‘পাঠান’ বক্স অফিস: দুই দিনে বিশ্বব্যাপী আটটি রেকর্ড গড়লেন শাহরুখ খান

‘পাঠান’ বক্স অফিস

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার পর আর কোন হিট সিনেমা উপহার দিতে পারেননি বলিউড বাদশা শাহরুখ খান। মধ্যে ‘রাইস’ সিনেমাটি সেমি-হিট হলেও বাকী সবগুলো সিনেমাই নাম লিখিয়েছে ফ্লপের খাতায়। সর্বশেষ ২০১৮ সালে ‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর হাতে থাকা ‘সারে জাহা সে আচ্ছা’ সিনেমাটি ছেরে দিয়ে সাময়িক বিরতিতে যান শাহরুখ খান। অবশেষে ২৫শে জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খানের বড় পর্দায় প্রত্যাবর্তনের সিনেমা ‘পাঠান’। আর ‘পাঠান’ বক্স অফিস প্রতিবেদন অনুযায়ী মুক্তির দুই দিনে বলিউডের একাধিক রেকর্ড গড়েছেন শাহরুখ খান।

গত ২০শে জানুয়ারি ভারতীয় প্রেক্ষাগৃহে অগ্রিম টিকেট বিক্রি শুরু পর থেকেই বক্স অফিসে ‘পাঠান’ সুনামির ইঙ্গিত পাওয়া যাচ্ছিলো। ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমার রেকর্ড ভেঙ্গে অগ্রিম টিকেট বিক্রি থেকে সর্বকালের সর্বোচ্চ আয়ের বলিউড সিনেমা হিসেবে আবির্ভুত হয়েছিলো ‘পাঠান’। মুক্তির আগেই অগ্রিম টিকেট বিক্রি থেকে সিনেমাটির আয়ের পরিমাণ ছিলো ৬৮ কোটি রুপি। মুক্তির পর সিনেমাটির প্রথম প্রদর্শনী থেকেই প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রতীক্ষিত এই সিনেমাটি।

মুক্তির পর সিনেমাটি নিয়ে দর্শকদের আকাশচুম্বী প্রত্যাশার ইঙ্গিত পাওয়া গেছে এর বক্স অফিস আয়ে। কর্মদিবসে মুক্তির পরও ভারতীয় প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে দর্শকদের উপচে পরা ভিড় লক্ষ্য করা গেছে। ভারতের জাতীয় তিনটি মাল্টিপ্লেক্স চেইন থেকে শুরু করে ছোট শহরকেন্দ্রিক একক প্রেক্ষাগৃহগুলোতে একই চিত্রা দেখা গেছে। দর্শকদের পাশাপাশি সমালোচকদের প্রশংসায়ও ভেসেছে ‘পাঠান’। চলুন এক নজরে দেখে নেয়া যাক মুক্তির দুই দিনে ‘পাঠান’ দিয়ে বলিউডের যে আটটি রেকর্ড নিজের দখলে নিলেন শাহরুখ খান।

০১। ভারতে সর্বকালের সবচেয়ে বিস্তৃত মুক্তি
বিশ্বব্যাপী সবচেয়ে বেশী পর্দায় মুক্তি পাওয়া ভারতীয় সিনেমার খাতায় নাম লিখিয়েছে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। ২৫শে জানুয়ারি সিনেমাটি বিশ্বব্যাপী ৮,০০০ স্ক্রিনে মুক্তি পেয়েছিলো। এর মধ্যে রয়েছে ভারতের ৫,৫০০ এবং আন্তর্জাতিক বাজারে ২,৫০০ পর্দা। শুধু বলিউড নয়, এর আগে ভারতের কোন সিনেমা এত বিস্তৃত পরিসরে মুক্তি পায়নি। শুধু তাই নয় ৮,০০০ স্ক্রিনে মুক্তির পরও দর্শকদের চাহিদার কারনে সিনেমাটির প্রদর্শনী মধ্যরাতেও চালাতে বাধ্য হয়েছিলেন প্রেক্ষাগৃহ মালিকরা। মধ্যরাত থেকেই সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে দেখা গিয়েছিলো দর্শকদের লম্বা লাইন।

