‘পাঠান’ মুক্তির দুই বছর: শাহরুখ খানের এই সিনেমার পাঁচটি সেরা মুহুর্ত

‘পাঠান’ মুক্তির দুই বছর

দীর্ঘ চার বছর বড় পর্দায় অনুপস্থিত ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। সাময়িক সেই বিরতির পর ২০২৩ সালের জানুয়ারিতে শাহরুখ খান হাজির হয়েছিলেন ‘পাঠান’ সিনেমা দিয়ে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি মুক্তির পর প্রেক্ষাগৃহে রীতিমত ঝড় তুলেছিলো। ‘পাঠান’ মুক্তির দুই বছর পর সেই সময়ের স্মৃতি নিয়ে উম্মাদনায় মেতেছেন তার ভক্তরা।

আর অ্যাকশন গল্পের এই সিনেমাটির মাধ্যমে এই তারকার বড় পর্দায় প্রত্যাবর্তনও রাজকীয়। বিশ্বব্যাপী বক্স অফিসে ১,০০০ কোটি আয়ের মাধ্যমে দর্শকরাও দেখিয়েছেন তার প্রতি তাদের ভালোবাসা। বলিউডের প্রথম সিনেমা হিসেবে ভারতীয় বক্স অফিসে ৫০০ কোটি রুপি আয়ের (নেট) রেকর্ড গড়েছিল শাহরুখ খানের ‘পাঠান’।

শাহরুখ খানের পাশাপাশি এতে আরো অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া এবং আশুতোষ রানা। আর ‘পাঠান’ সিনেমার মাধ্যমেই যশ রাজ ফিল্মস আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিলো স্পাই ইউনিভার্সের। বিভিন্ন কারনে বিশেষ এই সিনেমাটি শুধু শাহরুখ খান নয়, বলিউডের জন্যও ছিলো বিশেষ কিছু। ‘পাঠান’ মুক্তির দুই বছর উপলক্ষ্যে চলুন দেখে নেয়া যাক, সিনেমাটির সেরা পাঁচটি মুহুর্ত।

০১। শাহরুখ খানের প্রথম দর্শন
‘জিন্দা হ্যাঁ’ সংলাপের মাধ্যমে ‘পাঠান’ সিনেমায় শাহরুখ খানের প্রথম দর্শন সাজিয়েছেন নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। বড় পর্দায় অনুপস্থিতি এবং প্রথম দৃশ্যে এমন সংলাপ – ভক্তদের উম্মাদনা ছিলো বাঁধভাঙা। রোম্যান্টিক তারকার ইমেজের শাহরুখ খান, পর্দায় হাজির হয়েছেন অ্যাকশন আবতারে। প্রথম দৃশ্যের সেই অ্যাকশন সিনেমাটির অন্যতম সেটা একটি মুহুর্ত হয়ে থাকবে।

০২। দেশের জন্য নন্দিনী এবং তার টিমের আত্নত্যাগ
জিমের (জন আব্রাহাম) ষড়যন্ত্রের শিকার হয়ে ভয়ঙ্কর ভাইরাসের সাথে ল্যাবে আটকা পরে নন্দিনী (ডিম্পল কাপাডিয়া) এবং তার টিম। ভাইরাসটি যাতে আর ছড়াতে না পারে সেজন্য পুরো ল্যাব ধ্বংস করা ছাড়া আর কোন উপায় ছিলো না নিন্দিনীর কাছে। তাই নন্দিনী এবং তার দল জাতির জন্য জীবন দেওয়ার সাহসী সিদ্ধান্ত নিয়েছিল।

তবে মৃত্যুর আগে, নন্দিনী পাঠানকে তাদের আত্মত্যাগের প্রতিশোধ নিতে এবং জিমের বিরুদ্ধে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য অনুরোধ করেছিলেন। শেষ পর্যন্ত এক মর্মস্পর্শী মুহূর্তে, পাঠান নন্দিনী এবং তার দলের অসাধারণ সাহসিকতার জন্য তাদের শ্রদ্ধাঞ্জলি জানান, তাদের প্রকৃত জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেন। এই হৃদয়গ্রাহী দৃশ্যটি অনেক দর্শককে অশ্রুসিক্ত করে তোলে, দলের বীরত্বের জন্য তাদের গর্বে ভরিয়ে দেয়।

