গত বছর নভেম্বরে দিওয়ালীতে ‘সুরিয়াবংশী’ সিনেমার মুক্তির মাধ্যমে শুরু হয়েছিলো করোনা পরবর্তি বলিউডের বক্স অফিস যাত্রা। সিনেমাটির বক্স অফিস সাফল্য বলিউড সংশ্লিষ্টদের নতুন আশার আলো দেখিয়েছিলো। কিন্তু এরপর থেকে শুরু করে ২০২২ সালের এখন পর্যন্ত বলিউডের বক্স অফিসের হিসেবটা শুধুই হতাশার। অবশেষে বলিউডের নির্মাতাদের জন্য সুখবর নিয়ে এলো সম্প্রতি মুক্তিপ্রাপ্ত কার্তিকের ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটি।
মুক্তির প্রথম দিনে আয়ের হিসেবে করোনা মহামারীর পর এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি বছরের সেরা উদ্ভোদনী পেয়েছে কার্তিকের ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটি। অক্ষয় কুমার অভিনীত ‘সুরিয়াবংশী’ সিনেমাটি প্রথম দিনে ২৬ কোটি রুপি আয় করলেও সিনেমাটি মুক্তি পেয়েছিলো দিওয়ালীর ছুটির দিনে। অন্যদিকে কার্তিকের ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটি মুক্তি পেয়েছে স্বাভাবিক অফিসের দিনে। এরমধ্যেও প্রথম দিনে সিনেমাটির বক্স অফিস আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৩.৭৫ কোটি রুপি।
গতকাল (২০শে মে) মুক্তির পর থেকে সময়ের সাথে সাথে সিনেমাটির দেখতে ভারতজুড়ে দর্শক সমাগম ক্রমাগতভাবে বেড়েছে। সকালের প্রদর্শনীতে ৩০% দর্শক নিয়ে সিনেমাটির বক্স অফিস যাত্রা শুরু হয়েছিলো এবং সময়ের সাথে রাতের প্রদর্শনীগুলোতে ৬০% দর্শক সমাগম হতে দেখা গেছে। ‘ঝান্ড’, ‘বচ্চন পাণ্ডে’, ‘অ্যাটাক’, ‘জার্সি’, ‘রানওয়ে ৩৪’ এবং ‘হিরোপান্তি ২’ সিনেমাগুলোর ক্রামাগত ব্যর্থতার পর ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটি প্রথম দিনে ১০ কোটির বেশী আয় করতে সক্ষম হলো।
চলতি বছরে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের পাশাপাশি কার্তিক আরিয়ানের সেরা উদ্ভোদনী পাওয়া সিনেমা হিসেবে আবির্ভুত হয়েছে ‘ভুল ভুলাইয়া ২’। এর আগে কার্তিক আরিয়ানের সেরা উদ্ভোদনী পাওয়া সিনেমা ছিলো ‘লাভ আজ কাল’, যেটা প্রথম দিনে বক্স অফিসে ১২ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছিলো। বেশ কয়েক বছরের অপেক্ষার পর অবশেষে ‘লাভ আজ কাল’ সিনেমাটির প্রথম দিনের আয়ের অংক টপাকালেন কার্তিক আরিয়ান।
‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটির বক্স অফিসে ভালো শুরু পিছনে বেশ কয়েকটি বিষয় কাজ করেছে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্ছাইজির ব্র্যান্ড ভেলু। এছাড়া কমেডি সিনেমার নির্মানের ক্ষেত্রে আনিস বাজমীর নির্দেশনার আলাদা একটি জনপ্রিয়তা রয়েছে। সেই সাথে তরুন দর্শকদের কাছে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদভানী জুটির গ্রহণযোগ্যতা ও সুপারহিট গান সিনেমাটিকে বক্স অফিসে এই শুরুর ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছে।
শুধু আয়ের দিক থেকেই নয়, প্রথম দিনে প্রেক্ষাগৃহে দর্শক ফিরিয়ে আনার ক্ষেত্রেও এগিয়ে আছে ‘ভুল ভুলাইয়া ২’। করোনা মহামারী শেষে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর টিকেটের মূল্য বাড়িয়ে দিয়েছিলেন নির্মাতারা। অন্যদিকে ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটি প্রদর্শিত হচ্ছে মহামারীর আগের স্বাভাবিক টিকেট মূল্যে। সে হিসেবে মুক্তির প্রথম দিনে প্রেক্ষাগৃহে দর্শক টানার দিকে থেকেও এগিয়ে আছে সিনেমাটি। করোনা পরিবর্তী সময়ে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর প্রথম দিনের আয়ের হিসেব নিম্নরূপ –
ক্রম | সিনেমার নাম | আয়ের পরিমাণ (কোটি রুপি) | মন্তব্য |
০১ | সুরিয়াবংশী | ২৬.১১ | দিওয়ালী |
০২ | ভুল ভুলাইয়া ২ | ১৩.৭৫ | |
০৩ | বচ্চন পাণ্ডে | ১২.১৮ | হোলি |
০৪ | ৮৩ | ১১.৯৬ | ক্রিসমাস |
০৫ | গাঙ্গুবাই কাঠিওয়ারি | ৯.৭২ | |
০৬ | হিরোপান্তি ২ | ৬.১৭ | ঈদ |
০৭ | অন্তিমঃ দ্য ফাইনাল ট্রুথ | ৪.৭৮ | |
০৮ | তারাপ | ৩.৮১ | |
০৯ | দ্য কাশ্মীর ফাইলস | ৩.৩৬ | |
১০ | জার্সি | ৩.১৯ |
বক্স অফিসে ভালো শুরু পাশাপাশি ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটি সমালোচকদেরও প্রশংসা কুঁড়াতে সক্ষম হয়েছে। মুক্তির পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের পাশাপাশি সমালোচকরাও সিনেমাটির দারুণ প্রশংসা করছেন। ‘ভুল ভুলাইয়া ২’ নিয়ে কয়েকটি রিভিউ রেটিং নীচে দেওয়া হলো –
পিংক ভিলা | ৩/৫ |
টাইমস অফ ইন্ডিয়া | ৩.৫/৫ |
ডিএনএ | ৩.৫ /৫ |
সুমিত কেডেল | ৪.৫/৫ |
তারান আদর্শ | ৪/৫ |
বলিউড হাঙ্গামা | ৪.৫/৫ |
দ্যা ইন্ডিয়া এক্সপ্রেস | ২/৫ |
প্রথম দিনে ভালো শুরু পাশাপাশি দর্শক সমালোচকদের কাছ থেকে প্রশংসা পাওয়ার কারনে শনিবার এবং রবিবার বন্ধের দিনগুলোতে আরো বেশী আয় করবে সিনেমাটি। সবমিলিয়ে প্রথম সপ্তাহান্তে সিনেমাটি ভালো অবস্থানে থাকবে এটা নিশ্চিত করেই বলা যায়। সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর বক্স অফিসে ব্যর্থতাকে পিছনে ফেলে আবারো নতুন সময়ের প্রত্যাশায় বলিউড নির্মাতারা। কার্তিক আরিয়ান, কিয়ারা আদভানি এবং টাবু অভিনীত ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটি সেরকম কিছুর ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরো পড়ুনঃ
কার্তিকের ভৌতিক জাদুতে কুপোকাত এজেন্ট অগ্নিঃ আবারো ব্যর্থ কঙ্গনা
অগ্রীম টিকেট বিক্রিতে বক্স অফিসে ভালো শুরু ইঙ্গিত দিচ্ছে ‘ভুল ভুলাইয়া ২’
বলিউডের ভবিষ্যৎ নির্ধারন করবে আসন্ন যে দশটি বিগ বাজেটের সিনেমা!