০২। বলিউডের সর্বোচ্চ উদ্বোধনী পাওয়া সিনেমা
উদ্বোধনী দিনে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাটি ভারতীয় বক্স অফিস থেকে আয় করেছে ৫৭ কোটি রুপি। এর মধ্যে সিনেমাটির তেলুগু এবং তামিল সংস্করণ থেকে আয় ছিলো ২ কোটি রুপি। এর মাধ্যমে বলিউডের ইতিহাসের সর্বোচ্চ উদ্বোধনী পাওয়া সিনেমা হিসেবে আবির্ভুত হয়েছে ‘পাঠান’। কর্মদিবসে মুক্তির পর সিনেমাটি ভেঙ্গে দিয়েছে ছুটির দিনে মুক্তি পাওয়া ‘কেজিএফ চ্যাপ্টার ২’, ‘ওয়ার’ এবং ‘থাগ অফ হিন্দুস্থান’ সিনেমাগুলোর রেকর্ড। ছুটির দিন অথবা কর্মদিবস – সব বিবেচনায় সবচেয়ে বড় উদ্বোধনী পাওয়া বলিউড সিনেমা এখন ‘পাঠান’।

০৩। বিশ্বব্যাপী ১০০ কোটি আয় করা প্রথম সিনেমা
মুক্তির পর বলিউডের ইতিহাসের প্রথম সিনেমা হিসেবে একদিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটি রুপি আয়রে রেকর্ড করেছে শাহরুখ খানের ‘পাঠান’। উদ্বোধনী দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির গ্রোস আয় দাঁড়িয়েছে ১০৬ কোটি রুপি। এর মধ্যে ভারতীয় বক্স অফিস থেকে গ্রোস আয় ছিলো ৬৭ কোটি রুপি (৫৭ কোটি নেট)। আর আন্তর্জাতিক বক্স অফিস থেকে ‘পাঠান’ সিনেমাটি আয় করেছে ৩৬.৬৯ কোটি রুপি (৪.৫ মিলিয়ন মার্কিন ডলার)। এর আগে বলিউডের কোন সিনেমা এই মাইলফলক অতিক্রম করতে পারেনি।

০৪। একদিনে বলিউডের সর্বোচ্চ আয়ের সিনেমা
মুক্তির দ্বিতীয় দিন ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ছুটিতে সিনেমাটি বক্স অফিসে আবারো সুনামি বইয়ে দিয়েছে। দ্বিতীয় দিন সকাল থেকেই সিনেমাটির প্রদর্শনীগুলোতে রেকর্ড পরিমাণ দর্শক সমাগম দেখা গেছে। প্রাথমিক অনুমান ছিলো দ্বিতীয় দিনে সিনেমাটি ৬২ থেকে ৬৫ কোটি রুপি আয় করবে। কিন্তু বিকেল এবং রাতের প্রদর্শনীতে অবিশ্বাস্য দর্শক সমাগমের কারনে সিনেমাটি বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছে। বলিউডের ট্রেড বিশেষজ্ঞদের সূত্রে জানা গেছে দ্বিতীয় দিনে সিনেমাটি আয় করেছে ৭০ কোটি রুপির বেশী। এর মাধ্যমে একদিনে বলিউডের সর্বোচ্চ আয়ের সিনেমার রেকর্ড গড়েছে ‘পাঠান’।

০৫। পরপর দুই দিন বক্স অফিসে ৫০ কোটি রুপির বেশী
বলিউডের ইতিহাসের প্রথম সিনেমা হিসেবে পরপর দুই দিন ভারতীয় বক্স অফিসে ৫০ কোটি রুপির বেশী আয়ের রেকর্ড গড়েছে শাহরুখ খানের ‘পাঠান’। এছাড়া পরপর দুই দিন নয়, একদিন ভারতীয় বক্স অফিসে ৫০ কোটি রুপি বেশী আয়ের সিনেমার সংখ্যা খুবই সীমিত। সেখানে পরপর দুই দিন বক্স অফিসে ৫০ কোটি রুপির বেশী আয়ের মাধ্যমে অনন্য একটি রেকর্ড গড়লেন বলিউড বাদশা শাহরুখ খান।

০৬। সবচেয়ে দ্রুততম সময়ে বক্স অফিসে ১০০ কোটি
প্রথম দিনে ৫৭ কোটি রুপির পর দ্বিতীয় দিন ৭০ কোটি রুপি আয়ের মাধ্যমে বলিউডের সিনেমার ক্ষেত্রে সবচেয়ে দ্রুততম সময়ে ১০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে সিনেমাটি। এর মাধ্যমে মাত্র দুই দিনেই ভারতীয় বক্স অফিসে ১০০ কোটি রুপি মাইলফলক অতিক্রম করার বিরল রেকর্ডের খাতায় নাম লিখিয়েছে শাহরুখ খান। বলিউডের অনেক ব্লকবস্টার সিনেমাকে মাত্র দুই দিনেই পিছনে ফেলে সব বক্স অফিস রেকর্ড ভেঙ্গে এগুচ্ছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’।

০৭। পরপর দুই দিন বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির বেশী আয়
বিগত দুই যুগের বেশী সময় ধরে আন্তর্জাতিক বাজারে ভারতের সবচেয়ে বড় তারকা শাহরুখ খান। তাই আন্তর্জাতিক বাজারে ‘পাঠান’ সিনেমার দুর্দান্ত আয় অনেকটাই অনুমিত ছিলো। কিন্তু ভারতীয় বক্স অফিসের মত আন্তর্জাতিক বাজারেও সিনেমাটি সব প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির মোট আয় ছিলো ১০৬ কোটি রুপি। দ্বিতীয় দিনে ভারতীয় বক্স অফিসে ৭১ কোটি রুপি আয়ের মাধ্যমে আবারো বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির বেশী আয় নিশ্চিত করেছে এই সিনেমাটি।

০৮। দুই দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশী আয়ের বলিউড সিনেমা
পরপর দুই দিন বিশ্বব্যাপী বক্স অফিসে ২০০ কোটি রুপি বেশী আয় করা সিনেমার পাশাপাশি আরো একটি রেকর্ড গড়েছে শাহরুখ খানের ‘পাঠান’। মুক্তির দুই দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২১৬ থেকে ২১৮ কোটি রুপি। এর মধ্যে সালমান খান অভিনীত ‘সুলতান’ সিনেমাকে পিছনে ফেলে দিয়েছে ‘পাঠান’। ছয় বছর আগে ঈদে মুক্তিপ্রাপ্ত ‘সুলতান’ সিনেমাটি দুই দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে আয় করেছিলো ২০৯ কোটি রুপি। ছয় বছর পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে রেকর্ডটি নিজের দখলে নিলেন শাহরুখ খান।

মুক্তির মাত্র দুই দিনেই বলিউড বক্স অফিসের রেকর্ড উলটপালট করে দিয়েছে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমাটি। অনেকেই বলছেন ২০২২ সালে বলিউড সিনেমার বক্স অফিসে দুরবস্থাকে পিছনে ফেলে নতুন প্রানের সঞ্চার করেছেন শাহরুখ খান। বুধবার মুক্তির পর ৫ দিনের বর্ধিত সপ্তাহান্তে সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ২০০ কোটি রুপির বেশী আয় ইতিমধ্যে অনেকটাই নিশ্চিত করেছে ‘পাঠান’। সিনেমাটি নিয়ে দর্শক এবং সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়ার কারনে ট্রেড বিশেষজ্ঞরা মনে করছেন বলিউডের ইতিহাসের সবচেয়ে বেশী সিনেমা হিসেবে ‘পাঠান’।

উল্লেখ্য যে, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে নির্মিত হয়েছে ‘পাঠান’। শাহরুখ খানের সাথে এই সিনেমায় আরো অভিনয় করেছেন দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম। শাহরুখ খানের মত সিনেমাটিতে দীপিকাকেও ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা চরিত্রে দেখা যাবে। আর এতে জন আব্রাহাম থাকছেন নেতিবাচক চরিত্রে। এছাড়া এতে অতিথি চরিত্রে হাজির হচ্ছেন বলিউডের ভাইজান সালমান খান। আর সিনেমাটি পরিচালনা করেছেন ‘ওয়ার’ খ্যাত নির্মাতা সিদ্ধার্ত আনন্দ।

আরো পড়ুনঃ
দ্বিতীয় দিনে বক্স অফিসে আবারো রেকর্ড গরলো শাহরুখ খানের ‘পাঠান’
রাজকীয় আয়োজনে রাজার প্রত্যাবর্তনঃ বক্স অফিসে ‘পাঠান’ সুনামি
‘পাঠান’ দিয়ে দক্ষিণের সিনেমার রাজত্বে বলিউডকে ফেরালেন শাহরুখ খান

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত