চার সপ্তাহ আগে মুক্তি পেয়েছিলো আনিস বাজমি পরিচালিত হরর কমেডি সিনেমা ভুল ভুলাইয়া ২’। মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে সিনেমাটি। প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝর তুলছে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদভানী অভিনীত এই সিনেমা। অনেকটা অপ্রত্যাশিতভাবেই সিনেমাটি সপ্তাহের পর সপ্তাহ বক্স অফিসে আয়ের ধারা অব্যাহত রেখেছে। সর্বশেষ বক্স অফিস প্রতিবেদন অনুযায়ী চতুর্থ সপ্তাহের বক্স অফিস আয়ে ‘বাহুবলী’ এবং ‘আরআরআর’কে ছাড়িয়ে গেছে কার্তিকের ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটি।
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সিনেমাটির বক্স অফিস প্রতিবেদন অনুযায়ী, বক্স অফিসে একাধিক প্রতিযোগিতার সম্মুখীন হওয়ার পরও আয়ের ধারা ধরে রেখেছে ভূষণ কুমার এবং মুরাদ খেতানি প্রযোজিত সিনেমাটি। মুক্তির চতুর্থ সপ্তাহ পরও চলতি বছরের অন্যতম ব্যবসা সফল সিনেমা হিসেবে আবির্ভুত হয়েছে ‘ভুল ভুলাইয়া ২’। সিনেমাটির সামনে বক্স অফিসে টিকতে পারেনি ‘ধাকড়’ এবং ‘সম্রাট পৃথ্বীরাজ’ সিনেমাগুলো।
জানা গেছে মুক্তির চতুর্থ সপ্তাহে কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ২’ বক্স অফিসে আয় করেছে ১২.৯৯ কোটি রুপি। চলতি বছরে মুক্তিপ্রাপ্ত অনেকগুলো বিগ বাজেটের সিনেমার চেয়ে ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটির চতুর্থ সপ্তাহের আয়ের পরিমাণ বেশী ছিলো। প্রায় ১৩ কোটি রুপি আয়ের মাধ্যমে ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে আবির্ভূত হয়েছে ‘ভুল ভুলাইয়া ২’।
শুধু তাই চতুর্থ সপ্তাহে বক্স অফিস আয়ের হিসেবে কার্তিকের ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটি পিছনে ফেলে দিয়েছে এসএস রাজামৌলী পরিচালিত মেগা বাজেট সিনেমা ‘আরআরআর’কে। রাম চরন এবং এনটিআর জুনিয়র অভিনীত প্যান ইন্ডিয়া সিনেমাটির হিন্দি সংস্করণ চতুর্থ সপ্তাহে আয় করেছিলো ১১.৭২ কোটি রুপি। এছাড়া সিনেমাটি পিছনে ফেলেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ (৯.৯৫ কোটি রুপি) এবং ‘গাঙ্গুবাই কাঠিওয়ারি’ (৫.২৫ কোটি রুপি) এরমত সিনেমাগুলোকে।
এদিকে চতুর্থ সপ্তাহে আয়ের দিক থেকে বলিউডের সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমার তালিকায় ১১তম স্থানে রয়েছে কার্তিকের ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটি। মুক্তির চতুর্থ সপ্তাহে আয়ের দিক থেকে ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমা পিছনে ফেলেছে সাম্প্রতিক সময়ের একাধিক ব্লকবস্টার সিনেমাকে। এরমধ্যে রয়েছে ‘পুষ্পাঃ দ্য রাইজ’ (১২.২৬ কোটি রুপি), ‘বাহুবলী – দ্য বিগিনিং’ (১২.১০ কোটি রুপি) এবং ‘বজরঙ্গি ভাইজান’ (১১.৭৩ কোটি রুপি’।
মুক্তির চতুর্থ সপ্তাহ শেষে কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটির মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৭৬.১৪ কোটি রুপি। এছাড়া চলতি সপ্তাহেও বলিউডের বড় বাজেটের কোন সিনেমা মুক্তি না পাওয়ার কারনে বক্স অফিসে আয়ের ধারা অব্যাহত থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ২০২২ সালে চতুর্থ সপ্তাহে সর্বোচ্চ আয়ের সিনেমাগুলোর তালিকা নীচে দেওয়া হলো –
কেজিএফ চ্যাপ্টার ২ – ২২.৭৫ কোটি রুপি
ভুল ভুলাইয়া ২ – ১২.৯৯ কোটি রুপি
আরআরআর – ১১.৭২ কোটি রুপি
দ্য কাশ্মীর ফাইলস – ৯.৯৫ কোটি রুপি
গাঙ্গুবাই কাঠিওয়াড়ি – ৫.২৫ কোটি রুপি
শুধু আয়ের দিক থেকেই নয়, প্রথম দিনে প্রেক্ষাগৃহে দর্শক ফিরিয়ে আনার ক্ষেত্রেও এগিয়ে আছে ‘ভুল ভুলাইয়া ২’। করোনা মহামারী শেষে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর টিকেটের মূল্য বাড়িয়ে দিয়েছিলেন নির্মাতারা। অন্যদিকে ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটি প্রদর্শিত হচ্ছে মহামারীর আগের স্বাভাবিক টিকেট মূল্যে। সে হিসেবে মুক্তির প্রথম দিনে প্রেক্ষাগৃহে দর্শক টানার দিকে থেকেও এগিয়ে আছে সিনেমাটি। পাশাপাশি মুক্তির পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক এবং সমালোচকরা সিনেমাটির দারুণ প্রশংসা করছেন।
প্রসঙ্গত, ২০০৭ সালের সুপারহিট ‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্ছাইজির দ্বিতীয় সিনেমাটি পরিচালনা করেছেন বলিউডের কমেডি সিনেমার অন্যতম জনপ্রিয় নির্মাতা আনিস বাজমী। সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় দুই তারকা কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদভানি। এছাড়া আরো কয়েকটি গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করেছেন টাবু এবং রাজপাল যাদব সহ আরো অনেকে।
আরো পড়ুনঃ
তৃতীয় সপ্তাহেও দুর্দান্ত ‘ভুল ভুলাইয়া ২’: ২০২২ সালের হিন্দি সিনেমায় চতুর্থ সর্বোচ্চ
দ্বিতীয় সপ্তাহেও আয়ের ধারা ধরে রাখলো কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ২’
ভারতীয় সিনেমার বক্স অফিস: বলিউডের ২২ সিনেমার বিপরীতে দক্ষিণের ৩!