ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো তিনটি সিনেমা। এরমধ্যে ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমা ‘পরাণ’ বক্স অফিসে আলোড়ন তুলেছে। শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান অভিনীত সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিস্তর আলোচনা। সিনেমাটির গল্প এবং নির্দেশনার পাশাপাশি সিনেমাটিতে তারকাদের অভিনয় মুগ্ধ করছে সবাইকে। এর ফলশ্রুতিতে চতুর্থ সপ্তাহে আরো বেশী সংখ্যক প্রেক্ষাগৃহে প্রদর্শীত হতে যাচ্ছে ‘পরাণ’ সিনেমাটি।
১০ জুলাই দেশের মাত্র ১১ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল রায়হান রাফির ‘পরাণ’ সিনেমাটি। পরের সপ্তাহে সারা দেশে ৫৫টি প্রেক্ষাগৃহে প্রদর্শীত হয় মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহান অভিনীত এ সিনেমা। দর্শক চাহিদার কারণে চতুর্থ সপ্তাহে (২৯ জুলাই) সিনেমাটি দেশের ৬০টি প্রেক্ষাগৃহে প্রদর্শীত হতে যাচ্ছে। খবরটি নিশ্চিত করেছে সিনেমাটির পরিবেশনার দায়িত্বে থাকা অভি কথাচিত্র।
এ প্রসঙ্গে দ্য অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান অভি বলেন, ‘শুক্রবার থেকে ৬০টি হলে চলবে পরাণ। নতুন করে যোগ হয়েছে ১৭টি হল। সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে দিনে থাকছে ১৬টি শো।‘ এছাড়া বিষয়টি নিশ্চিত করে স্টার সিনেপ্লেক্সের বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, ‘চতুর্থ সপ্তাহে এসেও আমরা সিনেমাটি ১৬ শো চালাচ্ছি; শুক্র ও শনিবার বেশি চাপ যাচ্ছে। বাংলা সিনেমার জোয়ার যাচ্ছে বলা যায়। ভালো কনটেন্ট হলে দর্শকের অভাব নেই।’
স্টার সিনেপ্লেক্সের পাশাপাশি সিনেমাটি ঢাকার অন্য মাল্টিপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাসেও প্রদর্শীত হতে যাচ্ছে ‘পরাণ’। জানা গেছে সেখানে প্রতিদিন তিনটি করে প্রদর্শনী থাকছে ‘পরাণ’ সিনেমার। এ প্রসঙ্গে ব্লকবাস্টার সিনেমাসের মার্কেটিং অফিসার মো. মাহবুবর রহমান বলেন, ‘দর্শক-চাহিদায় তিনটি শো চালব। গেল ঈদের সিনেমার চেয়ে এই ঈদে আমরা ২০ শতাংশ বেশি ব্যবসা করেছি, এটাই ভালো দিক।’
লাইভ টেকনোলজিস প্রযোজিত ‘পরাণ’ সিনেমার সঙ্গে ঈদে মুক্তি পেয়েছিল অনন্ত জলিলের বড় বাজেটের সিনেমা ‘দিন দ্য ডে’ এবং অনন্য মামুনের ‘সাইকো’। প্রেক্ষেগৃহ মালিকদের কাছ থেকে পাওয়া তথ্য মতে, অন্য দুটি সিনেমাকে পিছনে ফেলে ‘পরাণ’ এর সেল রিপোর্ট শীর্ষে রয়েছে। প্রথম সপ্তাহের পর সিনেমাটির প্রেক্ষাগৃহের সংখ্যার ধারাবাহিক বৃদ্ধি দর্শক গ্রহণযোগ্যতার প্রমাণ দেয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে ‘পরাণ’ সিনেমাটিকে হিট হিসেবে উল্লেখ করে প্রযোজক ও লাইভ টেকের পরিচালক ইয়াসির আরাফাত বলেন, ‘সিনেমা প্রেমীরা প্রত্যেকে যে যার জায়গা থেকে পরাণকে পছন্দ করে বিনা স্বার্থে নিজেদের মতো করে সারাদেশে ছড়িয়ে দিয়েছে। পরাণ দেখে প্রত্যেকেই উপভোগ করছে। আমরা মনে করি সিনেমাপ্রেমীদের কাছে পরাণ-এর জয়জয়কার এবং উৎসব চলছে। লাইভ টেক থেকে জানাচ্ছি, আমাদের পরাণ হিট! লাইভ টেকনোলজিস লি. এর সর্বশেষ কনটেন্ট পরাণ হিট।‘
প্রসঙ্গত, বরগুনার সেই আলোচিত রিফাত হত্যাকাণ্ডের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ‘পরাণ’ সিনেমাটি। রিফাত, মিন্নি ও নয়ন বন্ড – তিনটি চরিত্রকে নিজের মতো করে গড়েছেন পরিচালক রায়হান রাফি। সিনেমার প্রধান তিনটি চরিত্রের মাধ্যমে ‘পরাণ’কে প্রাণ দিয়ে জীবন্ত করে তুলেছেন তুখোড় অভিনেতা শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম এবং ইয়াশ রোহান। দ্বিতীয় সপ্তাহে বেড়েছে ‘পরাণ’ সিনেমার প্রদর্শনী – খবরটি আশাজাগানিয়া হিসেবে মনে করছেন সবাই।
আরো পড়ুনঃ
ঢাকার বাইরে ‘সাইকো’ সিনেমাকে হিট দাবী করলেন জিয়াউল রোশান
দর্শক চাহিদায় দ্বিতীয় সপ্তাহে বেড়েছে ‘পরাণ’ সিনেমার প্রেক্ষাগৃহের সংখ্যা!
ঈদের সিনেমার বক্স অফিস: দর্শক আগ্রহে এগিয়ে ‘পরাণ’ ও ‘দিন- দ্য ডে’