অপ্রচলিত জুটির রসায়নে জমজমাট বলিউডের সাতটি আলোচিত সিনেমা

অপ্রচলিত জুটির রসায়নে

পর্দা রসায়ন দিয়ে ভারতীয় সিনেমায় অমর হয়েছেন বলিউডের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি এই জুটিগুলো দর্শকদের ভালবাসা পেয়েছে প্রজন্মের পর প্রজন্ম। তবে প্রচলিত জুটির বাইরেও পর্দায় দেখা গেছে অনেক প্রচলিত এবং অপ্রত্যাশিত জুটি। অপ্রচলিত জুটির রসায়নে জমজমাট বলিউডের যে সাতটি আলোচিত সিনেমার বিস্তারিত থাকছে এই লিখায়।

০১। ম্যারি ক্রিসমাস
শ্রীরাম রাঘবন পরিচালিত থ্রিলার গল্পের ‘ম্যারি ক্রিসমাস’ সিনেমায় জুটি বাঁধেন বলিউডের ক্যাটরিনা কাইফ এবং তামিল অভিনেতা বিজয় সেতুপতি। সিনেমাটিতে তারা মারিয়া এবং অ্যালবার্টের ভূমিকায় অভিনয় করেন তারা। দুই অপরিচিত ব্যক্তির ক্রিসমাসের আগের দিন একে অপরের সাথে একটি অপ্রত্যাশিত ঘটনায় জড়িয়ে পরার গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। রহস্যময় গল্পের সাথে এই জুটি দর্শকদের আগ্রহের জন্ম দিতে সক্ষম হয়েছে।
অপ্রচলিত জুটির রসায়নে
০২। ডানকি
২০২৪ সালের ক্রিসমাসে মুক্তিপ্রাপ্ত রাজকুমার হিরানির ‘ডানকি’ সিনেমায়ও দেখা গেছে অপ্রচলিত জুটির পর্দা রসায়ন। সিনেমাটিতে প্রথমবারের মত জুটিবদ্ধ হতে দেখা গেছে শাহরুখ খান এবং তাপসি পান্নুকে। মান্নুকে (তাপসি পান্নু) লন্ডনে পৌছে দেয়ার জন্য হার্ডির (শাহরুখ খান) আয়োজনের গল্পের এই সিনেমায় ছিলো রোমান্স এবং কমেডি। সিনেমাটিতে নতুন এবং অপ্রচলিত এই জুটির রসায়ন দর্শকদের দারুণ আলোড়িত করেছিলো।
অপ্রচলিত জুটির রসায়নে
০৩। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি
সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমায় আলিয়া ভাট এবং শান্তনু মহেশ্বরীর নতুন জুটিকে দেখা গিয়েছিলো। শান্তনু আফসান নামে একজন দর্জির ভূমিকায় অভিনয় করেছেন, যিনি গাঙ্গুবাইয়ের প্রেমের প্রত্যাশী। যাইহোক, তিনি একটি অল্পবয়সী মেয়েকে রক্ষা করার জন্য তার ভালবাসাকে উৎসর্গ করেন। সিনেমাটিতে, বিশেষ করে ‘জব সাইয়ান’ এবং ‘মেরি জান’ গানে তাদের রসায়ন, দর্শকদের ব্যাপক প্রশংসা কুঁড়াতে সক্ষম হয়েছিল।
০৪। সাঞ্জু
রাজকুমার হিরানি পরিচালিত বাণিজ্যিক সফল এবং প্রশংসিত ‘সাঞ্জু’ সিনেমায় রনবীর কাপুর এবং দিয়া মির্জাকে দেখা গিয়েছিলো। বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের জীবনী, তার ব্যক্তিগত এবং পেশাদার ক্যারিয়ারের গল্প দেখা গেছে এই সিনেমায়। এতে মানয়তা দত্তের চরিত্রে রনবীর কাপুরের বিপরীতে অভিনয় করেছেন দিয়া মির্জা। পর্দায় দুজনের রসায়ন দর্শক এবং সমালোচকদের কাছে দারুণভাবে প্রশংসিত হয়েছিলো।
অপ্রচলিত জুটির রসায়নে
০৫। এ দিল হ্যাঁ মুসকিল
করন জোহর পরিচালিত রোম্যান্টিক গল্পের সিনেমা ‘এ দিল হ্যাঁ মুসকিল’। এতে রনবীর কাপুরের বিপরীতে অভিনয় করেছেন আনুশকা শর্মা এবং ঐশ্বরিয়া রাই। বয়সের ব্যবধানের কারনে গল্পের প্রয়োজনে রনবীর কাপুরের বিপরীতে দেখা গেছে বলিউডের এই অভিনেত্রীকে। তবে বয়সের ব্যবধানকে পিছনে ফেলেও এই জুটির রসায়ন ছিলো দারুণ। সিনেমাটি বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সমালচকদের কাছেও প্রশংসিত হয়েছিলো।
অপ্রচলিত জুটির রসায়নে
০৬। দিল চাহতা হ্যাঁ
ফারহান আখতার পরিচালিত ‘দিল চাহতা হ্যাঁ’ বলিউডের সিনেমার জন্য মাইলফলক হিসেবে বিবেচিত হয়ে থাকে। সিনেমাটি বলিউডের প্রচলিত গল্প বলার ধরন পাল্টে দিয়েছিলো। সিনেমাটিতে আমির খান, সাইফ আলী খান এবং অক্ষয় খান্নার বন্ধুত্ব এবং বিরোধের গল্প উঠে এসেছে। এই সিনেমায় অক্ষয় খান্নার বিপরীতে অভিনয় করছেন ডিমপ্ল কাপাডিয়া। তাদের জুটি অত্যন্ত অপ্রচলিত ছিল, তবে দর্শকরা সিনেমাতে তাদের সূক্ষ্ম রসায়ন পছন্দ করেছিলেন।
০৭। এক ম্যা অর এক তু
‘এক ম্যা অর এক তু’ অপ্রচলিত জুটির রসায়নে জমজমাট বলিউডের সিনেমাগুলোর মধ্যে অন্যতম। এই সিনেমায় ইমরান খান চাকরি হারানো এক স্থপতি রাহুলের চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে কারিনা কাপুর খানকে দেখা গেছে একজন হেয়ার স্টাইলিস্ট রিয়ানার চরিত্রে। মাতাল অবস্থায় একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এবং তাদের ছিমছাম রোম্যান্সের গল্প দেখা গেছে এই সিনেমায়।

অপ্রচলিত জুটির রসায়নে জমজমাট বলিউডের যে সাত সিনেমার সবগুলো বক্স অফিসে সাফল্য না পেলেও, দর্শকদের মাঝে আলোচিনার জন্ম দিতে সক্ষম হয়েছিলো অবসর সময় কাটানোর জন্য দেখে নিতে পারেন এই সাতটি সিনেমা। উপরে আলোচিত সবগুলো সিনেমাই ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে পাওয়া যাচ্ছে।

আরো পড়ুনঃ
ব্যাক্তিগত পছন্দে করণ জোহর পরিচালিত সিনেমাগুলোর ধারাবাহিক তালিকা
আলিয়া ভাটই কি তাহলে বলিউডের নতুন লেডি সুপারস্টার? কিছু প্রাসঙ্গিক ভাবনা!
ভারতীয় সিনেমার ইতিহাসের সর্বকালের সেরা মেগাস্টার খ্যাতি পাওয়া তারকারা

By হোসেন মৌলুদ তেজো

এ সম্পর্কিত