২০১৮ সালের ক্রিসমাসে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর দীর্ঘ চার বছর বিরতি দিয়ে বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। গত বছর আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’, আর মাধবনের ‘রকেট্রি’ এবং রনবীর কাপুর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাগুলোতে অতিথি চরিত্রে দেখা গেছে এই তারকাকে। আর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে কেন্দ্রীয় চরিত্রে বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। বলিউড বাদশার প্রত্যাবর্তনের সিনেমা হওয়ার কারনে, ‘পাঠান’ নিয়ে দর্শক এবং সংশ্লিষ্টদের প্রত্যাশাও আকাশচুম্বী। জানা গেছে অগ্রিম টিকেট বিক্রিতে আন্তর্জাতিক বাজারে ‘পাঠান’ সিনেমার ঝড় উঠেছে ইতিমধ্যে।
গত ১০ই জানুয়ারি ট্রেলার প্রকাশের পর বিশ্বের বেশ কয়েকটি দেশে সিনেমাটির অগ্রিম টিকেট বিক্রি শুরু করেছে নির্মাতা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। আন্তর্জাতিক বাজারে শাহরুখ খানের জনপ্রিয়তার প্রমাণ আরো একবার পাওয়া গেলো ‘পাঠান’ সিনেমার অগ্রিম টিকেট বিক্রি থেকে। শাহরুখ খান অভিনীত আগের সিনেমাগুলোর মত এই সিনেমাটিও আন্তর্জাতিক বাজারে প্রত্যাশিতভাবে দুর্দান্ত শুরুর ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং জার্মানি সহ ইউরোপের অনেকগুলো দেশে সিনেমাটির অগ্রিম টিকেট কিনতে দর্শকদের আগ্রহ নজর কেড়েছে বলিউড সংশ্লিষ্ট অনেকেরই। সিনেমাটি নিয়ে নিজেদের উচ্চাশাও প্রকাশ করতে দেখা গেছে ভারতীয় সিনেমার ট্রেড বিশেষজ্ঞদের।
সিনেমাটি মুক্তির এখনো এক সপ্তাহের বেশী সময় বাকী আছে। কিন্তু সিনেমাটি নিয়ে বিশ্বব্যাপী দর্শকদের প্রত্যাশা আকাশচুম্বী। বিশ্বের বিভিন্ন দেশে ঝড়ের গতিতে বিক্রি হচ্ছে ‘পাঠান’ সিনেমার অগ্রিম টিকেট। টিজার এবং দুটি গান প্রকাশের মাধ্যমে ইতিমধ্যে সিনেমাটির ব্যাপারে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছেন নির্মাতারা। নভেম্বরে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলায় সিনেমাটির প্রচারণা করেছেন শাহরুখ খান। এরপর ইন্টারন্যাশনাল লীগ টি২০ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এই সিনেমার প্রচারণা করেছেন তিনি। সর্বশেষ দুবাইয়ের বুর্জ খলিফায় ‘পাঠান’ সিনেমার ট্রেলার প্রদর্শনের মাধ্যমে বলিউডে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন শাহরুখ খান।
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, শাহরুখ খানের প্রেক্ষাগৃহে প্রত্যাবর্তন বিশ্বব্যাপী স্মরণীয় করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে যশ রাজ ফিল্মস। আন্তর্জাতিক বাজারে ‘পাঠান’ সিনেমার ঝড় ইতিমধ্যে সিনেমাটিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। যুক্তরাষ্ট্রে ৯৭৭টি পর্দায় মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। সর্বশেষ প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রে অগ্রিম টিকেট বিক্রি থেকে ইতিমধ্যে ২.১২ কোটি রুপি নিশ্চিত করেছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’। সিনেমাটি মুক্তি পেতে এখনো ১০ দিন বাকী আছে। পুরো মাত্রায় অগ্রিম টিকেট বিক্রি হলে এই আয়ের পরিমাণ আরো বাড়বে বলে উল্লেখ আছে উক্ত প্রতিবেদনে।
যুক্তরাষ্ট্র ছাড়াও জার্মানি এবং অস্ট্রেলিয়া বক্স অফিসে ‘পাঠান’ সিনেমার ঝড় ইতিমধ্যে লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক বাজারে জার্মানিতে সবার আগে শুরু হয়েছিলো সিনেমাটির অগ্রিম টিকেট বিক্রি। জার্মানিতে শাহরুখ খানের জনপ্রিয়তার গল্প নতুন কিছু নয়। ইতিমধ্যে জার্মানিতে ১.২৭ কোটি রুপির অগ্রিম টিকেট বিক্রি হয়েছে বলে জানা গেছে। এছাড়া এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় সিনেমাটির ০.৪২ কোটি রুপি মূল্যের অগ্রিম টিকেট বিক্রি হয়েছে। এই দেশগুলোতেও পুরোদমে সিনেমাটির অগ্রিম টিকেট বিক্রি এখনো শুরু হয়নি বলে উল্লেখ আছে উক্ত প্রতিবেদনে।
