দীপাবলি উপলক্ষ্যে ১লা নভেম্বর মুক্তি পাচ্ছে আলোচিত দুই সিনেমা ‘সিঙ্গাম এগেইন’ বনাম ‘ভুল ভুলাইয়া থ্রি’। পর্দা ভাগাভাগি নিয়ে ব্যাপক দর কষাকষির পর অক্টোবরের ৩০ তারিখ থেকে শুরু হয়েছিলো সিনেমাগুলোর অগ্রিম টিকেট বিক্রি। চলুন দেখে নেয়া যাক দীপাবলির দুই সিনেমার অগ্রিম টিকেট বিক্রি এবং সম্ভাব্য বক্স অফিস উদ্বোধনীর খবরাখবর।
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে ৩১শে অক্টোবর বিকেল পাঁচটা পর্যন্ত দীপাবলির দুই সিনেমার অগ্রিম টিকেট বিক্রি প্রায় সমানে সমান। এই সময় পর্যন্ত তিনটি জাতীয় চেইন মাল্টিপ্লেক্সে ‘সিঙ্গাম এগেইন’ সিনেমার অগ্রিম টিকেট বিক্রি হয়েছে ১৬০,০০০। আর একই সময়ে ‘ভুল ভুলাইয়া থ্রি’-এর অগ্রিম টিকেট বিক্রির পরিমাণ ১৬৫,০০০।
তবে দুটি সিনেমারই অগ্রিম টিকেট বিক্রি নিয়ে দেখা গেছে বিতর্ক। দীপাবলির দুই সিনেমার অগ্রিম টিকেট বিক্রি ‘কর্পোরেট বুকিং’-এর নামে নির্মাতারা নিজেরাই কিনছেন বলে সমালোচনা শোনা যাচ্ছে। কারণ টিকেট বুকিং-এর ধারা এবং সময় বিবেচনায়, আলোচনার জন্ম দিতে নির্মাতারা নিজেরা বেশীরভাগ টিকেট কিনছেন বলে মনে করছেন অনেকেই।
এখন পর্যন্ত ধারাবাহিকতা থেকে অনুমান করা যাচ্ছে যে, ‘সিঙ্গাম এগেইন’ বনাম ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমাগুলোর অগ্রিম টিকেট বিক্রি দাঁড়াবে যথাক্রমে ২২৫,০০০ এবং ২৫০,০০০। আর অগ্রিম টিকেট বিক্রির হিসেবে প্রথম দিনে সিনেমাগুলোর সম্ভাব্য আয়ের পরিমাণ দাঁড়াবে ২৫ থেকে ৩৫ কোটি রুপি। তবে একক পর্দার প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শক সমাগম বিবেচনায় পরিমাণ বাড়তে পারে।
২০২৩ সালের দীপাবলিতে সালমান খানের ‘টাইগার থ্রি’ সিনেমাটির অগ্রিম টিকেট বিক্রি হয়েছিলো ৩০০,০০০। এরপর প্রথম দিনে এই সিনেমার আয়ের পরিমাণ ছিলো ৪০ কোটি রূপির একটু বেশী। তবে দীপাবলির দুই সিনেমার ভালো দিক হচ্ছে একক পর্দার প্রেক্ষাগৃহের দর্শকদের মাঝেও দুটি সিনেমা নিয়ে দারুণ আগ্রহ দেখা যাচ্ছে। মুভিম্যাক্সের অগ্রিম টিকেট বিক্রিতেও ভালো সাড়া দেখা গেছে।
এদিকে পর্দা ভাগাভাগিতে কিছুটা এগিয়ে আছে অজয়ের ‘সিঙ্গাম এগেইন’। সিনেমাটি ভারতের মোট পর্দার ৬০% পর্দায় প্রদর্শীত হবে। অন্যদিকে ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমাটি পাচ্ছে বাকি ৪০% পর্দা। সে হিসেবে শুরুতে ‘সিঙ্গাম এগেইন’ আয়ের এগিয়ে থাকবে। তবে ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহের কারণে প্রথম সপ্তাহান্তে কে এগিয়ে থাকছেন সেটা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না।
দীপাবলির মত উৎসবে বড় বাজেটের দুই সিনেমার মুক্তিতে বলিউডে চলছে দারুণ আলোচনা। দুই সিনেমা মিলে তিনদিনের প্রথম সপ্তাহান্তে ভারতীয় বক্স অফিসে ২০০ কোটি রুপি ছাড়াতে পারে কিনা এখন সেটাই দেখার বিষয়। এর আগে গত ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘অ্যানিম্যাল’ এবং ‘শ্যাম বাহাদুর’ সিনেমা দুটির যৌথভাবে মোট আয়ের পরিমাণ ছিলো ১৯০ কোটি রুপি।
উল্লেখ্য যে, ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমাটিতে কার্তিক আরিয়ানের পাশাপাশি একসাথে হাজির হচ্ছেন বিদ্যা বালন এবং মাধুরী দীক্ষিত। আনিস বাজমী পরিচালিত এই সিনেমায় কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করেছেন তৃপ্তি দিম্রি। আর ‘সিঙ্গাম এগেইন’ সিনেমায় অজয়ের সাথে থাকছেন অক্ষয় কুমার, রনভীর সিং, টাইগার শ্রফ, দীপিকা পাডুকোন, কারিনা কাপুর, অর্জুন কাপুর এবং সালমান খান।
আরো পড়ুনঃ
‘সিঙ্গাম এগেইন’ বনাম ‘ভুল ভুলাইয়া থ্রি’: অগ্রিম টিকেটে দারুণ শুরু
সিঙ্গাম এগেইন বনাম ভুল ভুলাইয়া ৩: দিওয়ালী বক্স অফিস লড়াই
অজয় বনাম কার্তিক: মুক্তির আগের লড়াইয়ে উত্তপ্ত বলিউড!