২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয় আলোচিত চিত্রনায়িকা পরীমনি। মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছিলেন পরী মনি। অভিনয় করেছেন অ্যাকশনধর্মী ‘রক্ত’, লোককাহিনী নির্ভর ‘মহুয়া সুন্দরী’, ‘স্বপ্নজাল’ এবং ‘বিশ্বসুন্দরী’ এর মত আলোচিত সিনেমায়। বর্তমানে নির্মানাধীন বা মুক্তির প্রতীক্ষায় আছে ‘স্ফুলিঙ্গ’, ‘মুখোশ’, ‘প্রীতিলতা’ এবং ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ এর মত সিনেমা। ঢালিউডের লাস্যময়ী নায়িকা খ্যাত এই তারকা নিজের অভিনয় দিয়ে তৈরী করেছেন আলাদা অবস্থান। আমাদের আজকের কুইজে পরীমনি ভক্তদের জন্য থাকছে মজার একটি পরীক্ষা। প্রদত্ত ছবি থেকে বলতে হবে এটা পরিমনির কোন সিনেমার দৃশ্য থেকে নেয়া হয়েছে।
[wp_quiz id=”2478″]
আরো পড়ুনঃ
ভিন্ন রুপে পরীমনিঃ অভিনয় সমৃদ্ধ সিনেমার জন্য বিরামহীন যাত্রা!
অ্যাডভেঞ্চার অব সুন্দরবন: ডাবিং শেষে অপেক্ষায় পরীমনি
ট্রেলারের একঝলকে পরীমণির নতুন সিনেমাঃ দেখে নিন ‘স্ফুলিঙ্গ’ ফার্ষ্ট লুক