড়া দেওয়ার জন্য।’ এছাড়া অন্য একটি পোষ্টে ‘খাদান’ এক দশকের সবচেয়ে বড় উদ্বোধনী পেয়েছে বলে দাবী করেছে এর নির্মাতা প্রতিষ্ঠান দেব এন্টারটেইনমেন্ট। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও সিনেমাটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

দেবের প্রকাশিত পোষ্টে সিনেমাটি নিয়ে অনেকেই শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন। এক দর্শক লিখেছেন ‘অনেক অনেক ভালোবাসা রইল।’ আরেকজন লেখেন, ‘সত্যিই অনেক দিন পর বাংলা মুভি দেখলাম, জিও দেব।’ বক্স অফিসে বাম্পার উদ্বোধনী পাওয়ায় দেবকে সবাই অভিনন্দন জানাচ্ছেন। সিনেমাটির প্রশংসা করে আরেকজন লেখেন, ‘দাদা খুব সুন্দর সিনেমা এই প্রথম এমন বাংলা সিনেমা দেখলাম।’

‘জুলফিকার’-এরপর ‘খাদান’ সিনেমার মাধ্যমে আবারো একসঙ্গে দেখা যাবে যীশু এবং দেবকে। দেব এবং যীশু ছাড়াও এতে আরো অভিনয় করছেন বরখা, ইধিকা, অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু, জন ভট্টাচার্য, সুজন নীল ভট্টাচার্য, বিশ্বজিৎ ঘোষ প্রমুখ। প্রধান চরিত্রে অভিনয়ের পাশাপাশি সিনেমাটির সহ-প্রযোজক হিসেবে আছেন সুপারস্টার দেব।

সুজিত সরকার রিনো পরিচালিত ‘খাদান’ সিনেমার সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস। বক্স অফিসে সিনেমাটি মুখোমুখি হয়েছে প্রতিম ডি গুপ্তর ‘চালচিত্র’, রাজ চক্রবর্তী পরিচালিত ‘সন্তান’ এবং মানসী সিনহার ‘৫ নম্বর স্বপ্নময় লেন’ সিনেমা তিনটির সঙ্গে।

আরো পড়ুনঃ
প্রকাশ্যে ‘খাদান’ টিজার: দেবের ডাবল ধামাকার সাথে যীশুর চমক
একসাথে ১৮ সিনেমার ঘোষণা দিয়ে এসকে মুভিজের দুই বছরের ধামাকা
টলিউড বাণিজ্যিক সিনেমার সবচেয়ে বড় বাজীর ঘোড়া দেবের ‘খাদান’

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত