সানি দেওল এবং আমিশা পাটেল অভিনীত ‘গাদার ২ – দ্যা কাঁথা কন্টিনিউস’ মুক্তি পাচ্ছে ১১ই আগস্ট। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের অলটাইম ব্লকবাস্টার ‘গাদার – এক প্রেম কাঁথা’ সিনেমার দ্বিতীয় পর্বটি ঘোষণার পর থেকেই আলোচনায় রয়েছে। দর্শকদের আগ্রহ বিবেচনায় সিনেমাটি নিয়ে সবার প্রত্যাশাও ছিলো অনেক বেশী। তবে মুক্তি আগের দিন পর্যন্ত অগ্রিম টিকেট বিক্রি ধারাবাহিকতায় ‘গাদার ২’ সব প্রত্যাশাকে ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। ১০ই আগস্ট পর্যন্ত অগ্রিম টিকেট বিক্রিতে দারুণ অগ্রগতি দেখিয়ে দুর্দান্ত শুরুর অপেক্ষায় রয়েছে এই সিনেমা।
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে ‘গাদার ২ – দ্যা কাঁথা কন্টিনিউস’সিনেমাটি অগ্রিম টিকেট বিক্রিতে দারুণ অগ্রগতি দেখিয়েছে। অগ্রিম টিকেট বিক্রি বিবেচনায় এই সিনেমাটি উদ্বোধনী দিনে ভারতীয় বক্স অফিসে ৩০ কোটি রুপি আয় করতে সক্ষম হবে বলে মনে করছেন ট্রেড বিশেষজ্ঞরা। বক্স অফিসে উদ্বোধনীর হিসেবে সিনেমাটি ‘পাঠান’ এবং ‘কেজিএফঃ চ্যাপ্টার ২’ এর পর তৃতীয় অবস্থানে থাকার সম্ভাবনা দেখা গেছে। শুরুতে মাল্টিপ্লেক্সে অগ্রিম টিকেট বিক্রিতে ধীরগতি দেখা গেলেও একক স্ক্রিনের মত, মাল্টিপ্লেক্সেও অগ্রিম টিকেট বিক্রিতে ভালো অগ্রগতি দেখিয়েছে এই সিনেমা।
জাতীর চেইন মাল্টিপ্লেক্সের বাইরে ছোট মাল্টিপ্লেক্সগুলোতে এই সিনেমার অগ্রিম টিকেট বিক্রি ‘পাঠান’-এর চেয়েও বেশী। এমনকি ছোট মাল্টিপ্লেক্সগুলোতে অগ্রিম টিকেট বিক্রিতে ‘কেজিএফঃ চ্যাপ্টার ২’ সিনেমার কাছাকাছি আছে ‘গাদার ২’। এছাড়া একক স্ক্রিনের প্রেক্ষাগৃহেও দুর্দান্ত অগ্রিম টিকেট বিক্রিতে অবিশ্বাস্য অগ্রগতি লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে একক স্ক্রিনের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ সিনেমার চেয়ে অগ্রিম টিকেট বিক্রি থেকে আয়ে অনেক এগিয়ে আছে সানি দেওল অভিনীত এই সিনেমাটি।
সিনেমাটি নিয়ে দর্শকদের উম্মাদনা বিবেচনায় এককভাবে মুক্তি পেলে উদ্বোধনী দিনে এর আয় ৫০ কোটি রুপি ছাড়িয়ে যেত বলে মনে করছেন ট্রেড বিশেষজ্ঞরা। ১১ই আগস্ট সিনেমাটি ভারতে ৪,০০০ পর্দায় মুক্তি পেতে যাচ্ছে। একই দিনে অক্ষয় কুমার অভিনীত ‘ওহ মাই গড ২’ মুক্তির কারনে পর্দার সংখ্যা কিছুটা কম পেয়েছে এই সিনেমা। এককভাবে মুক্তি পেলে এই সিনেমা ভারতে ৫,০০০ পেক্ষাগৃহে মুক্তির সম্ভাবনা ছিলো। সে ক্ষেত্রে উদ্বোধনী ৫০ কোটি রুপি আয় করতে সক্ষম হত। তবে আপাতত সিনেমাটি প্রাথমিক লক্ষ্য ৪০ কোটি রুপি উদ্বোধনী বলে মনে করছেন সবাই।
মহামারী পরবর্তি সময়ে হিন্দি সিনেমা বক্স অফিসে খারাপ সময় পার করছে। চলতি বছরে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ছাড়া আর কোন সিনেমা বক্স অফিসে তেমন ভালো আয় করতে সক্ষম হয়নি। শাহরুখ খানের পর এবার বক্স অফিসে নতুন ঝড় নিয়ে হাজির হচ্ছেন বলিউডের নব্বইয়ের দশকের অ্যাকশন তারকা সানি দেওল। এই সময়ে দক্ষিণের বেশ কয়েকটি সিনেমার হিন্দি সংস্করণ ভারতীয় বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছিল। এবার ‘গাদার ২’ সিনেমাটি বক্স অফিসে সেই কাঙ্ক্ষিত আয়ের সম্ভাবনা নিয়ে হাজির হচ্ছে।
অন্যদিকে অক্ষয় কুমার অভিনীত ‘ওহ মাই গড ২’ সিনেমাটি জাতীয় চেইন মাল্টিপ্লেক্সে অগ্রিম টিকেট বিক্রি থেকে ভালো আয় করেছে। তবে চেইন মাল্টিপ্লেক্সের বাইরে ‘গাদার ২’ সিনেমার অবিশ্বাস্য অগ্রগতির কারনে ‘ওহ মাই গড ২’ অনেকটা পিছিয়ে আছে। উদাহরণ হিসেবে চেইন মাল্টিপ্লেক্সের বাইরে সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স হচ্ছে মিরাজ সিনেমাস। জানা গেছে সেখানে ‘গাদার ২’ সিনেমার মোট ২২ হাজার টিকেট অগ্রিম বিক্রি হয়েছে। এর বিপরীতে মিরাজ সিনেমাস-এ ‘ওহ মাই গড ২’ সিনেমার ১,০০০ টিকেট অগ্রিম বিক্রি হয়েছে। দুর্দান্ত উদ্বোধনীর পর ‘গাদার ২’ ভারতীয় বক্স অফিসে ২০০ কোটি রুপির বেশী আয় করবে বলে ধারণা করছেন অনেকেই।
আরো পড়ুনঃ
অপ্রাপ্তবয়স্কদের জন্য নিষিদ্ধ অক্ষয়ের বিতর্কিত সিনেমা ‘ওহ মাই গড ২’!
আসছে আগস্টে বক্স অফিসে মুখোমুখি রনবীর কাপুর এবং সানি দেওল
নব্বইয়ের আমেজ নিয়ে চার তারকার অ্যাকশন সিনেমা ‘বাপ’