ভাবমূর্তি পাল্টানোর নতুন মিশন ‘ট্যাংরা ব্লু’জ’ নিয়ে আসছেন মধুমিতা সরকার

মধুমিতা সরকার

মধুমিতা সরকার

‘বোঝে না সে বোঝে না’ নাটকের সবার প্রিয় মিষ্টি মুখ পাখি। ছোটপর্দার গণ্ডি পেরিয়ে এখন তিনি বড় পর্দায় তারকা। ইতিমধ্যে তিনটি সিনেমায় অভিনয় করে আলোচনায় মধুমিতা সরকার। নিজের মিষ্টি মেয়ের ভাবমূর্তি থেকে বেরিয়ে এসে নিজেকে আবিষ্কার করছেন নতুন ভাবে। খুব শীগ্রই মুক্তি পেতে যাচ্ছে এই তারকার নতুন সিনেমা ‘ট্যাংরা ব্লু’জ’। পরিচালক সুপ্রিয় সেনের এই সিনেমাটির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও মধুমিতা সরকার।

নতুন এই সিনেমাটিতে নিজের ভাবমূর্তি পাল্টানো প্রসঙ্গে মধুমিতা বলেন, ‘ভগবান করুন, আমি যেন চিরজীবন এই ভাঙা গড়াটার মধ্যেই থাকতে পারি।ধারাবাহিক থেকে সিনেমায় অভিনয়, একটা জিনিস সবসময় মাথায় রাখি, যেন আমার আগের চরিত্রের সঙ্গে নতুন চরিত্রের কোনও মিল না থাকে। যদি দিন যাবে কাজটা কঠিন হবে আর আমার খিদেটাও বাড়তে থাকবে।’

এছাড়াও ডার্ক সেডের চরিত্রে অভিনয়ের ইচ্ছা পোষন করে তিনি আরো বলেন, ‘আমার অনেকদিন ধরে ডার্ক সেডের চরিত্রে অভিনয় করার ইচ্ছে। আমার চেহারা দেখে হয়ত মিষ্টি মেয়ে, প্রেমিকা বা কলেজ পড়ুয়ার চরিত্র দেওয়াটা খুব সহজ। কিন্তু আমি চাই সম্পূর্ণ বিপরীত কোনও চরিত্র যেটা আমার চেহারার সঙ্গে মানায়ই না। সেটা কোনও সিরিয়াল কিলার বা সাইকো হতে পারে। দর্শক দেখে মনে করবে, মধুমিতা এমনও হতে পারে! এমন কোনও অভিনয় করার জন্য আমি মুখিয়ে থাকব।’

জানা গেছে কলকাতার বুকে একটা বস্তি, আর সেখানে থাকা কিছু মানুষের লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ট্যাংরা ব্লু’জ’। সিনেমাটিতে মধুমিতা অভিনীত চরিত্রের নাম জয়ী। চেনা কলকাতার বুকে থাকা এই অচেনা জগতের খোঁজ পেয়ে যায় মুম্বইয়ের উঠতি সঙ্গীত পরিচালক জয়ী। আর সেখান থেকেই শুরু হয় সুর, অপরাধ জগত এবং বাঁচবার ইচ্ছার এক রোমঞ্চকর যাত্রার।

মধুমিতা সরকার

সিনেমাটি প্রসঙ্গে মধুমিতা বলেন, ‘আমি যে কোনও রকম গান শুনতে ভালোবাসি। যেমন গানের কথা আমায় টানে, তেমনই টানে ইনস্ট্রুমেন্টাল মিউজিক। সেইদিক থেকে ট্যাংরা ব্লু’জ এমন একটা ছবি যার প্রাণই মিউজিক। এমন একটি ছবির অংশ হতে পারা আমার কাছে খুব বড় ব্যাপার।’

অন্যদিকে সিনেমাটিতে পরমব্রতর সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে মধুমিতা বলেন, ‘যতক্ষণ না বড়পর্দায় নিজেকে পরমদার সঙ্গে দেখতে পাচ্ছি আমার যেন বিশ্বাসই হচ্ছে না। আমি ভিন্ন স্বাদের কাজ করতে চেয়েছি সবসময়। আর এখন সেই সুযোগগুলোও পাচ্ছি। তার ওপর এমন কো-স্টার। এর থেকে ভালো আর কী হতে পারে!’

আগামী ১৫ই এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে মধুমিতা সরকারের এই নতুন সিনেমাটি। সুপ্রিয় সেনের গল্পে ‘ট্যাংরা ব্লু’জ’ সিনেমাটির চিত্রনাট্য এবং সংলাপ যৌথভাবে রচনা করেছেন সুপ্রিয় সেন এবং পরমব্রত চট্টোপাধ্যায়। আর সঙ্গীতে আছেন নবারুন বোস।

আরো পড়ুনঃ
মহামারী পরবর্তী টলিউডের সর্বোচ্চ আয়ের সিনেমা ‘চিনি’
তৃতীয় ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন মধুমিতা সরকার

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d