দীপাবলি উপলক্ষ্যে মুক্তি পেয়েছিলো বলিউডের দুটি সিনেমা। অক্ষয় কুমারের ‘রাম সেতু’ সিনেমার সাথে মুক্তি পেয়েছে অজয় দেবগণ অভিনীত কমেডি গল্পের সিনেমা ‘থ্যাঙ্ক গড’। মুক্তির পর প্রথম তিনদিন ‘রাম সেতু’ সিনেমার মত ‘থ্যাঙ্ক গড’ সিনেমাটিও ধারাবাহিক পতনের মুখে পরেছে। বড় দুই তারকার সিনেমা একই সাথে মুক্তি পেলেও দীপাবলি উৎসবের কারনে বক্স অফিসে সিনেমাগুলোর ভালো ফলাফল প্রত্যাশা করফেছিলেন সংশ্লিষ্টরা। কিন্তু অক্ষয়ের সিনেমাটির মত অজয়ের ‘থ্যাঙ্ক গড’ বক্স অফিস থেকেও ভালো কোন ইঙ্গিত পাওয়া যায়নি।
‘থ্যাঙ্ক গড’ বক্স অফিস প্রতিবেদন থেকে জানা গেছে মুক্তির প্রথম দিনে সিনেমাটি ৮.১০ কোটি রুপির মাধ্যমে যাত্রা শুরু করেছিলো। এরপর দ্বিতীয় দিন সিনেমাটির আয়ের পরিমাণ ছিলো মাত্র ৬ কোটি রুপি। দ্বিতীয় দিনের পর তৃতীয় দিনে আবারো সিনেমাটি বক্স অফিস আয়ে পতনের মুখে পরেছিলো। দ্বিতীয় দিনের তুলনায় ২৫% আয় কমে তৃতীয় দিনে সিনেমাটি আয় করেছে ৪ থেকে ৪.৫ কোটি রুপি। দীপাবলির উৎসবে মুক্তির পরও প্রথম তিনদিন শেষে সিনেমাটির আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৮.১০ কোটি রুপি।
২৫শে অক্টোবর বক্স অফিসে খারাপ শুরুর পর দ্বিতীয় দিনে সিনেমাটির আয় নূন্যতম স্থিতিশীল থাকবে বলে প্রত্যাশা করেছিলেন বলিউডের ট্রেড বিশেষজ্ঞরা। কিন্তু উদ্বোধনী দিনের কম আয়ের পর দ্বিতীয় দিনে সিনেমাটির পতন সামনের দিনগুলোতে সিনেমাটির আয়ের পথকে অনেক কঠিন করে দিয়েছে। তারপর তৃতীয় দিনে আয় কমেছে আরো একধাপ। সবমিলিয়ে চলতি বছরে বলিউড বক্স অফিসের ব্যর্থতার মিছিলে অজয়ের ‘থ্যাঙ্ক গড’ সিনেমাটি যুক্ত হওয়া অনেকটাই নিশ্চিত হয়েছে।
‘থ্যাঙ্ক গড’ সিনেমাটির বক্স অফিস আয়ের জন্য সবচেয়ে বড় খারাপ সংবাদ হচ্ছে পুরো ভারতজুড়ে আয়ে পতন। এমনকি প্রথম দুইদিন সিনেমাটি গুজরাট এবং রাজস্থানে কিছুটা ভালো অবস্থানে থাকলেও তৃতীয় দিনে এসব এলাকায়ও বড় পতনের শিকার হয়েছে। গুজরাট এবং রাজস্থানে সাধারণত কমেডি নির্ভর সিনেমা ভালো ব্যবসা করলেও, ‘থ্যাঙ্ক গড’ সেখানে অবস্থান ধরে রাখতে পারনি। সিনেমাটির প্রতি দর্শকদের অনাগ্রহের কারনে বক্স অফিসে সম্ভাবনা তৈরি করতে ব্যর্থ হয়েছে।
এদিকে শুক্রবার ভারতের বেশীরভাগ এলাকায় দীপাবলির ছুটি শেষ হতে যাচ্ছে। সে হিসেবে প্রেক্ষাগৃহে সিনেমার স্বাভাবিক সময় শুরু হবে শুক্রবার (মুক্তির চতুর্থ) দিন থেকে। দীপাবলির উৎসবকে বিবেচনা করলে তিনদিনে সিনেমাটির আয় নূন্যতম ৩০ কোটি হওয়া দরকার ছিলো, কিন্তু ‘থ্যাঙ্ক গড’ সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আগামী তিনদিন বক্স অফিসে সিনেমাটি কেমন করে তার উপর নির্ভর করছে এর বক্স অফিস সাফল্য। এই মুহুর্তে সবমিলিয়ে শেষ পর্যন্ত ৫০ কোটি রুপি আয় করাই কঠিন বলে মনে হচ্ছে।
‘থ্যাঙ্ক গড’ সিনেমাটি বক্স অফিসে অক্ষয় কুমার অভিনীত ‘রাম সেতু’ সিনেমাটির মুখোমুখি হয়েছিলো। ‘থ্যাঙ্ক গড’ সিনেমার মত অক্ষয়ের ‘রাম সেতু’ সিনেমাটিও বক্স অফিসে ধারাবাহিক পতনের শিকার হয়েছে। ‘রাম সেতু’ বক্স অফিস প্রতিবেদন অনুযায়ী প্রাথমিক ধারনা অনুযায়ী তৃতীয় সিনেমাটির আয় দাঁড়িয়েছে মাত্র ৭.৬০ কোটি রুপি। দীপাবলির উৎসবে মুক্তির পরও প্রথম তিনদিন শেষে সিনেমাটির আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২৬.৬৫ কোটি রুপি।
উল্লেখ্য যে, ইন্দ্র কুমার পরিচালিত ‘থ্যাঙ্ক গড’ সিনেমাটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষাণ কুমার, অশোক ঠাকেরিয়া, সুনির ক্ষেত্রপাল, দীপক মুকুট, আনন্দ পণ্ডিত এবং মার্কন্ড অধিকারী। সিনেমাটির সহ-প্রযোজক হিসেবে আছেন যশ শাহ। সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ এবং রাকুল প্রীত সিং। অজয় এবং রাকুল ছাড়াও সিনেমাটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্ত মালহোত্রা।
আরো পড়ুনঃ
‘রাম সেতু’ বক্স অফিস: তৃতীয় দিনে আয় কমেছে আরো একধাপ
প্রথম দিনে বক্স অফিসে ভালো শুরু করেছে ‘রাম সেতু’: ‘থ্যাঙ্ক গড’ মোটামুটি
প্রত্যাশার চেয়ে কম আয় দিয়ে যাত্রা শুরু করলো ‘রাম সেতু’ এবং ‘থ্যাঙ্ক গড’