কন্নড় বক্স অফিসে ‘কান্তারা’ ঝড়ঃ অন্য ভাষায় শীগ্রই প্রেক্ষাগৃহে মুক্তি

কন্নড় বক্স অফিসে ‘কান্তারা’

সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি সিনেমার মত আবারো বক্স অফিসে ঝড় তুলেছে দক্ষিনি সিনেমা। ‘কেজিএফ’ খ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান হোম্বলে ফিল্মস প্রযোজিত এই সিনেমাটির নাম ‘কান্তারা’। মুক্তির দ্বিতীয় সপ্তাহের পাঁচ দিনে কন্নড় বক্স অফিসে ‘কান্তারা’ সিনেমাটি ইতিমধ্যে ছাড়িয়ে গেছে প্রথম সপ্তাহের সংগ্রহকে। দ্বিতীয় মঙ্গলবার এবং বুধবার সিনেমাটি আরো একবার রেকর্ড পরিমাণ আয় করেছে বক্স অফিসে। কন্নড় বক্স অফিসে দ্বিতীয় মঙ্গলবার সিনেমাটির আয় ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমার দ্বিতীয় মঙ্গলবারের চেয়েও বেশী ছিলো।

মুক্তির পর থেকে দ্বিতীয় সপ্তাহের বুধবার পর্যন্ত কন্নড় বক্স অফিসে সিনেমাটির আয় দাঁড়িয়েছে প্রায় ৬৯ কোটি রুপি। আর বিশ্বব্যাপী সিনেমাটির মোট গ্রোস আয়ের পরিমাণ ৮০ কোটি রুপি। দ্বিতীয় মঙ্গলবার বক্স অফিস আয়ের দিক থেকে ‘কান্তারা’ মণি রত্নম পরিচালিত ‘পোনিয়ান সেলভান’ এবং মেগাস্টার চিরঞ্জীবী অভিনীত ‘গডফাদার’ সিনেমাগুলোর আয়কেও ছাড়িয়ে গেছে। এর মাধ্যমে কন্নড় বক্স অফিসে ‘কান্তারা’ সিনেমাটি আয়ের দিক থেকে শীর্ষ অবস্থানে রয়েছে।

প্রথম সপ্তাহে বড় দুটি সিনেমার সাথে মুক্তির কারনে ‘কান্তারা’ তুলনামূলকভাবে কিছুটা কম পর্দা পেয়েছিলো। কিন্তু সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। দর্শকদের প্রশংসা এবং প্রত্যাশার প্রতিফলন দেখা গেছে দ্বিতীয় সপ্তাহের আয়ে। দ্বিতীয় বুধবার পর্যন্ত সিনেমাটির বক্স অফিসে মোট আয়ের হিসেব নিম্নরূপ –
প্রথম সপ্তাহ – ৩০.৩ কোটি রুপি
দ্বিতীয় সপ্তাহ (বুধবার পর্যন্ত) – ৩৮.৪ কোটি রুপি
মোট (দুই সপ্তাহ) – ৬৮.৭ কোটি রুপি

কন্নড় বক্স অফিসে ‘কান্তারা’ সিনেমাটির অবিশ্বাস্য বাণিজ্যিক সাফল্যে বিস্ময় প্রকাশ করেছেন সিনেমার ট্রেড বিশেষজ্ঞরা। ১১ দিনে ৬৯ কোটি রুপি আয়ের মাধ্যমে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বক্স অফিস বিস্ময় হিসেবে আবির্ভুত হয়েছে ‘কান্তারা’। কর্ণাটক ছাড়া অন্যান্য রাজ্যে খুবই সীমিত সংখ্যক পর্দায় মুক্তি পেয়েছিলো এই সিনেমা। সেই পর্দাগুলোতে হাউজফুল দর্শক দেখা গেছে। দর্শকদের প্রতিক্রিয়া বিবেচনায় সময়ের সাথে সাথে নতুন নতুন পর্দা যুক্ত করছেন প্রেক্ষগৃহ মালিকরা।

কন্নড় বক্স অফিসে ‘কান্তারা’ ঝড়ের পর সিনেমাটি ভারতে অন্যান্য ভাষায় মুক্তির প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। আগামী সপ্তাহ থেকে সিনেমাটি কন্নড়ের পাশাপাশি হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায়ও মুক্তি পেতে যাচ্ছে। আগামী ১৪ই অক্টোবর সিনেমাটি হিন্দিতে মুক্তি নিশ্চিত করেছেন নির্মাতারা। ইতিমধ্যে সিনেমাটির হিন্দি ট্রেলারও প্রকাশ করা হয়েছে। হিন্দিতে মুক্তির ঘোষণার পর সিনেমাটির অগ্রিম টিকেট বিক্রিতে দুর্দান্ত সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো।

১৮৭০ সালে প্রেক্ষাপটে নির্মিত হয়েছে বহুল আলোচিত কন্নড় সিনেমা ‘কান্তারা’। সিনেমাটি স্থানীয় দেবতার (ভুটা) গল্পে নির্মিত, যে সুখের বিনিময়ে একজন রাজার সাথে উপজাতির লোকদের বনভূমির ব্যবসা করে। এর বহু বছর পরে, যখন রাজার ছেলে লোভী হয়ে ওঠে এবং জমি ফেরত চায়, তখন ভূতের ক্রোধে সে মারা যায়। গল্পের ভিন্নতা এবং সুন্দর নির্মানশৈলীর কারনে সিনেমাটি দর্শক এবং সমালোচকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

পরিচালনার পাশাপাশি অ্যাকশন থ্রিলার ‘কান্তার’ সিনেমাটির গল্প এবং চিত্রনাট্য রচনা করেছেন ঋষভ শেট্টি। হোম্বালে ফিল্মসের অধীনে সিনেমাটি প্রযোজনা করেছেন ‘কেজিএফ’ সিরিজ খ্যাত বিজয় কিরাগান্দুর। সিনেমাটিতে শেট্টি একজন কাম্বালা চ্যাম্পিয়নের চরিত্রে অভিনয় করেছেন, যিনি একজন ন্যায়পরায়ণ ডিআরএফও অফিসার মুরালি (কিশোর) এর সাথে বিরোধে জড়ান। এছাড়া সিনেমাটির অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন অচ্যুত কুমার এবং সপ্তমী গৌড়া।

আরো পড়ুনঃ
তামিল নাড়ু বক্স অফিসে সর্বকালের সেরা সিনেমা ‘পোনিয়িন সেলভান’
তেলুগু বক্স অফিসে ভালো শুরু করেছে মেগাস্টার চিরঞ্জীবীর ‘গডফাদার’
‘বিক্রম ভেধা’ বক্স অফিস: দুর্বল প্রথম সপ্তাহের পর দ্বিতীয় সপ্তাহে গড়পড়তা শুরু

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত