আদিত্য চোপড়া পরিচালিত ‘রব না বানাদি জোড়ি’ সিনেমায় শাহরুখ খানের নায়িকা হিসেবে অভিষেক হয়েছিলো আনুশকা শর্মার। মডেল থেকে অভিনেত্রী হওয়ার ইচ্ছায় বলিউডে পা রাখা আনুশকাকে এরপর আর পিছন ফায়ার তাকাতে হয়নি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে তৈরী করেছেন নিজের স্বতন্ত্র অবস্থান। অভিনয় করেছেন ইয়াশ চোপড়া, আদিত্য চোপড়া, রাজ কুমার হিরানি, করণ জোহরের মত প্রভাশালী নির্মাতাদের সিনেমায়। নায়ক হিসেবে পেয়েছেন তিন খান থেকে শুরু করে অক্ষয় কুমার, রণবীর কাপুর এবং রনবীর সিং এর মত তারকাদের। ব্যক্তিগত জীবনে ভারতীয় জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহিলিকে বিয়ে করেছেন আলোচিত অভিনেত্রী। ভারতসহ সারা বিশ্বে তার অগণিত ভক্ত বিদ্যমান। ফিল্মীমাইকের আজকের কুইজে থাকছে আনুশকার ভক্তদের জন্য পরীক্ষা। ছবি দেখে নির্বাচন করতে হবে আনুশকার সিনেমার নাম।
[wp_quiz id=”2447″]
আরো পড়ুনঃ
নিজেকে আমির খানের ভক্ত দাবি করেন? হয়ে যাক একটা টেস্ট!
সালমান খান ভক্ত পরীক্ষা: ভাইজানের ভক্ত? হয়ে যাক একটা টেস্ট!
ত্রিভুজ প্রেমের গল্প: দেখে নিন প্রেমের ক্ষেত্রে আপনার ব্যক্তিত্ব