আগামী ৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ভিদামুয়ারচি’। শুরু পর থেকেই সিনেমাটির অগ্রিম টিকেট কিনতে হুমড়ি খেয়ে পরছেন দর্শক। প্রথম দিনের অগ্রিম টিকেট বিক্রি ইতিমধ্যে নিশ্চিত করেছে যে, তামিল নাডুতে রেকর্ড উদ্বোধনী পাচ্ছে অজিথ কুমারের ‘ভিদামুয়ারচি’ সিনেমাটি।
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ইতিমধ্যে সিনেমাটির প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি ১০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। আর প্রথম দিনে মোট টিকেটের ৫৫% অগ্রিম বিক্রি হয়েছে গেছে। এখনো অজিথ কুমারের ‘ভিদামুয়ারচি’ মুক্তির দুই দিন আছে। এই সময়ে রেকর্ড অগ্রিম টিকেট বিক্রির প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
৪ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত অজিথ কুমারের ‘ভিদামুয়ারচি’ সিনেমাটির মোট ৫.৫০ লাখ টিকেট অগ্রিম বিক্রি হয়েছে। তামিল নাড়ুতে ২৮০টি প্রেক্ষাগৃহে সিনেমাটির মোট প্রদর্শনীর সংখ্যা হচ্ছে ২,৭৫০। মুক্তি দুই দিন আগেই প্রথম দিনের বক্স অফিস আয় দাঁড়িয়েছে ১০.৫০ কোটি রুপি। বাকী দুই দিনে তামিল নাডু বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে এটি।
বক্স অফিসে বাম্পার থেকে রেকর্ড উদ্বোধনী ইতিমধ্যে নিশ্চিত হওয়া গেছে। মুক্তির পর দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেতে সক্ষম হলে, সিনেমাটি বক্স অফিসে নতুন রেকর্ড গড়বে বলে মনে করছেন ট্রেড বিশেষজ্ঞরা। তামিলের বাইরে কার্নাটকাতে অগ্রিম টিকেট বিক্রি থেকে সিনেমাটি আয় করেছে ১.৮৫ কোটি রুপি।
প্রথম দিনের মত প্রথম সপ্তাহান্তেও সিনেমাটির অগ্রিম টিকেট বিক্রি অবিশ্বাস্য বলে মনে করছেন অনেকেই। চারদিনের প্রথম সপ্তাহান্তের অগ্রিম টিকেট বিক্রি থেকে ইতিমধ্যে সিনেমাটি আয় করেছে ২১ কোটি রুপি। তামিল নাড়ুর ৩৭৫ প্রেক্ষাগৃহের ৮,৫০০ প্রদর্শনীর তথ্য পাওয়া গেছে। মুক্তির আগের দিন এর অগ্রিম টিকেট বিক্রিতে আরো গতি আসবে বলেও মনে করছেন ট্রেড বিশেষজ্ঞরা।
অগ্রিম টিকেট বিক্রিতে দুর্দান্ত সাড়া পাচ্ছে অজিথ কুমারের ‘ভিদামুয়ারচি’। ধারণা করা হচ্ছে ৬ ফেব্রুয়ারি তামিল নাডুতে সর্বোচ্চ উদ্বোধনীর রেকর্ড গড়বে যাচ্ছে সিনেমাটি। #FilmyMike #AjithKumar #TamilCinemaNews #tamilcinima #trishakrishnan #VidaamuyarchiFromFeb6 #MagizhThirumeni pic.twitter.com/1halktSsvk
— Filmymike – সিনেমার প্রচার মাইক (@FilmyMikeBD) February 4, 2025
লাইকা প্রোডাকশন্স প্রযোজিত ‘ভিদামুয়ারচি’ পরিচালনা করেছেন মাগিজ থিরুমেনি। এতে আরো অভিনয় করেছেন তৃষা কৃশ্নান, অর্জুন সারজা এবং আরভ। গুঞ্জন অনুযায়ী, এটি হলিউডের ‘ব্রেকডাউন’ সিনেমার অফিশিয়াল ভারতীয় সংস্করণ। চলতি বছরের পঙ্গালে মুক্তি কথা থাকলেও, শেষ মুহুর্তে পিছিয়ে যায় এর মুক্তি।
উল্লেখ্য যে, অজিথ কুমারের ‘ভিদামুয়ারচি’ চলতি বছরে কলিউডের মুক্তিপ্রাপ্ত প্রথম বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে। ‘ভিদামুয়ারচি’ ছাড়াও অজিথ কুমারের ‘গুড ব্যাড আগলি’ সিনেমাটিও চলতি বছরে মুক্তি পেতে যাচ্ছে। ‘ভিদামুয়ারচি’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো একসাথে কাজ করতে যাচ্ছেন অজিথ কুমার এবং নির্মাতা মাগিজ থিরুমেনি।
আরো পড়ুনঃ
তেলুগু অল টাইম ব্লকবাস্টার ভেংকেটেশ দাজ্ঞুবতির ‘সংক্রান্তি কি ভাস্তুনাম’
বক্স অফিসে ভালো শুরুর ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ ‘ডাকু মহারাজ’
তেলুগু সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় ডিজাস্টার ‘গেম চেঞ্জার’