১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত ছায়াছবির মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পদার্পণ করেন বাংলা সিনেমার প্রিয়দর্শিনী খ্যাত মৌসুমি। এরপর ইতিমধ্যে সিনেমার জগতে মৌসুমি শেষ করছেন তার পথচলার ২৭ বছর। নিজের অভিনয় আর জনপ্রিয়তা দিয়ে হয়েছেন নির্মাতাদের আস্থাভাজন। অভিনয়ের পাশাপাশি মৌসুমি একসময় প্রযোজক এবং পরিচালক হিসেবে ছিলেন সরব। নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় এই তারকা অভিনয় করেছেন তার সময়ের সেরা সব নির্মাতা এবং অভিনেতাদের সাথে। মৌসুমির অগণিত ভক্তদের জন্য ফিল্মীমাইক নিয়ে এসেছে নতুন কুইজ। কুইজে অংশগ্রহণ করে দেখে নিন মৌসুমির কেমন ভক্ত আপনি।
[wp_quiz id=”3953″]
আরো পড়ুনঃ
অমর নায়ক সালমান শাহ: কতটুকু মনে আছে সালমান শাহর সিনেমার যাত্রা
স্মৃতিতে অম্লান মহানায়ক মান্না: কতটুকু মনে আছে মান্নার সিনেমার যাত্রা