চলতি সপ্তাহে মুক্তিপ্রাপ্ত কার্তিকের ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটি বলিউডের জন্য নিয়ে এসেছে সফলতার বার্তা। মুক্তির প্রথম দিনে ১৩.৭৫ কোটি রুপি আয়ের মাধ্যমে ২০২২ সালে সবচেয়ে বড় উদ্ভোদনী পাওয়া সিনেমা হিসেবে আবির্ভূত হয়েছে ‘ভুল ভুলাইয়া ২’। এছাড়া কার্তিক আরিয়ানের ক্যারিয়ারের সবচেয়ে বড় উদ্ভোদনী পাওয়া সিনেমা ‘ভুল ভুলাইয়া ২’। লাগাতার ব্যর্থতার গল্পকে পিছনে ফেলে প্রথম দিনে দুর্দান্ত আয় করা বলিউডের এই সিনেমাটি দ্বিতীয় দিনে বক্স অফিস আয়েও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে।
বলিউড ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ‘ভুল ভুলাইয়া ২’ একটি হিট সিনেমা হিসাবে আবির্ভূত হতে চলেছে কারণ এটি শনিবার বক্স অফিস আয়ে বিশাল বৃদ্ধি দেখিয়েছে। প্রাথমিক ধারনা অনুযায়ী দ্বিতীয় সিনেমা সিনেমাটি ১৭ কোটি নেট আয় অতিক্রম করবে এবং সংগ্রহ এমনকি ১৮ কোটি পর্যন্ত যেতে পারে৷ মুম্বাই, দিল্লি এবং ব্যাঙ্গালোরের মতো বড় শহরগুলির মাল্টিপ্লেক্সগুলিতে বৃদ্ধিটি দুর্দান্ত। এছাড়া ইন্দোর, জয়পুর, লখনউ ইত্যাদির মতো জায়গাগুলি যা প্রথম দিনে দুর্দান্ত ছিল সেগুলিও কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো।
তবে ভারতের মেট্রোগুলোতে শনিবার সিনেমাটির আয়ের লাফ আরো বেশী হবে। কারন, মেট্রোগুলোতে শুক্রবার আয়ের পরিমাণ বড় শহরগুলোর মত বেশী ছিলো না। এছাড়া মেট্রোতে সাধারণত শনিবার বক্স অফিস আয়ের বিশাল বৃদ্ধি দেখা যায়। সব মিলিয়ে প্রথম দুইদিনে ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটির মোট আয়ের সম্ভাব্য পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ৩১ কোটি রুপি। এই ধারা অব্যাহত থাকলে প্রথম সপ্তাহান্তের সিনেমাটির আয় ৫০ কোটি ছাড়িয়ে যাবে।
এছাড়া রবিবার সিনেমাটি একক স্ক্রিনের প্রেক্ষাগৃহগুলোতে ভালো ব্যবসা করতে দেখা যাবে যা প্রথম দুই দিনে ভালো ব্যবসা করছে। সিনেমাটি মূলত ইতিমধ্যে হিট সিনেমা হিসেবে আবির্ভুত হওয়ার সঙ্কেত দিচ্ছে। তবে সিনেমাটির এই হিট হওয়ার বিষয়টি অনেকটাই নির্ভর করছে সোমবারের বক্স অফিস আয়ের উপর। সোমবার সিনেমাটির হোল্ড শক্তিশালী হওয়ার মাধ্যমে সিনেমাটি হিট এর চেয়ে বেশি হওয়ার সুযোগ করে দিবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
চলতি বছরে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের পাশাপাশি কার্তিক আরিয়ানের সেরা উদ্ভোদনী পাওয়া সিনেমা হিসেবে আবির্ভুত হয়েছে ‘ভুল ভুলাইয়া ২’। এর আগে কার্তিক আরিয়ানের সেরা উদ্ভোদনী পাওয়া সিনেমা ছিলো ‘লাভ আজ কাল’, যেটা প্রথম দিনে বক্স অফিসে ১২ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছিলো। বেশ কয়েক বছরের অপেক্ষার পর অবশেষে ‘লাভ আজ কাল’ সিনেমাটির প্রথম দিনের আয়ের অংক টপাকালেন কার্তিক আরিয়ান।
বক্স অফিসে ভালো শুরু পাশাপাশি ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটি সমালোচকদেরও প্রশংসা কুঁড়াতে সক্ষম হয়েছে। মুক্তির পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের পাশাপাশি সমালোচকরাও সিনেমাটির দারুণ প্রশংসা করছেন। ‘ভুল ভুলাইয়া ২’ নিয়ে কয়েকটি রিভিউ রেটিং নীচে দেওয়া হলো –
পিংক ভিলা | ৩/৫ |
টাইমস অফ ইন্ডিয়া | ৩.৫/৫ |
ডিএনএ | ৩.৫ /৫ |
সুমিত কেডেল | ৪.৫/৫ |
তারান আদর্শ | ৪/৫ |
বলিউড হাঙ্গামা | ৪.৫/৫ |
প্রসঙ্গত, ২০০৭ সালের সুপারহিট ‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্ছাইজির দ্বিতীয় সিনেমাটি পরিচালনা করেছেন বলিউডের কমেডি সিনেমার অন্যতম জনপ্রিয় নির্মাতা আনিস বাজমী। সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় দুই তারকা কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদভানি। এছাড়া আরো কয়েকটি গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করেছেন টাবু, পারেশ রাওয়াল এবং রাজপাল যাদব সহ আরো অনেকে।
আরো পড়ুনঃ
২০২২ সালের বলিউডের সেরা উদ্ভোদনী পেলো কার্তিকের ‘ভুল ভুলাইয়া ২’
অগ্রীম টিকেট বিক্রিতে বক্স অফিসে ভালো শুরু ইঙ্গিত দিচ্ছে ‘ভুল ভুলাইয়া ২’
কার্তিকের ভৌতিক জাদুতে কুপোকাত এজেন্ট অগ্নিঃ আবারো ব্যর্থ কঙ্গনা