‘পাঠান’ সিনেমার বক্স অফিস রেকর্ড ভাঙ্গতে যাচ্ছে সানি দেওলের ‘গাদার ২’

‘পাঠান’ সিনেমার বক্স অফিস

‘গাদার – এক প্রেম কাঁথা’ সিনেমার সিক্যুয়েল ‘গাদার ২ – দ্য প্রেম কাঁথা কন্টিনিউস’ মুক্তির পর বক্স অফিসে সুনামি হিসেবে হাজির হয়েছে। মুক্তির আগে সিনেমাটি নিয়ে এরকম প্রত্যাশা কেউই করেননি। কিন্তু সানি দেওল অভিনীত এই সিনেমাটি উদ্বোধনী দিনেই সব প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। প্রথম দিনে প্রায় ৪০ কোটি রুপি আয়ের মাধ্যমে বলিউড বক্স অফিসের ইতিহাস নতুন করে লিখেছে বহুল আলোচিত এই সিনেমা। প্রথম সপ্তাহান্তের তিনদিন আয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে সিনেমাটি। ধারণা করা যাচ্ছে ‘পাঠান’ সিনেমার বক্স অফিস রেকর্ড ভাঙ্গতে যাচ্ছে সানি দেওলের ‘গাদার ২’।

ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে ৩৯ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে। এরপর দ্বিতীয় দিনে সিনেমাটি আয় করেছে ৪০.৫০ কোটি রুপি। মুক্তি দুই দিনে শুধুমাত্র ভারতীয় বক্স অফিসে সিনেমাটি আয় করেছে ৮০.৫০ কোটি রুপি। ‘গাদার ২’-এর মত অ্যাকশন সিনেমাগুলো সাধারণত মুক্তির দ্বিতীয় দিন বক্স অফিসে কিছুটা নিম্নমুখী প্রবণতার মুখোমুখি হয়ে থাকে। কিন্তু সানি দেওল অভিনীত সিনেমাটি সে ক্ষেত্রে ব্যাতিক্রম হিসেবে আবির্ভুত হয়েছে। প্রথম দিনের রেকর্ড শুরুর পর সেই আয়ের ধারাবাহিকতা দ্বিতীয় দিনেও ধরে রাখতে সক্ষম হয়েছিলো।

প্রথম দুই দিন ভারতীয় বক্স অফিসে তাণ্ডবের পর মুক্তির তৃতীয় দিন রবিবার ‘গাদার ২’ সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ৪৭ থেকে ৫০ কোটি রুপি আয় করতে যাচ্ছে। ঐতিহাসিক প্রথম দুই দিনের পর তৃতীয় দিনের আয় বলিউড বক্স অফিসে সমীকরণকে উলটপালট করে দিয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত হিসেব অনুযায়ী, প্রথম সপ্তাহান্তে ‘গাদার ২’ সিনেমার বক্স অফিস আয়ের পরিমাণ দাঁড়াচ্ছে ১২৭ থেকে ১৩০ কোটি রুপি। সোমবার স্বাভাবিক কর্মদিবসের পর পঞ্চম দিন স্বাধীনতা দিবসের বন্ধে এটি আবার বক্স অফিসে ঝড় তুলবে বলে মনে করছেন ট্রেড বিশেষজ্ঞরা।

প্রথম সপ্তাহান্তে সিনেমাটির বক্স অফিস আয়ে ধারাবাহিকতা বিবেচনা করলে, প্রথম সপ্তাহে দুর্দান্ত সংখ্যা ইতিমধ্যে নিশ্চিত হয়েছে। ইতিমধ্যে সিনেমাটি ব্লকবাস্টার হিসেবে আবির্ভুত হয়েছে। এখন পর্যন্ত ধারাবাহিকতা বিবেচনা করে সানি দেওল এবার ‘পাঠান’ সিনেমার বক্স অফিস রেকর্ড ভাঙ্গতে যাচ্ছেন বলে মনে করছেন অনেকে। সিনেমাটি নিয়ে দর্শকদের চাহিদা বিবেচনায় দিনে ২৪ ঘণ্টা ‘গাদার ২’ প্রদর্শনী চালানো হয়েছে। তৃতীয় দিনে ভারতের মাল্টিপ্লেক্স থেকে শুরু করে একক স্ক্রিনের প্রেক্ষাগৃহে রীতিমত তাণ্ডব চালিয়েছে এই সিনেমা। ধারণা করা হচ্ছে ‘পাঠান’ সিনেমার ৫১২ কোটি রুপির আয়কে ছাড়িয়ে যাবে সালি দেওলের ‘গাদার ২’।

এর আগে চলতি বছরের ২৫শে জানুয়ারি মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’ সিনেমাটি বক্স অফিসে সুনামি হিসেবে হাজির হয়েছিলো। মহামারী পরবর্তি বক্স অফিসের অচলাবস্থাকে পিছনে ফেলে বলিউড বক্স অফিসে নতুন প্রাণের সঞ্চার করেছিলো শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। হিন্দির পাশাপাশি তামিল এবং তেলুগুতেও মুক্তি পেয়েছিলো ‘পাঠান’ সিনেমাটি। সব ভাষা মিলিয়ে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয়ের পরিমাণ ছিলো ৫৪৩ কোটি রুপি। আর বিশ্বব্যাপী গ্রোস আয়ের হিসেবে সিনেমাটি মোট আয় করেছে ১,০৫০ কোটি রুপি। ধারণা করা হচ্ছে ‘পাঠান’-এর হিন্দি সংস্করণের আয়কে ছাড়িয়ে যাবে ‘গাদার ২’ সিনেমাটি।

বলিউডের নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় তারকা হচ্ছে সানি দেওল। ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘বেতাব’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেকের পর সময়ের সবচেয়ে বড় অ্যাকশন তারকা হিসেবে আবির্ভুত হয়েছিলেন তিনি। এরপর একের পর এক অ্যাকশন সিনেমা দিয়ে ভারতীয় দর্শকদের কাছে নিজের অবস্থান অন্য উচ্চতায় নিয়ে যান সানি দেওল। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘গাদার – এক প্রেম কাঁথা’ সিনেমার মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছিলেন তিনি। এর ২২ বছর পর সিনেমাটির দ্বিতীয় পর্ব দিয়ে আবারো নতুন ইতিহাস লিখতে যাচ্ছেন সানি দেওল। ‘গাদার ২’ সিনেমার বক্স অফিসে বাম্পার উদ্বোধনী দর্শকদের কাছে তার গ্রহণযোগ্যতার আরো একটি প্রমাণ হিসেবে হাজির হয়েছে।

আরো পড়ুনঃ
‘গাদার থ্রি’: তৃতীয় পর্বে দ্বিগুণের বেশী পারিশ্রমিক পাচ্ছেন সানি দেওল
বক্স অফিসে বাম্পার উদ্বোধনী: প্রথম দিনেই ব্লকবাস্টার ‘গাদার ২’
অগ্রিম টিকেট বিক্রিতে দারুণ অগ্রগতিঃ দুর্দান্ত শুরুর অপেক্ষায় ‘গাদার ২’

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত