২০১২ সালে মুক্তিপ্রাপ্ত জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ভালোবাসার রঙ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন মাহিয়া মাহি। অভিষেকেই বাজিমাত করা মাহির মাধ্যমে ইন্ডাস্ট্রি পেয়েছিলো সম্ভাবনাময় এক নায়িকার সন্ধান। এরপর ৮ বছরে মাহি নিজেকে করেছেন নির্মাতাদের নির্ভরতার প্রতীক। মৌসুমী-শাবনূর ও পপি-পূর্ণিমাদের যোগ্য উত্তরসূরী হয়ে নিজেকে প্রতিষ্টা করেছেন তিনি ঢাকাই সিনেমার সফল এবং নির্ভরযোগ্য একজন নায়িকা হিসেবে৷ মাহির নতুন সিনেমার জন্য প্রতীক্ষায় থাকেন তার ভক্তরা। চলুন দেখে নেয়া যাক মাহিয়া মাহির ভক্তরা কেমন মনযোগ দিয়ে দেখেন তার সিনেমা।
[wp_quiz id=”2559″]
আরো পড়ুনঃ
‘বুবুজান’ মাহিয়া মাহিঃ আর শান্তর বিপরীতে থাকছেন নিশাত সালওয়া
সাইমন সাদিক এবং মাহিয়া মাহীকে নিয়ে শাপলা মিডিয়ার নতুন তিন সিনেমা
লাস্যময়ী পরীমনি ভক্ত পরীক্ষা: দেখে নিন কেমন ভক্ত আপনি