জোসেফ বিজয় চন্দ্রশেখর, যাকে সিনেমার দর্শকরা তাকে ভালোবেসে ডাকেন ‘থালাপাতি’ যার অর্থ হচ্ছে কমান্ডার বা নেতৃত্বদানকারী। তামিল সিনেমার অভিনেতা হলেও ভারতসহ বিশ্বব্যাপী অসংখ্য ভক্ত আছে এই সুপারস্টারের। ১৯৯২ সালে নিজের পরিচালক বাবা পরিচালিত ‘নালাইয়া থেরপু’ সিনেমার মাধ্যমে যাত্রা শুরু করা বিজয়ের এক দশকের বেশী সময় লেগেছে তারকাখ্যাতি অর্জন করতে। দীর্ঘ সিনেমার যাত্রা শেষে রজনীকান্তের পর তামিলের সবচেয়ে বড় সুপারস্টার বিজয় ভক্তদের ভালোবাসায় সিক্ত। থালাপাতি বিজয়ের জন্মদিন উপলক্ষ্যে ফিল্মীমাইকের আজকের কুইজে থাকছে থালাপাতি এবং সিনেমা নিয়ে কিছু প্রশ্ন। থালাপাতি বিজয় ভক্ত পরীক্ষা এর ঝটপট উত্তর দিয়ে দেখে নিন থালাপাতি বিজয় এবং তার সিনেমা সম্পর্কে কতটুকু জানেন আপনি।
[wp_quiz id=”4525″]
আরো পড়ুনঃ
শিশু শিল্পী থেকে থালাপাতি: সুপারস্টার বিজয়ের সিনেমার যাত্রা
থালাপাতি বিজয় সম্পর্কে মজার কিছু ঘটনাঃ দেখে নিন বিস্তারিত
আক্কিনেনি নাগার্জুনা: দেখুন কতটুকু চেনেন আপনি এই সাউথ সুপারষ্টারকে!