টানা সপ্তম সপ্তাহ পর্যন্ত ভারতীয় বক্স অফিসে তাণ্ডব চালিয়েছে শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও অভিনীত সিনেমা ‘স্ত্রী ২’। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ‘স্ত্রী ২’ বক্স অফিস প্রতিবেদন থেকে জানা গেছে হিন্দিতে বলিউডের সর্বকালের সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি। ইতিমধ্যে হিন্দিতে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমার রেকর্ড ছাড়িয়ে গেছে অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী ২’।
মুক্তির সপ্তম সপ্তাহে ভারতে ‘স্ত্রী ২’ বক্স অফিস আয়ের পরিমান ছিলো ৮.৭৫ কোটি রুপি। এর মাধ্যমে বলিউডের ইতিহাসে সপ্তম সপ্তাহের আয়ে নতুন রেকর্ড গড়েছে এটি। এর আগে এই রেকর্ডটি ছিলো ‘উড়ি – দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমার দখলে। প্রায় ২ কোটি রুপির ব্যবধানে সপ্তম সপ্তাহে আয়ের দিক থেকে প্রথম স্থানে রয়েছে বছরের সবচেয়ে বড় চমক ‘স্ত্রী ২’।
এর আগে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ট সপ্তাহে সর্বোচ্চ আয়ের রেকর্ডও গড়েছিল শ্রদ্ধা কাপুরের সিনেমা ‘স্ত্রী ২’। এবার সপ্তম সপ্তাহেও রেকর্ডের ধারা অব্যাহত রেখেছে সিনেমাটি। অষ্টম সপ্তাহে হিন্দিতে বলিউড সিনেমার সর্বোচ্চ আয়ের রেকর্ড হচ্ছে ৪ কোটি রুপি। আগের সপ্তাহগুলোর ধারাবাহিকতা অব্যাহত রেখে অষ্টম সপ্তাহেও নতুন রেকর্ড গড়তে পারে কিনা এখন সেটাই দেখার বিষয়। বেশ লম্বা সময় ধরে অন্য কোন সিনেমা না থাকার কারনে, অনেকটাই ধরাছোঁয়ার বাইরে ‘স্ত্রী ২’ বক্স অফিস আয়।
সপ্তম সপ্তাহ শেষে হিন্দিতে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫৭৮ কোটি রুপি। যদিও নির্মাতাদের হিসেবে এটি ইতিমধ্যে ৬০০ কোটি রুপি পেরিয়ে গেছে, বলিউড ট্রেড বিশেষজ্ঞরা বলছেন এখনো ৬০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করতে পারেনি ‘স্ত্রী ২’। সপ্তম সপ্তাহ শেষে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয়ের হিসেব নিম্নরূপ –
সপ্তাহ | কোটি রুপিতে আয় |
প্রথম সপ্তাহ | ২৯৩.২১ |
দ্বিতীয় সপ্তাহ | ১৩৯.৫৮ |
তৃতীয় সপ্তাহ | ৬৫.৭২ |
চতুর্থ সপ্তাহ | ৩১.৬৫ |
পঞ্চম সপ্তাহ | ২২.৫২ |
ষষ্ট সপ্তাহ | ১৭.০১ |
সপ্তম সপ্তাহ | ৮.৭৫ |
সর্বমোট | ৫৭৮.৪৪ |
উল্লেখ্য যে, অমর কৌশিক পরিচালিত এবং দিনেশ ভিজান প্রযোজিত এই সিনেমাটি ব্লকবাস্টার ‘স্ত্রী’-এর দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের মত সিনেমাটির দ্বিতীয় পর্বও বক্স অফিসে ঝড় তুলতে সক্ষম হয়েছে। শুধু তাই নয় হিন্দিতে বলিউডের সর্বকালের সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ড গড়তেও সক্ষম হয়েছে এটি। ম্যাডডক ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটি অমর কৌশিকের ‘হরর কমেডি’ ইউনিভার্সের সবচেয়ে জনপ্রিয় সিনেমা। এই ইউনিভার্সে আরো রয়েছে ‘রুহি’ এবং ‘ভেরিয়া’।
আরো পড়ুনঃ
শাহরুখ খানের নতুন সিনেমা নিয়ে আলোচনাঃ কে থাকছেন পরিচালনায়?
‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বক্স অফিসে শাহরুখ খানের অনন্য রেকর্ড