যুক্তরাষ্ট্র জার্মানি এবং অস্ট্রেলিয়া ছাড়া বিশ্বের অন্যান্য দেশেও সিনেমাটি নিয়ে সমান উম্মাদনা লক্ষ্য করা গেছে। বিভিন্ন প্রতিবেদন থেকে আরো জানা গেছে এই তিন দেশ ছাড়া আন্তর্জাতিক বাজারের অন্যান্য জায়গার অগ্রিম টিকেট বিক্রি থেকে ০.৮৯ কোটি রুপি আয় নিশ্চিত করেছে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমাটি। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শাহরুখ খানের জনপ্রিয়তা কেনটাই কল্পনাতীত। মধ্যপ্রাচ্যের প্রেক্ষাগৃহে অগ্রিম টিকেট বিক্রির হিসেব এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। তবে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মুক্তির দশ দিন আগেই শুধুমাত্র আন্তর্জাতিক বাজারে ‘পাঠান’ সিনেমার ৪.৭০ কোটি রুপির অগ্রিম টিকেট বিক্রি হয়েছে। সংখ্যাটিকে অবিশ্বাস্য হিসেবে বিবেচনা করছেন ট্রেড বিশেষজ্ঞরা।
এদিকে অগ্রিম টিকেট বিক্রিতে আন্তর্জাতিক বাজারে ‘পাঠান’ সিনেমার ঝড় শুরু হলেও, ভারতে এখনো অগ্রিম টিকেট বিক্রি শুরু করেনি যশ রাজ ফিল্মস। আন্তর্জাতিক বাজারের বেশ কয়েকটি দেশে অগ্রিম টিকেট বিক্রি দিয়ে ইতিমধ্যে ‘কেজিএফ চ্যাপ্টার ২’, ‘আরআরআর’, ‘ব্রমাস্ত্র’, ‘দ্যা কাশ্মীর ফাইলস’ সিনেমাগুলোর মোট আয়কে ছাড়িয়ে গেছে শাহরুখ খানের ‘পাঠান’। তবে ভারতে অগ্রিম টিকেট বিক্রি শুরু হলে এখানে এরকম ঝড়ের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে শাহরুখ খানের একটি ফ্যানক্লাব ভারতের ২০০ শহরে ‘পাঠান’ সিনেমার প্রথম দিনের প্রথম প্রদর্শনীর আয়োজন করছে। এখানে প্রায় ৫০,০০০ শাহরুখ খান ভক্ত সিনেমাটি উপভোগ করবেন।
ভারতের ২০০ শহরে #পাঠান প্রথম দিনের প্রথম প্রদর্শনী আয়োজন করছেন শাহরুখ খান ভক্তরা। প্রথম দিনেই দুর্দান্ত শুরুর ইঙ্গিত দিচ্ছে সিনেমাটি।#ফিল্মীমাইক #বলিউড #Filmymike #Bollywood #ShahRukhKhan? #SRK #SRKUniverse #PathaanMovie #PathaanFirstDayFirstShow #YRF50 #YRFSpyUniverse pic.twitter.com/XlYieNaQ8P
— FilmyMike.com (@FilmyMikeBD) January 16, 2023
উল্লেখ্য যে, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমাটি। সিদ্ধার্ত আনন্দ পরিচালিত এই সিনেমায় শাহরুখ খানের সাথে আরো অভিনয় করেছেন দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম। শাহরুখ খানের মত সিনেমাটিতে দীপিকাকেও ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা চরিত্রে দেখা যাবে। আর এতে জন আব্রাহাম থাকছেন নেতিবাচক চরিত্রে। আগামী ২৫শে জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘পাঠান’। ধারণা করা হচ্ছে ভারতে ৫,০০০ এর বেশী সহ বিশ্বব্যাপী ১০,০০০ এর বেশী পর্দায় মুক্তি পেতে যাচ্ছে ‘পাঠান’।
প্রসঙ্গত, ‘পাঠান’ সিনেমার প্রকাশিত ট্রেলারে স্পাই ইউনিভার্সের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। সিনেমাটিতে অতিথি চরিত্রে হাজির হচ্ছেন বলিউডের ভাইজান সালমান খান। স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে নির্মিত সিনেমাটিতে ‘টাইগার’ চরিত্রে হাজির হচ্ছেন এই সুপারস্টার। একই ভাবে সালমান খানের ‘টাইগার থ্রী’ সিনেমায় দেখা যাবে ‘পাঠান’ শাহরুখ খানকে। আদিত্য চোপড়া প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন ‘ওয়ার’ খ্যাত নির্মাতা সিদ্ধার্ত আনন্দ।
আরো পড়ুনঃ
বহুল প্রতিক্ষিত ‘পাঠান’ ট্রেলারে অ্যাকশন হিরো শাহরুখ খানের ঝলক
বক্স অফিসে দুর্দান্ত শুরুর অপেক্ষায় শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত ‘পাঠান’
বলিউডে নতুন ইতিহাস: বুর্জ খলিফায় শাহরুখ খানের ‘পাঠান’ ট্রেলার