অজয় দেবগণের সবগুলো দীপাবলি বক্স অফিস লড়াইয়ের ফলাফল!

দীপাবলি বক্স অফিস লড়াইয়ের

আগামী ১লা নভেম্বর মুক্তি পাচ্ছে অজয় দেবগণ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সিঙ্গাম এগেইন’। দীপাবলিতে সিনেমাটির মুখোমুখি হচ্ছে আনিস বাজমী পরিচালিত কার্তিক আরিয়ানের ‘বুল বুলাইয়া ৩’। এর মাধ্যমে চলতি বছরে তৃতীয়বারের মত বক্স অফিস লড়াইয়ে নামছেন এই তারকা। নিজের ক্যারিয়ারে এর আগেও দীপাবলি বক্স অফিস লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছে তাকে।

চলতি বছরের আগস্টে অজয় অভিনীত ‘ওরো মে কাহা দম হ্যাঁ’ সিনেমাটি বক্স অফিসে জাহ্নভি কাপুরের ‘উলাজ’-এর সাথে মুক্তি পেয়েছিলো। দুটি সিনেমাই বক্স অফিসে ডিজাস্টার হিসেবে আবির্ভুত হয়েছিলো। এছাড়া গত ঈদে বক্স অফিস লড়াইয়ের মুখোমুখি হয়েছিলো অজয়ের ‘ময়দান’ এবং অক্ষয় কুমার অভিনীত ‘বড় মিয়াঁ ছোট মিয়াঁ’।

আসছে দীপাবলিতে মুক্তি অপেক্ষায় থেকে ‘সিঙ্গাম এগেইন’ রোহিত শেঠির পুলিশ ইউনিভার্সের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে। এতে অজয়ের সাথে থাকছেন বলিউডের একঝাক তারকা। তবে দীপাবলিতে বক্স অফিস লড়াইয়ের অভিজ্ঞতা অজয়ের এই প্রথম নয়। অজয় দেবগণের সবগুলো দীপাবলি বক্স অফিস লড়াই নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে এই প্রতিবেদনে।

২০০০ সাল থেকে ২০২৪ পর্যন্ত অজয় দেবগণ মোট আটবার অন্য তারকার সিনেমার সাথে বক্স অফিসে মুখোমুখি হয়েছেন। এরমধ্যে চারবার বক্স অফিস লড়াইয়ে অজয় জয়ী হয়েছেন বড় ব্যবধানে। অন্য চারবার ব্যর্থ হলেও ব্যবধান ছোট ছিলো। বক্স অফিস লড়াইয়ের পরও আটটির মধ্যে অজয়ের মাত্র দুইটি সিনেমা বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়েছিলো।

অজয় দেবগণের প্রথম দীপাবলি বক্স অফিস লড়াই ছিলো ২০০১ সালে। ওই বছরের দীপাবলিতে মুক্তি অজয়ের ‘তেরা মেরা সাথ রাহে’এবং অর্জুন রামপালের ‘দিওয়ানাপান’। ডিজাস্টার সেই দীপাবলিতে সেবার ব্যর্থ হয়েছিলেন অজয়ও। আর এই তারকার সর্বশেষ দীপাবলি বক্স অফিস লড়াই ছিলো ২০২২ সালে, যেখানে তার ‘থ্যাংক গড’ মুখোমুখি হয়েছিলো অক্ষয়ের ‘রাম সেতু’ সিনেমার।

একনজরে অজয় দেবগণের সবগুলো দীপাবলি বক্স অফিস লড়াইয়ের ফলাফল –
মুক্তি সাল সিনেমা বক্স অফিস আয় (কোটি রুপি)
২০০১ তেরা মেরা সাথ রাহে (অজয়) বনাম দিওয়ানাপান ৩ বনাম ৫.১
২০০৮ গোলমাল রিটার্ন্স (অজয়) বনাম ফ্যাশন ৫১ বনাম ২৬
২০০৯ অল দ্যা বেষ্ট বনাম মি এন্ড মিসেস খান্না ৪১ বনাম ৭
২০০৯ অল দ্যা বেষ্ট বনাম ব্লু ৪১ বনাম ৩৯
২০১০ গোলমাল থ্রি বনাম অ্যাকশন রিপ্লে ১০৬ বনাম ২৮
২০১২ সন অফ সর্দার বনাম জাব তাক হ্যাঁ জান ১০৫ বনাম ১২১
২০১৬ শিভায় বনাম এ দিল হ্যাঁ মুশকিল ১০০ বনাম ১১৩
২০১৭ গোলমাল এগেইন বনাম সিক্রেট সুপারস্টার ২০৬ বনাম ৬২
২০২২ থ্যাংক গড বনাম রাম সেতু ৩১ বনাম ৬৪

দীপাবলি বক্স অফিস লড়াইয়ে নিজের অবস্থান আরো শক্তিশালী করতে অজয়ের এবারের বাজীর ঘোড়া ‘সিঙ্গাম এগেইন’। পুলিশ ইউনিভার্সের সিনেমা হিসেবে এটি নিয়ে দর্শকদের আগে থেকেই রয়েছে দারুণ আগ্রহ। সেই সাথে সিনেমাটিতে এই তারকার সাথে হাজির হচ্ছেন অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, দীপিকা পাডুকোন, টাইগার শ্রফ, রনভীর সিং এবং সালমান খান। তারকাবহুল এই সিনেমাটি ‘বুল বুলাইয়া ৩’-এর বিপরীতে কেমন করে এখন সেটাই দেখার বিষয়।

আরো পড়ুনঃ
দেখে নিন ভারতীয় বক্স অফিসে সর্বোচ্চ আয়ের দশটি ভারতীয় সিনেমা
অজয় বনাম কার্তিক: মুক্তির আগের লড়াইয়ে উত্তপ্ত বলিউড!
সিঙ্গাম এগেইন বনাম ভুল ভুলাইয়া ৩: দিওয়ালী বক্স অফিস লড়াই

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত