প্রথম দিনেই ডিস্কাউন্ট এবং বিনামূল্যে টিকেট দিচ্ছেন ‘স্কাই ফোর্স’ নির্মাতারা!

প্রথম দিনেই ডিস্কাউন্ট

মহামারী পরবর্তী সময়ে বক্স অফিসে একের পর এক ডিজাস্টার দিয়ে যাচ্ছেন অক্ষয় কুমার। এর মাঝে শুধু ‘সুরিয়াবংশী’ সিনেমাটি বাণিজ্যিক সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিলো। এরপর বক্স অফিসে মুখ থুবড়ে পরেছে এই তারকার সবগুলো বড় বাজেটের সিনেমা। আজ ভারতের প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে মুক্তি পেয়েছে অক্ষয় অভিনীত নতুন সিনেমা ‘স্কাই ফোর্স’।

জানা গেছে একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘স্কাই ফোর্স’। এতে একজন যোদ্ধ বিমান চালকের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। ট্রেলার প্রকাশেরও পরও সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে তেমন আগ্রহ দেখা যায়নি। অক্ষয়ের ক্যারিয়ারে আরো একটি ডিজাস্টার যোগ হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে দর্শক টানতে প্রথম দিন থেকেই বিভিন্ন কৌশলের আশ্রয় নিচ্ছেন অক্ষয় কুমার এবং ‘স্কাই ফোর্স’ নির্মাতারা। সাধারণত মুক্তির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে এ ধরণের কৌশল নিয়ে থাকেন সিনেমার নির্মাতারা। কিন্তু মুক্তির প্রথম দিনেই ডিস্কাউন্ট এবং বিনামূল্যে টিকেট দিচ্ছেন ‘স্কাই ফোর্স’ নির্মাতারা।

টিকেটের মূল্য কমানোর পাশাপাশি, একটি কিনলে একটি ফ্রী টিকেটও দিচ্ছেন ‘স্কাই ফোর্স’ নির্মাতারা। ধারণা করা হচ্ছে প্রথম দিনে বিনামূল্যে টিকেটের মাধ্যমে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহের জন্ম দেয়ার কৌশল নিয়েছেন নির্মাতারা। আর সিনেমাটি দর্শকদের পছন্দ হলে সপ্তাহের বাকী দিনগুলোতে দর্শক সমাগম বাড়বে।

এদিকে প্রথম দিনেই ডিস্কাউন্ট এবং বিনামূল্যে টিকেট দেয়ার কৌশলের জন্য সমালোচনার মুখোমুখি হচ্ছেন ‘স্কাই ফোর্স’ নির্মাতারা। যেখানে বড় বাজেটের সিনেমা মুক্তি পেলে, টিকেটের মূল্য বৃদ্ধি করা হয়ে থাকে, সেখানে অক্ষয়ের সিনেমায় প্রথম দিনেই দেয়া হচ্ছে ফ্রি টিকেট। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে চলছে ব্যাপক সমালোচনা।

এদিকে মুক্তির আগের দিন ২৩ জানুয়ারি, সংবাদ মাধ্যম কর্মীদের জন্য আয়োজন করা হয়েছিলো ‘স্কাই ফোর্স’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনী। উক্ত প্রদর্শনীতে সিনেমাটির ব্যাপক প্রশংসা করেছেন সংবাদ মাধ্যমের লোকজন। তবে ডিস্কাউন্ট এবং বিনামূল্যের টিকেট দেয়ার কারনে অগ্রিম টিকেট বিক্রিতে কিছুটা গতি দেখা গেছে।

প্রাথমিক অনুমান অনুযায়ী, মুক্তি প্রথম দিনে ‘স্কাই ফোর্স’ ভারতীয় বক্স অফিসে ৮-১০ কোটি রুপির উদ্বোধনী পেতে যাচ্ছে। তবে সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে দ্বিতীয় এবং তৃতীয় দিন বক্স অফিসে ভালো আয় করতে পারে এই সিনেমা। ২৬ জানুয়ারি প্রজাতন্ত দিবসের ছুটির কারনে এখনো সেই প্রত্যাশা করছেন নির্মাতারা।

১৯৬৫ সালে সংঘঠিত ভারত-পাকিস্থান যুদ্ধের ভয়ঙ্কর বিমান হামলার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘স্কাই ফোর্স’। ম্যাডডক ফিল্ম প্রযোজিত সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন সন্দীপ কেউলানি এবং অভিষেক অনিল কাপুর। অক্ষয় কুমার ছাড়াও এতে অভিনয় করেছেন বীর পাহাড়িয়া, সারা আলি খান ও নিমরত কৌর।

আরো পড়ুনঃ
‘গেম চেঞ্জার’ বক্স অফিস: উদ্বোধনী দিনের আয় ঘোষণায় নির্মাতাদের কারসাজি!
অ্যাকশন আর ভায়োলেন্সে মালয়ালাম বক্স অফিস চমক ‘মারকো’
ডিজাস্টারের খাতায় নাম লিখিয়েছে বরুণ ধাওয়ানের ‘বেবি জন’

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত