প্রধান চরিত্রে বলিউডে আমির খানের যাত্রা শুরু হয় ১৯৮৮ সালে ‘কেয়ামত সে কেয়ামত তাক’ সিনেমার মাধ্যমে। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন জুহী চাওলা এবং ছবিটি পরিচালনা করেন আমির খানের কাজিন ভাই মনসুর খান। মুক্তির পর সিনেমাটি সুপারহিট তকমা নিয়ে চলে এবং বলিউড পায় সম্ভাবনাময়ী এক তারকার সন্ধান। এরপর স্বল্প সময়ের জন্য লাইনচ্যুতি, তারপর ফিরে আসা! এই ফিরে আসার পরের গল্পটা নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার। অসাধারন চিত্রনাট্য নির্বাচন, চরিত্রের প্রতি ডেডিকেশন এবং অভিনয় দিয়ে বিষয়বস্তু ভিত্তিক সিনেমার জন্য সবচেয়ে প্রত্যাশিত নাম আমির খান!
ফিল্মীমাইক নিয়ে এসেছে বলিউডের মি. পারফেকশনিষ্ট আমির খান ভক্তদের জন্য মজার একটি কুইজ। নিচের ছবিগুলো দেখে বলতে হবে আমির খান অভিনীত কোন সিনেমাটির নাম। তাহলে ঘুরে আসুন আপনার মেমরি লেনে আর বেছে নিন সঠিক উত্তর।
[wp_quiz id=”2416″]
আরো পড়ুনঃ
সালমান খান ভক্ত পরীক্ষা: ভাইজানের ভক্ত? হয়ে যাক একটা টেস্ট!
হৃত্বিক রোশনের অনেক সিনেমা দেখেছেন? ছবির সাথে সিনেমার নাম মিলিয়ে নিন একবার!
নিজেকে ক্যাটরিনার ভক্ত মনে করেন? দেখে নিন কেমন ভক্ত আপনি!
শাহরুখ-কাজল জুটি: দেখে নিন আপনি এই জুটির কেমন ভক্ত!