০৩। শাহরুখ খান এবং জন আব্রাহামের মুখোমুখি লড়াই
দুবাইতে জিম বিজ্ঞানীদের আক্রমণ করলে, পাঠান তাদের উদ্ধার করতে ছুটে আসে। দুবাইয়ের রাস্তায় হাই-অকটেন অ্যাকশনে ভরপুর এই ধাওয়া-পাল্টা ধাওয়া দর্শকদের উত্তেজনা বাড়িয়ে দিয়েছিলো। জিম  চরিত্রে জন আব্রাহাম ছিলেন দুর্দান্ত। যখন তিনি তার হেলমেট খুলে প্রথমবারের মতো পর্দায় আসেন, তখন দর্শকরা হর্ষধ্বনি এবং উল্লাস থামাতে পারেননি।

০৪। শাহরুখ খান এবং দীপিকার রোম্যান্টিক পুনর্মিলন
রুবিনা (দীপিকা পাড়ুকোন) রক্ষিত বীজকে পেতে পাঠানের কাছে সাহায্য চেয়েছিলো। দারুণ একটি অ্যাকশনের পর পাঠান তাকে জিজ্ঞাসা করে কেন সে তাকে বাঁচিয়েছে। রুবিনা তার সাথে ফ্লার্ট করার সুযোগটি হাতছাড়া করেনি, তার সুন্দর চেহারার প্রশংসা করেছে। রুবিনা এবং পাঠানের ফ্লার্ট করা কথোপকথন অবশ্যই দর্শকদের বিনোদিত করেছিলো। সাথে ‘বেশরম রঙ’ গানে তাদের জমকালো রসায়ন ছিলো সিনেমার আরেকটি স্মরণীয় মুহূর্ত।

০৫। টাইগার চরিত্রে সালমান খানের ক্যামিও
ভাইরাস চুরি করতে গিয়ে রুবিনার বিশ্বাস ঘাতকতায় রাশিয়ার কাছে বন্ধী হয়ে পাঠান। সেই সাথে তাকে হত্যারও ষড়যন্ত্র করে রাশিয়ার নিরাপত্তা বাহিনী। আর তাকে বাঁচাতে এগিয়ে আসে টাইগার (সালমান খান)। ‘পাঠান’ সিনেমায় ট্রেনের সেই অ্যাকশন দৃশ্য বলিউডের অন্যতম আলোচিত একটি সিক্যুয়েন্স। বলিউডের সবচেয়ে বড় দুই তারকার একসাথে পর্দা উপস্থিতি এটিকে করেছিলো মহাকালের চেয়েও বড় কিছু।

‘পাঠান’ মুক্তির দুই বছর শাহরুখ খান ভক্তদের পাশাপাশি উদযাপন করছে বলিউডও। এই সিনেমার মাধ্যমে মহামারী পরবর্তি বক্স অফিস খরা কাটিয়ে স্বরূপে ফিরেছিলো বলিউড। সেই সাথে ‘বয়কট বলিউড’ শ্লোগানকেও ফিকে করে দিয়েছিলেন বলিউড বাদশা। আর তাই রাজার স্বরূপে প্রত্যাবর্তন এখনো দাগ কেটে আছে ভক্তদের মাঝে।

আরো পড়ুনঃ
যেখানে দিলীপ কুমার এবং অমিতাভকে পিছনে ফেলে দিয়েছেন শাহরুখ খান
বয়কট এবং বলিউড: অপ্রত্যাশিত ঘটনায় অপ্রাসঙ্গিক তথ্যের উদ্ভব (প্রথম পর্ব)
বয়কট এবং বলিউড:  শাহরুখ খানের সার্জিক্যাল স্ট্রাইক ‘পাঠান’ (দ্বিতীয় পর্ব)

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত