দ্বিতীয় সপ্তাহান্তে নতুন রেকর্ড: ‘পাঠান’ সিনেমাকে ছাড়িয়ে গেলো ‘গাদার ২’

দ্বিতীয় সপ্তাহান্তে নতুন রেকর্ড

গত ১১ই আগস্ট মুক্তিপ্রাপ্ত সানি দেওল অভিনীত ‘গাদার ২ – দ্য প্রেম কথা কন্টিনিউস’ সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় চমক হিসেবে হাজির হয়েছে। মুক্তির পর থেকে এখন পর্যন্ত অবিশ্বাস্য আয়ের ধারা অব্যাহত রেখেছে সিনেমাটি। প্রথম সপ্তাহে ২৮৫ কোটি রুপি আয়ের মাধ্যমে সিনেমাটি পিছনে ফেলে দিয়েছে বলিউডের একাধিক ব্লকবাস্টার সিনেমাকে। ঐতিহাসিক প্রথম সপ্তাহের পর দ্বিতীয় সপ্তাহান্তে নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি। ভারতীয় বক্স অফিসে দ্বিতীয় সপ্তাহের প্রথম তিনদিনে ‘গাদার ২ – দ্য প্রেম কথা কন্টিনিউস’ সিনেমার আয় ছিলো ১০০ কোটি রুপির কাছাকাছি।

মুক্তির দ্বিতীয় শুক্রবার এবং শনিবার সিনেমাটি ভারতীয় বক্স অফিসে রেকর্ড আয় করেছিলো। দ্বিতীয় সপ্তাহের প্রথম দুই দিন ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয়ের পরিমাণ ছিলো যথাক্রমে ২০.৫০ এবং ৩১.৫০ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহের হিসেবে দুই দিনই সিনেমাটি নতুন রেকর্ড গড়েছিল। এবার মুক্তির দ্বিতীয় রবিবার সিনেমাটি আরো ভয়ঙ্কর হিসেবে আবির্ভূত হয়েছে। প্রাথমিক অনুমান অনুযায়ী, মুক্তির দ্বিতীয় রবিবার সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ৪০ কোটি রুপি আয় করতে যাচ্ছে। সব মিলিয়ে ৯২ কোটি রুপি আয়ের মাধ্যমে দ্বিতীয় সপ্তাহান্তে নতুন রেকর্ড গড়েছে সানি দেওলের ‘গাদার ২’।

ভারতীয় বক্স অফিসে একের পর এক রেকর্ডের মাধ্যমে ‘গাদার ২’ বলিউডের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় চমক হিসেবে হাজির হয়েছে। দ্বিতীয় সপ্তাহান্ত শেষে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭৬.৬৩ কোটি রুপি। দ্বিতীয় রবিবার পর্যন্ত এই সিনেমার আয়ের হিসেব নীচে দেওয়া হলো –

সময় আয় (কোটি রুপি) পরিবর্তন (+/-) মন্তব্য
প্রথম সপ্তাহ ২৮৪.৬৩
দ্বিতীয় শুক্রবার ২০.৫০ – ১২% দ্বিতীয় শুক্রবারের সর্বোচ্চ
দ্বিতীয় শনিবার ৩১.৫০ ৫৩% দ্বিতীয় শনিবারের সর্বোচ্চ
দ্বিতীয় রবিবার ৪০.০০ ২৭% দ্বিতীয় রবিবারের সর্বোচ্চ
মোট (১০ দিন) ৩৭৬.৬৩ রেকর্ড

প্রথম সপ্তাহান্তে দুর্দান্ত উদ্বোধনীর পর ‘গাদার ২’ বক্স অফিসে পাঠান সিনেমাকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করেছিলেন ট্রেড বিশেষজ্ঞরা। তবে প্রথম সপ্তাহ শেষে ‘পাঠান’-এর চেয়ে ‘গাদার ২ – দ্য প্রেম কথা কন্টিনিউস’ সিনেমাটি প্রায় ৪৫ কোটি রুপি পিছেন ছিলো। তবে প্রথম সপ্তাহান্ত শেষে স্বাভাবিক কর্ম দিবসে সিনেমাটির আয়ের ধারাবাহিকতা ‘পাঠান’ সিনেমার চেয়ে অনেক ভালো ছিলো। ফলশ্রুতিতে ধীরে ধীরে এই ব্যবধান কমিয়ে আনতে সক্ষম হয়েছিলো ‘গাদার ২’। আর দ্বিতীয় সপ্তাহান্তে রেকর্ড আয়ের মাধ্যমে দিনের হিসেবে ইতিমধ্যে ভারতীয় বক্স অফিসে ‘পাঠান’ সিনেমাকে ছাড়িয়ে গেছে ‘গাদার ২’।

মুক্তির প্রথম দশ দিন শেষে ভারতীয় বক্স অফিসে ‘পাঠান’ এবং ‘গাদার ২’ সিনেমা দুটির আয়ের তুলনামূলক চিত্র নীচে তুলে ধরা হলো।

দিন কোটি রুপিতে ভারতীয় বক্স অফিসে আয় (হিন্দি) ব্যবধান (+/-)
পাঠান গাদার ২
প্রথম সপ্তাহ (সাতদিন) ৩২৮.৫০ ২৮৩.৮৫ – ৪৪.৬৫
অষ্টম দিন ১৭.৫০ ২০.৫০ – ৩.০০
নবম দিন ১৫ ৩১.৫০ – ১৬.৫০
দশম দিন ১৩.৫০ ৪০.০০ – ২৬.৫০
দশ দিন শেষে আয় ৩৭৫.০০ ৩৭৫.৮৫ ০.৮৫
সর্বমোট ৫২৪.০০

তবে ভারতীয় বক্স অফিসে ‘পাঠান’-এর চেয়ে ‘গাদার ২’ সিনেমাটি এগিয়ে গেলেও বিশ্বব্যাপী অনেক এগিয়ে আছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’। চলতি বছরের ২৫শে জানুয়ারি মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’ ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ঝড় তুলেছিলো। বেশ কয়েকটি দেশে ভারতীয় সিনেমা হিসেবে রেকর্ড আয় করেছিলো ‘পাঠান’। শেষে পর্যন্ত বিশ্বব্যাপী ‘পাঠান’ সিনেমার আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১,০৬০ কোটি রুপি। সে তুলনায় সানি দেওলের ‘গাদার ২’ আন্তর্জাতিক এবং বিশ্বব্যাপী অনেক পিছিয়ে আছে। বিশ্বব্যাপী সানি দেওল অভিনীত ‘গাদার ২’ সিনেমাটি ৪০০ কোটি রুপির কাছাকাছি আয় করতে সক্ষম হয়েছে।

প্রসঙ্গত, বলিউডের নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় তারকা হচ্ছে সানি দেওল। ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘বেতাব’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেকের পর সময়ের সবচেয়ে বড় অ্যাকশন তারকা হিসেবে আবির্ভুত হয়েছিলেন তিনি। এরপর একের পর এক অ্যাকশন সিনেমা দিয়ে ভারতীয় দর্শকদের কাছে নিজের অবস্থান অন্য উচ্চতায় নিয়ে যান সানি দেওল। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘গাদার – এক প্রেম কাঁথা’ সিনেমার মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছিলেন তিনি। এর ২২ বছর পর ভারতীয় বক্স অফিসে প্রথম সিনেমা হিসেবে ৬০০ কোটি রুপি আয়ের নতুন ইতিহাস লিখতে যাচ্ছেন সানি দেওল।

আরো পড়ুনঃ
‘গাদার ২’ তাণ্ডব: দ্বিতীয় সপ্তাহান্তেও বক্স অফিসে সানি দেওলের নতুন রেকর্ড
ঐতিহাসিক ষষ্ট দিন পার করলো ‘গাদার ২’: ভারতে ৬০০ কোটি রুপি দৃশ্যমান
বছরের সবচেয়ে বড় চমক ‘গাদার ২’: প্রথম সপ্তাহে বক্স অফিস সুনামি

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত